Ajker Patrika

ভারতের বিপক্ষে ইংলিশ ক্রিকেটারের আউট নিয়ে বিতর্ক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২: ০৭
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ক্রিকেটারের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ছবি: ক্রিকইনফো
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ক্রিকেটারের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ছবি: ক্রিকইনফো

ছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বিতর্কিত অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের ঘটনা ঘটেছে লর্ডসে গতকাল ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেট দলের দ্বিতীয় ওয়ানডেতে। ইংল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে দীপ্তি শর্মার বল মিড উইকেটে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে যান ট্যামি বিউমন্ট। ভারতের জেমিমা রদ্রিগেজ ডাইভ দিয়ে বল থামিয়েছেন। দ্রুত নিজের সিদ্ধান্ত বদলে ফেরত যান বিউমন্ট। ধারণা করা হয়, রদ্রিগেজের থ্রো বিউমন্টের পায়ে লেগে উইকেটরক্ষক রিচা ঘোষের হাতে পৌঁছায়। বিউমন্ট ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন কিনা, সেটা তৃতীয় আম্পায়ার যাচাই করে দেখেছেন। শেষ পর্যন্ত নট আউট ঘোষণা করা হয়। হয়তোবা বল স্টাম্পে আঘাত করত না দেখেই আউট হননি বিউমন্ট।

ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট নিয়ে স্পষ্ট ধারণা দিয়েছে। ফিল্ডিংয়ের সময় কোনো ব্যাটার বাধা দিলে তিনি যদি উইকেটের দাগে পৌঁছেও যান, তবু তিনি আউট। বলটা তখন ডেড বল হিসেবে বিবেচনা করা হবে না, যেহেতু সেই বোলিং হয়ে গেছে। এমসিসির ৩৭.১.১ অনুসারে, মুখের কোনো কথা বা আকার ইঙ্গিতে ফিল্ডারদের মনোযোগে ব্যঘাত ঘটানো হলে সেই ব্যাটার ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হবেন। এর ব্যতিক্রমও রয়েছে। যদি ভুলবশত হয়ে থাকে বা কোনো ব্যাটার দুর্ঘটনা থেকে বাঁচতে এমনটা করেন, সেক্ষেত্রে তিনি আউট হবেন না।

বিউমন্ট আসলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছিলেন কিনা, সেটা বুঝতে পারেননি স্মৃতি মান্ধানা। ম্যাচ শেষে সাংবাদিকদের মান্ধানা বলেন, ‘আমি ঠিকমতো আসলে দেখতে পাইনি। আসলে স্পষ্ট দেখা যায়নি। জেমির মনে হয়েছে যে সে (বিউমন্ট) সম্ভবত লাথি মেরেছে। তারপর সে আপিল করেছে এবং আপিলের পর নট আউট ছিল। আমার মনে হয়েছে তারা সব ধরনের অ্যাঙ্গেল দেখেছে।’

লর্ডসে গতকাল ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি বাগড়া দিয়েছে বারবার। ম্যাচের দৈর্ঘ্য প্রথমে কমিয়ে ২৯ ওভারে নামানো হয়। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ২৯ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করেছে। বৃষ্টি ফের বাগড়া দিয়ে ইংল্যান্ডের লক্ষ্য হয়েছে ২৪ ওভারে ১১৫ রানের। ১৮ বল হাতে রেখে বৃষ্টি আইনে ৮ উইকেটে জেতে ইংলিশরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত