Ajker Patrika

অ্যাশেজেও করোনার হানা, মালানের সাক্ষাৎকার নিয়ে আক্রান্ত সাংবাদিক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯: ৩২
অ্যাশেজেও করোনার হানা, মালানের সাক্ষাৎকার নিয়ে আক্রান্ত সাংবাদিক

বিশ্ব ক্রীড়াঙ্গনে আবারও করোনার প্রকোপ বেড়েছে। মেয়েদের বিশ্বকাপ বাছাই, পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ, ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগার পর এবার করোনা থাবা দিয়েছে অ্যাশেজেও।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাডিলেড টেস্টে দুই মিডিয়া কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। একজন সম্প্রচার দলের সদস্য, অন্যজন সাংবাদিক। সম্প্রচার দলের সদস্য ও সাংবাদিক দুজনই জৈব সুরক্ষাবলয়ে থেকে কাজ করছিলেন। ওই সাংবাদিক অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ডেভিড মালানের সাক্ষাৎকার নিয়েছিলেন। সামাজিক দূরত্ব মেনে মালান অবশ্য খেলছেন।

এদিকে করোনায় আক্রান্ত সেই সাংবাদিক চতুর্থ দিন মাঠে আসেননি। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও এদিন মাঠে আসতে নিষেধ করা হয়েছে। ওই সাংবাদিকের সংস্পর্শে আসা গ্লেন ম্যাকগ্রা ও ইসা গুহাকেও চতুর্থ দিনের ধারাভাষ্য থেকে বিরত রাখা হয়েছে। অস্ট্রেলিয়ান গণমাধ্যম দাবি করছে, করোনায় আক্রান্ত সাংবাদিক ইংল্যান্ডের। তিনি বিবিসি রেডিওর কর্মী। 

অ্যাডিলেড ওভাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, জানা গেছে, একজন সম্প্রচারকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। নির্ধারিত করোনা পরীক্ষার অংশ হিসেবে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। সাউথ অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ‘সাউথ অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে সচেতন এবং আমরা তাঁর কাছাকাছি আসা ব্যক্তিদের শনাক্ত করতে কাজ শুরু করেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত