Ajker Patrika

বাংলাদেশে আসছেন না, টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলবেন না স্মিথ?

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৩: ৪৭
বাংলাদেশে আসছেন না, টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলবেন না স্মিথ?

বাঁ হাতের কনুইয়ের চোটে পড়ে বাংলাদেশে তো আসছেনই না, টি-টোয়েন্টি বিশ্বকাপ না–ও খেলতে পারেন স্টিভ স্মিথ। অ্যাশেজের প্রস্তুতি নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও খেলা হচ্ছে না চোটে পড়া স্মিথের। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। পরশু এক সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো যথেষ্ট সময় আছে। ধীরে ধীরে চোট কাটিয়ে উঠছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারলে ভালোই হতো। টেস্ট খেলাই আমার প্রধান লক্ষ্য। অ্যাশেজের প্রস্তুতি নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না–ও খেলতে পারি।’

২০১৯ অ্যাশেজে ৪ টেস্টে ৩ সেঞ্চুরিতে ১১০ দশমিক ৫৭ গড়ে ৭৭৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন স্মিথ। তিন সেঞ্চুরির একটিকে তিনি ডাবলে পরিণত করেছিলেন। এই অ্যাশেজেও গতবারের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার আশা স্মিথের।

আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর। ১৭ নভেম্বর শেষ হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্টটি। ২৭ নভেম্বর হোবার্টে হবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান একমাত্র টেস্ট। ৮ ডিসেম্বর গ্যাবায় শুরু ঐতিহ্যবাহী অ্যাশেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত