অ্যাডিলেডে দিনের শুরুটা হলো অঘটন দিয়েই। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের টিকিট দিয়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু নেদারল্যান্ডসের মনে হয়, ওই হিসেবে আপত্তি ছিল। যেটি প্রোটিয়াদের বিপত্তি ঘটিয়েই ক্ষান্ত হলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের সমীকরণ ছিল কোনোরকম জয় পেলেই সেমিফাইনালে চলে যায়। কিন্তু সেখানে মরণ কামড় বসিয়ে দিয়েছে ডাচরা।১৫৯ রানের লক্ষ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানে থামিয়ে দিয়েছে নেদারল্যান্ডস।এর ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সহজ সুযোগ এসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের সামনে। গ্রুপ-২ এ পরের ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। যারা জিতবে তারাই চলে যাবে শেষ চারে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পাকিস্তান পাবে সেমিতে খেলার সুযোগ।
গত ম্যাচেই জিম্বাবুয়েকে পরাজিত করেছিল নেদারল্যান্ডস। ওই আত্মবিশ্বাস যেন তাদের কয়েক পা আগে বাড়ানোর অনুপ্রেরণাই দিয়ে গেছে। এর আগেই ফাস্ট বোলার লোগান ফন বিক বলেছিলেন, 'শেষ দুটি ম্যাচ জিতেই ফিরতে চাই।' তাঁর কথারই বাস্তবায়ন হলো।
কলিন অাকেরম্যানের ২৬ বলে ৪১, টম কুপারের ১৯ বলে ৩৫, স্তেফান মাইবুরের ৩৭ এবং ম্যাক্স ও'ডাউড রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেশভ মহারাজ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
বল হাতে ব্রেন্ডন গ্লোভার, বাস ডি লিডস ও ফ্রেড ক্লাসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৮ উইকেট ১৪৫ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
রাইলি রুশো ২৫, টেম্বা বাভুমা ২০ ও হেনরিখ ক্লাসেন ২১ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট বড় ইনিংস ছিল না।নেদারল্যান্ডসের হয়ে গ্লোভার ৩টি, লিডস ও ক্লাসেন ২টি করে উইকেট নিয়েছেন।ম্যাচ সেরা হয়েছেন কলিন অ্যাকারম্যান।
অ্যাডিলেডে দিনের শুরুটা হলো অঘটন দিয়েই। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের টিকিট দিয়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু নেদারল্যান্ডসের মনে হয়, ওই হিসেবে আপত্তি ছিল। যেটি প্রোটিয়াদের বিপত্তি ঘটিয়েই ক্ষান্ত হলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের সমীকরণ ছিল কোনোরকম জয় পেলেই সেমিফাইনালে চলে যায়। কিন্তু সেখানে মরণ কামড় বসিয়ে দিয়েছে ডাচরা।১৫৯ রানের লক্ষ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানে থামিয়ে দিয়েছে নেদারল্যান্ডস।এর ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সহজ সুযোগ এসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের সামনে। গ্রুপ-২ এ পরের ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। যারা জিতবে তারাই চলে যাবে শেষ চারে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পাকিস্তান পাবে সেমিতে খেলার সুযোগ।
গত ম্যাচেই জিম্বাবুয়েকে পরাজিত করেছিল নেদারল্যান্ডস। ওই আত্মবিশ্বাস যেন তাদের কয়েক পা আগে বাড়ানোর অনুপ্রেরণাই দিয়ে গেছে। এর আগেই ফাস্ট বোলার লোগান ফন বিক বলেছিলেন, 'শেষ দুটি ম্যাচ জিতেই ফিরতে চাই।' তাঁর কথারই বাস্তবায়ন হলো।
কলিন অাকেরম্যানের ২৬ বলে ৪১, টম কুপারের ১৯ বলে ৩৫, স্তেফান মাইবুরের ৩৭ এবং ম্যাক্স ও'ডাউড রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেশভ মহারাজ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
বল হাতে ব্রেন্ডন গ্লোভার, বাস ডি লিডস ও ফ্রেড ক্লাসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৮ উইকেট ১৪৫ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
রাইলি রুশো ২৫, টেম্বা বাভুমা ২০ ও হেনরিখ ক্লাসেন ২১ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট বড় ইনিংস ছিল না।নেদারল্যান্ডসের হয়ে গ্লোভার ৩টি, লিডস ও ক্লাসেন ২টি করে উইকেট নিয়েছেন।ম্যাচ সেরা হয়েছেন কলিন অ্যাকারম্যান।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১০ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১১ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১২ ঘণ্টা আগে