Ajker Patrika

আর ৬ রান করলেই শান্তর রেকর্ডটা ভাঙতেন নাঈম

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৩৩
দ্বিতীয় কোয়ালিফায়ারে ২২ বলে ১৯ রান করেন নাঈম শেখ। ছবি: বিসিবি
দ্বিতীয় কোয়ালিফায়ারে ২২ বলে ১৯ রান করেন নাঈম শেখ। ছবি: বিসিবি

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ডটা করতে নাঈম শেখের দরকার ছিল ২৫ রান। যেভাবে রানের ফোয়ারা ছোটাচ্ছেন, তাতে এটা তো তাঁর কাছে অসম্ভব কিছু ছিল না। তবে নাঈম পারেননি। নাজমুল হোসেন শান্তর করা রেকর্ড থেকে ৬ রান দূরে থাকতে আউট হলেন নাঈম।

বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ খেলছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া খুলনার নাঈম খেলেছেন ওপেনার হিসেবেই। অষ্টম ওভারের প্রথম বলে নাঈমকে বোল্ড করেন সৈয়দ খালেদ আহমেদ। ২২ বলে ১৯ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এবারের বিপিএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৫১১ রান করেছেন। যা এক বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান। এই তালিকায় সবার ওপরে থাকা শান্তর রান ৫১৬। ২০২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১১৬.৭৪ স্ট্রাইকরেটে এই রান করেছিলেন শান্ত।

চিটাগং কিংসের আক্রমণাত্মক বোলিংয়ে আজ রানের জন্য হাঁসফাঁস করতে থাকে খুলনা টাইগার্স। ৮.৫ ওভারে ৪ উইকেটে ৪২ রানে পরিণত হয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন খুলনা। অধিনায়ক মিরাজ ওপেনিংয়ে নেমে করেছেন ২ রান। অ্যালেক্স রস ডাক মেরেছেন। আফিফ হোসেন ধ্রুব ১৪ বল খেলে করেন ৮ রান। বিপদে পড়া খুলনা দিশা খুঁজে পায় শিমরন হেটমেয়ার ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিংয়ে। পঞ্চম উইকেটে ৫০ বলে ৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন হেটমেয়ার-অঙ্কন। ১৮তম ওভারের প্রথম বলে অঙ্কনকে ফিরিয়ে জুটি ভাঙেন শরীফুল ইসলাম।

৩২ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করেন অঙ্কন। তিনি আউট হওয়ার পর হেটমেয়ার আরও বিধ্বংসী হয়েছেন। ১৮তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে টানা দুটি চার মারেন তিনি। সেই ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ১৯তম ওভার ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হন।

১৯তম ওভারের প্রথম বলে বিনুরা ফার্নান্দোকে চার মারেন হেটমেয়ার। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার এরপর দ্বিতীয়, তৃতীয় বলে টানা দুটি ছক্কা মারেন। চতুর্থ বলে মেরেছেন চার। এই ওভারের শেষ বলে হেটমেয়ারকে ফিরিয়েছেন বিনুরা। ৩৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৩ রান করেন হেটমেয়ার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে খুলনা টাইগার্স। হেটমেয়ারের ৬৩ রানই খুলনার সর্বোচ্চ স্কোর।

১১৬.৭৪ স্ট্রাইকরেট বলে দিচ্ছে দুই বছর আগে শান্তর ব্যাটিং টি-টোয়েন্টি সুলভ ছিল না। সেবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে সিলেট হয়েছিল রানার্সআপ। তবে সেবারের শান্তর চেয়ে এবারের নাঈম তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করেছেন (১৪৩.৯৪ স্ট্রাইকরেট)। নাঈমের কাছে শান্ত তো বটেই, এক বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ড ভাঙার সুযোগটাও থাকবে যদি আজ খুলনা জেতে। ২০১৯ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ৫৫৮ রান করেছিলেন রাইলি রুশো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত