Ajker Patrika

বাংলাদেশে আসছেন না, টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলবেন না স্মিথ?

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৩: ৪৭
বাংলাদেশে আসছেন না, টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলবেন না স্মিথ?

বাঁ হাতের কনুইয়ের চোটে পড়ে বাংলাদেশে তো আসছেনই না, টি-টোয়েন্টি বিশ্বকাপ না–ও খেলতে পারেন স্টিভ স্মিথ। অ্যাশেজের প্রস্তুতি নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও খেলা হচ্ছে না চোটে পড়া স্মিথের। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। পরশু এক সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো যথেষ্ট সময় আছে। ধীরে ধীরে চোট কাটিয়ে উঠছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারলে ভালোই হতো। টেস্ট খেলাই আমার প্রধান লক্ষ্য। অ্যাশেজের প্রস্তুতি নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না–ও খেলতে পারি।’

২০১৯ অ্যাশেজে ৪ টেস্টে ৩ সেঞ্চুরিতে ১১০ দশমিক ৫৭ গড়ে ৭৭৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন স্মিথ। তিন সেঞ্চুরির একটিকে তিনি ডাবলে পরিণত করেছিলেন। এই অ্যাশেজেও গতবারের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার আশা স্মিথের।

আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর। ১৭ নভেম্বর শেষ হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্টটি। ২৭ নভেম্বর হোবার্টে হবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান একমাত্র টেস্ট। ৮ ডিসেম্বর গ্যাবায় শুরু ঐতিহ্যবাহী অ্যাশেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত