নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডের পর এবার এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল অস্ট্রেলিয়ার মেয়েরা। মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫৮ রানে হারিয়েছেন অ্যালিসা হিলিরা।
অস্ট্রেলিয়ার দেওয়া ১৬২ রানের লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ১০৩ রান করতে পেরেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করার মতো কার্যকর ইনিংস খেলতে পারেননি কেউই। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন দিলারা আক্তার। এ ছাড়া ফাহিমা খাতুন ১৫, স্বর্ণা আক্তার ২১ ও রাবেয়া খানের ব্যাট থেকে আসে ১৪ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাশলে গার্ডনার ও সোফি মোলিনু নিয়েছেন ৩টি করে উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৬১ রানের স্কোর পায় অস্ট্রেলিয়ার মেয়েরা। হিলি ও বেথ মুনির বদলে দুই লোয়ার অর্ডার ব্যাটার জর্জিয়া ওয়্যারহাম ও গ্রাস হ্যারিসকে টপ অর্ডারে পাঠায় অস্ট্রেলিয়া। দুজনে চড়াও হলেন বাংলাদেশের বোলারদের ওপর। যেমন দাপুটে ব্যাটিং করেছেন—মনে হলো, জাত টপ অর্ডার তাঁরা।
ওপেনিংয়ে নেমে হ্যারিস খেলেছেন ৩৪ বলে ৪৭ রানের অসাধারণ ইনিংস। তিন নম্বরে নেমে ওয়্যারহাম খেলেছেন ৩০ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস। স্ট্রাইকরেট—১৯০। তবে বোলিংয়ে বাংলাদেশ দলের অর্জন পেসার ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিক। শেষ ওভারে আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় হ্যাটট্রিক করেন এই পেসার।
দ্বিতীয় টি-টোয়েন্টির সমীকরণ ছিল জিতলে সিরিজ নিশ্চিত করবে অজিরা, বিপরীতে বাংলাদেশের ছিল সিরিজ বাঁচানো ম্যাচ। এমন ম্যাচে অতিথিদের ব্যাটিং অর্ডারে ছিল বিস্ময়ে ভরা পরিবর্তন। টপ অর্ডারের হিলি, মুনি, এলিসে পেরিরা ব্যাটিংয়ে নেমেছেন পরে আর লোয়ার অর্ডার নামলেন শুরুতে।
ফোবি লিচফিল্ডের সঙ্গে ওপেনিং করেন হ্যারিস। যিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারে অধিকাংশ ম্যাচে ব্যাটিং করেছেন ৬-৭ নম্বর পজিশনে। উদ্বোধনী জুটি অবশ্য বড় করতে দেননি ফারিহা তৃষ্ণা, তৃতীয় ওভারেই লিচফিল্ডকে ফেরান ২ রানে।
তারপর উইকেটে এসে হ্যারিসকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন ওয়্যারহাম। দ্বিতীয় উইকেটে দুজনে স্কোরবোর্ডে যোগ করেন ৫৪ বলে ৯১ রান। দলকে বড় স্কোরে ভিতটা গড়ে দেন তাঁরা। ১২ তম ওভারে নাহিদা আক্তারের শিকার হওয়ার আগে ৩০ বলে ১০ চারে ৫৭ রান করেছেন ওয়ারহ্যাম।
পরে টাহলিয়া ম্যাকগ্রা ১৯ ও পেরি ২৯ রানের দুটি কার্যকর ইনিংস খেলেছেন। যার সৌজন্যে ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের বড় স্কোর জমা করে অস্ট্রেলিয়া। তবে বোলিংয়ে বাংলাদেশ দলের অর্জন পেসার ফারিহার হ্যাটট্রিক। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
২০ তম ওভারের শেষ তিন বলে ফারিহা পরপর ফেরান পেরি, সোফি মোলিনু ও মুনিকে। টি-টোয়েন্টিতে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০২২ সালে এশিয়া কাপে সিলেটে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এ পেসার। এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিংও। তবে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন, ২০১৮ সালে আরব আমিরাতের বিপক্ষে। টি-টোয়েন্টিতে এ পর্যন্ত তিনজন সর্বোচ্চ ২টি হ্যাটট্রিক করেছে। তাঁদের একজন ফারিহা।
ওয়ানডের পর এবার এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল অস্ট্রেলিয়ার মেয়েরা। মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫৮ রানে হারিয়েছেন অ্যালিসা হিলিরা।
অস্ট্রেলিয়ার দেওয়া ১৬২ রানের লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ১০৩ রান করতে পেরেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করার মতো কার্যকর ইনিংস খেলতে পারেননি কেউই। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন দিলারা আক্তার। এ ছাড়া ফাহিমা খাতুন ১৫, স্বর্ণা আক্তার ২১ ও রাবেয়া খানের ব্যাট থেকে আসে ১৪ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাশলে গার্ডনার ও সোফি মোলিনু নিয়েছেন ৩টি করে উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৬১ রানের স্কোর পায় অস্ট্রেলিয়ার মেয়েরা। হিলি ও বেথ মুনির বদলে দুই লোয়ার অর্ডার ব্যাটার জর্জিয়া ওয়্যারহাম ও গ্রাস হ্যারিসকে টপ অর্ডারে পাঠায় অস্ট্রেলিয়া। দুজনে চড়াও হলেন বাংলাদেশের বোলারদের ওপর। যেমন দাপুটে ব্যাটিং করেছেন—মনে হলো, জাত টপ অর্ডার তাঁরা।
ওপেনিংয়ে নেমে হ্যারিস খেলেছেন ৩৪ বলে ৪৭ রানের অসাধারণ ইনিংস। তিন নম্বরে নেমে ওয়্যারহাম খেলেছেন ৩০ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস। স্ট্রাইকরেট—১৯০। তবে বোলিংয়ে বাংলাদেশ দলের অর্জন পেসার ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিক। শেষ ওভারে আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় হ্যাটট্রিক করেন এই পেসার।
দ্বিতীয় টি-টোয়েন্টির সমীকরণ ছিল জিতলে সিরিজ নিশ্চিত করবে অজিরা, বিপরীতে বাংলাদেশের ছিল সিরিজ বাঁচানো ম্যাচ। এমন ম্যাচে অতিথিদের ব্যাটিং অর্ডারে ছিল বিস্ময়ে ভরা পরিবর্তন। টপ অর্ডারের হিলি, মুনি, এলিসে পেরিরা ব্যাটিংয়ে নেমেছেন পরে আর লোয়ার অর্ডার নামলেন শুরুতে।
ফোবি লিচফিল্ডের সঙ্গে ওপেনিং করেন হ্যারিস। যিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারে অধিকাংশ ম্যাচে ব্যাটিং করেছেন ৬-৭ নম্বর পজিশনে। উদ্বোধনী জুটি অবশ্য বড় করতে দেননি ফারিহা তৃষ্ণা, তৃতীয় ওভারেই লিচফিল্ডকে ফেরান ২ রানে।
তারপর উইকেটে এসে হ্যারিসকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন ওয়্যারহাম। দ্বিতীয় উইকেটে দুজনে স্কোরবোর্ডে যোগ করেন ৫৪ বলে ৯১ রান। দলকে বড় স্কোরে ভিতটা গড়ে দেন তাঁরা। ১২ তম ওভারে নাহিদা আক্তারের শিকার হওয়ার আগে ৩০ বলে ১০ চারে ৫৭ রান করেছেন ওয়ারহ্যাম।
পরে টাহলিয়া ম্যাকগ্রা ১৯ ও পেরি ২৯ রানের দুটি কার্যকর ইনিংস খেলেছেন। যার সৌজন্যে ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের বড় স্কোর জমা করে অস্ট্রেলিয়া। তবে বোলিংয়ে বাংলাদেশ দলের অর্জন পেসার ফারিহার হ্যাটট্রিক। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
২০ তম ওভারের শেষ তিন বলে ফারিহা পরপর ফেরান পেরি, সোফি মোলিনু ও মুনিকে। টি-টোয়েন্টিতে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০২২ সালে এশিয়া কাপে সিলেটে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এ পেসার। এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিংও। তবে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন, ২০১৮ সালে আরব আমিরাতের বিপক্ষে। টি-টোয়েন্টিতে এ পর্যন্ত তিনজন সর্বোচ্চ ২টি হ্যাটট্রিক করেছে। তাঁদের একজন ফারিহা।
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৩ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৫ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
৬ ঘণ্টা আগে