Ajker Patrika

পদ্মা সেতুর সঙ্গে বিশ্বকাপ ট্রফির ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২২: ২৩
পদ্মা সেতুর সঙ্গে বিশ্বকাপ ট্রফির ছবি

আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ট্রফি এখন আছে পাকিস্তানে। এরপর এটি যাবে শ্রীলঙ্কায়। 

শ্রীলঙ্কা হয়ে বিশ্বকাপের ট্রফির পরের গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশে তিন দিন থাকার কথা বিশ্বকাপের ট্রফি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, পদ্মা সেতুকে ব্যাকগ্রাউন্ড করে বিশ্বকাপ ট্রফির ফটোসেশনের পরিকল্পনা করছেন তাঁরা। গতবার যেটা হয়েছিল জাতীয় সংসদ ভবনে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বললেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকোনিক লোকেশনে ট্রফি রেখে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকোনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’ 

শুধু পদ্মা সেতুতে নয়, সাধারণ দর্শকদেরও ট্রফি দেখার ব্যবস্থা থাকছে। রাজধানীর বড় কোনো শপিং মলে দর্শকদের ট্রফি দেখার ব্যবস্থা করা হবে। বসুন্ধরা শপিং মলে ট্রফি দেখানো হতে পারে। তিন দিনের সূচিতে বিশ্বকাপ ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। সেখানে ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশন হবে। 

প্রতি বিশ্বকাপের আগেই বিশ্বভ্রমণে বের হয় বিশ্বকাপের ট্রফি। ব্যতিক্রম হচ্ছে না এবারও। গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উন্মোচন হয়। তবে ট্রফির বিভিন্ন দেশে ঘোরা শুরু হয় ১৪ জুলাই থেকে। সব মিলিয়ে মোট ১৭টি দেশ ঘোরার কথা এই ট্রফির। বাংলাদেশ থেকে এটার পরের গন্তব্য হবে কুয়েত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত