ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে দিনের শুরুটা হলো অঘটন দিয়েই। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের টিকিট দিয়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু নেদারল্যান্ডসের মনে হয়, ওই হিসেবে আপত্তি ছিল। যেটি প্রোটিয়াদের বিপত্তি ঘটিয়েই ক্ষান্ত হলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের সমীকরণ ছিল কোনোরকম জয় পেলেই সেমিফাইনালে চলে যায়। কিন্তু সেখানে মরণ কামড় বসিয়ে দিয়েছে ডাচরা।১৫৯ রানের লক্ষ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানে থামিয়ে দিয়েছে নেদারল্যান্ডস।এর ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সহজ সুযোগ এসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের সামনে। গ্রুপ-২ এ পরের ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। যারা জিতবে তারাই চলে যাবে শেষ চারে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পাকিস্তান পাবে সেমিতে খেলার সুযোগ।
গত ম্যাচেই জিম্বাবুয়েকে পরাজিত করেছিল নেদারল্যান্ডস। ওই আত্মবিশ্বাস যেন তাদের কয়েক পা আগে বাড়ানোর অনুপ্রেরণাই দিয়ে গেছে। এর আগেই ফাস্ট বোলার লোগান ফন বিক বলেছিলেন, 'শেষ দুটি ম্যাচ জিতেই ফিরতে চাই।' তাঁর কথারই বাস্তবায়ন হলো।
কলিন অাকেরম্যানের ২৬ বলে ৪১, টম কুপারের ১৯ বলে ৩৫, স্তেফান মাইবুরের ৩৭ এবং ম্যাক্স ও'ডাউড রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেশভ মহারাজ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
বল হাতে ব্রেন্ডন গ্লোভার, বাস ডি লিডস ও ফ্রেড ক্লাসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৮ উইকেট ১৪৫ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
রাইলি রুশো ২৫, টেম্বা বাভুমা ২০ ও হেনরিখ ক্লাসেন ২১ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট বড় ইনিংস ছিল না।নেদারল্যান্ডসের হয়ে গ্লোভার ৩টি, লিডস ও ক্লাসেন ২টি করে উইকেট নিয়েছেন।ম্যাচ সেরা হয়েছেন কলিন অ্যাকারম্যান।
অ্যাডিলেডে দিনের শুরুটা হলো অঘটন দিয়েই। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের টিকিট দিয়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু নেদারল্যান্ডসের মনে হয়, ওই হিসেবে আপত্তি ছিল। যেটি প্রোটিয়াদের বিপত্তি ঘটিয়েই ক্ষান্ত হলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের সমীকরণ ছিল কোনোরকম জয় পেলেই সেমিফাইনালে চলে যায়। কিন্তু সেখানে মরণ কামড় বসিয়ে দিয়েছে ডাচরা।১৫৯ রানের লক্ষ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানে থামিয়ে দিয়েছে নেদারল্যান্ডস।এর ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সহজ সুযোগ এসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের সামনে। গ্রুপ-২ এ পরের ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। যারা জিতবে তারাই চলে যাবে শেষ চারে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পাকিস্তান পাবে সেমিতে খেলার সুযোগ।
গত ম্যাচেই জিম্বাবুয়েকে পরাজিত করেছিল নেদারল্যান্ডস। ওই আত্মবিশ্বাস যেন তাদের কয়েক পা আগে বাড়ানোর অনুপ্রেরণাই দিয়ে গেছে। এর আগেই ফাস্ট বোলার লোগান ফন বিক বলেছিলেন, 'শেষ দুটি ম্যাচ জিতেই ফিরতে চাই।' তাঁর কথারই বাস্তবায়ন হলো।
কলিন অাকেরম্যানের ২৬ বলে ৪১, টম কুপারের ১৯ বলে ৩৫, স্তেফান মাইবুরের ৩৭ এবং ম্যাক্স ও'ডাউড রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেশভ মহারাজ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
বল হাতে ব্রেন্ডন গ্লোভার, বাস ডি লিডস ও ফ্রেড ক্লাসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৮ উইকেট ১৪৫ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
রাইলি রুশো ২৫, টেম্বা বাভুমা ২০ ও হেনরিখ ক্লাসেন ২১ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট বড় ইনিংস ছিল না।নেদারল্যান্ডসের হয়ে গ্লোভার ৩টি, লিডস ও ক্লাসেন ২টি করে উইকেট নিয়েছেন।ম্যাচ সেরা হয়েছেন কলিন অ্যাকারম্যান।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৪ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৭ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
৯ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১০ ঘণ্টা আগে