ক্রীড়া ডেস্ক
স্যাম কারান-টম কারানের পর এবার জাতীয় দলের ডাক পেলেন তাঁদের আরেক ভাই বেন কারান। স্যাম ও টম ইংল্যান্ডের হয়ে খেললেও বেন সুযোগ পেলেন জিম্বাবুয়ের দলে। বেন অবশ্য ব্যাটিং অলরাউন্ডার। বোলিংয়ে বাঁহাতি স্পিনার।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। এই দলে বাঁহাতি ব্যাটার বেন কারান ও বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ২৮ বছর বয়সী বেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সেরই সুফল পেলেন। তিনি প্রয়াত কেভিন কারানের ছেলে, যিনি জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও কোচ ছিলেন। একই সঙ্গে দুই ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই। টম সবার বড়, মেজো ভাই বেন আর ছোট স্যাম।
১১,১৩ ও ১৪ ডিসেম্বর হারারেতে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ১৭,১৯ ও ২১ ডিসেম্বর হবে ওয়ানডে ম্যাচগুলো। বেন কারান শুধু ৫০ ওভারের সিরিজেই আছেন। আর ১৮ বছর বয়সী নিয়ামহুরি জিম্বাবুয়ের উদীয়মান তরুণ ক্রিকেটার। এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের সর্বোচ্চ ৮টি উইকেট শিকার করেছিলেন। দুই সংস্করণের দলেই আছেন তিনি। এই পেসারকে জিম্বাবুয়ে ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে মনে করা হচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে একটি করে ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ ছাড়াও দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে। এর মধ্যে আছে বক্সিং ডে টেস্টও।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গওয়ান্ডু, তাকুডজওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরি।
জিম্বাবুয়ের ওয়ানডে দল: ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, জয়লর্ড গাম্বি, ট্রেভর গওয়ান্ডু, তিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।
স্যাম কারান-টম কারানের পর এবার জাতীয় দলের ডাক পেলেন তাঁদের আরেক ভাই বেন কারান। স্যাম ও টম ইংল্যান্ডের হয়ে খেললেও বেন সুযোগ পেলেন জিম্বাবুয়ের দলে। বেন অবশ্য ব্যাটিং অলরাউন্ডার। বোলিংয়ে বাঁহাতি স্পিনার।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। এই দলে বাঁহাতি ব্যাটার বেন কারান ও বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ২৮ বছর বয়সী বেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সেরই সুফল পেলেন। তিনি প্রয়াত কেভিন কারানের ছেলে, যিনি জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও কোচ ছিলেন। একই সঙ্গে দুই ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই। টম সবার বড়, মেজো ভাই বেন আর ছোট স্যাম।
১১,১৩ ও ১৪ ডিসেম্বর হারারেতে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ১৭,১৯ ও ২১ ডিসেম্বর হবে ওয়ানডে ম্যাচগুলো। বেন কারান শুধু ৫০ ওভারের সিরিজেই আছেন। আর ১৮ বছর বয়সী নিয়ামহুরি জিম্বাবুয়ের উদীয়মান তরুণ ক্রিকেটার। এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের সর্বোচ্চ ৮টি উইকেট শিকার করেছিলেন। দুই সংস্করণের দলেই আছেন তিনি। এই পেসারকে জিম্বাবুয়ে ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে মনে করা হচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে একটি করে ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ ছাড়াও দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে। এর মধ্যে আছে বক্সিং ডে টেস্টও।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গওয়ান্ডু, তাকুডজওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরি।
জিম্বাবুয়ের ওয়ানডে দল: ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, জয়লর্ড গাম্বি, ট্রেভর গওয়ান্ডু, তিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।
টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
১৮ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১৩ ঘণ্টা আগে