ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা দুর্দান্ত খেলেছেন সৌরভ নেত্রাভালকার ও আন্দ্রিস গাউস। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে যুক্তরাষ্ট্র যে সুপার এইটে উঠেছে, সেটার মূল কারিগর এ দুই ক্রিকেটার। বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দেড় মাস পর আবার যখন যুক্তরাষ্ট্র খেলতে নামছে আন্তর্জাতিক ক্রিকেট, সেখানে রাখা হয়নি তাঁদের।
বার্বাডোজে গত ২৩ জুন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচটাই যুক্তরাষ্ট্রের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেটের অন্য সংস্করণ ওয়ানডেতে এবার খেলতে নামছে যুক্তরাষ্ট্র। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সুপার লিগ টু-এর যে ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে, সেই সিরিজ সামনে রেখে গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। নেত্রাভালকার, গাউস—এ দুই ক্রিকেটারকে পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে। তাঁদের পাশাপাশি আরেক তারকা কোরি অ্যান্ডারসনও নেই ত্রিদেশীয় সিরিজের দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের একগাদা তারকাকে বাদ দিলেও মোনাঙ্ক প্যাটেল, নশতুশ কেনজিগে, হারমিত সিং, অ্যারন জোনসের মতো তারকাদের রাখা হয়েছে ত্রিদেশীয় সিরিজে। কানাডা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন মোনাঙ্ক। জসদীপ সিং, স্টিভেন টেইলররাও আছেন ত্রিদেশীয় সিরিজে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা উৎকর্ষ শ্রীবাস্তব সুযোগ পেয়েছেন ত্রিদেশীয় সিরিজে। ইয়াসির মোহাম্মদ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দুই বছর পর। ২০২২-এর জুলাইয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই ইয়াসিরের যুক্তরাষ্ট্রের জার্সিতে শেষ ম্যাচ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির। তারকাদের ছাড়া ত্রিদেশীয় সিরিজে মূলত যুক্তরাষ্ট্র বাজিয়ে দেখতে চাইছে।
যুক্তরাষ্ট্রের মতো নেদারল্যান্ডসও পরীক্ষা-নিরীক্ষা চালাবে ত্রিদেশীয় সিরিজে। তেজা নিদামানুরু, বাস ডি লিড, টিম প্রিঙ্গেল, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিকের মতো একঝাঁক তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে ডাচরা। ১১ আগস্ট ভুবার্গে নেদারল্যান্ডস-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। রটারডামে সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডস খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন নেত্রাভালকার। ৬ ম্যাচে নেন ৬ উইকেট। ৬.৬৩ ইকোনমিই বলে দিচ্ছে আইসিসির ইভেন্টে ব্যাটারদের কতটা ভুগিয়েছেন। বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের যম হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। নেত্রাভালকারের সতীর্থ গাউস টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ রানসংগ্রাহক। ৬ ম্যাচে দুই ফিফটিতে করেন ২১৯ রান। গড় ৪৩.৮০ ও স্ট্রাইকরেট ১৫১.০৩, যা টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের উপযোগী।
কানাডা-নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যুক্তরাষ্ট্র দল
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, স্মিত প্যাটেল, অভিষেক পরদকার, হারমিত সিং, জুয়ানো ড্রাইসডেল, জসদীপ সিং, স্টিভেন টেইলর, সাইতেজা মুক্কামাল্লা, শায়ান জাহাঙ্গীর, মিলিন্দ কুমার, নশতুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান শ্যালকিক, উৎকর্ষ শ্রীবাস্তব, ইয়াসির মোহাম্মদ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা দুর্দান্ত খেলেছেন সৌরভ নেত্রাভালকার ও আন্দ্রিস গাউস। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে যুক্তরাষ্ট্র যে সুপার এইটে উঠেছে, সেটার মূল কারিগর এ দুই ক্রিকেটার। বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দেড় মাস পর আবার যখন যুক্তরাষ্ট্র খেলতে নামছে আন্তর্জাতিক ক্রিকেট, সেখানে রাখা হয়নি তাঁদের।
বার্বাডোজে গত ২৩ জুন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচটাই যুক্তরাষ্ট্রের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেটের অন্য সংস্করণ ওয়ানডেতে এবার খেলতে নামছে যুক্তরাষ্ট্র। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সুপার লিগ টু-এর যে ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে, সেই সিরিজ সামনে রেখে গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। নেত্রাভালকার, গাউস—এ দুই ক্রিকেটারকে পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে। তাঁদের পাশাপাশি আরেক তারকা কোরি অ্যান্ডারসনও নেই ত্রিদেশীয় সিরিজের দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের একগাদা তারকাকে বাদ দিলেও মোনাঙ্ক প্যাটেল, নশতুশ কেনজিগে, হারমিত সিং, অ্যারন জোনসের মতো তারকাদের রাখা হয়েছে ত্রিদেশীয় সিরিজে। কানাডা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন মোনাঙ্ক। জসদীপ সিং, স্টিভেন টেইলররাও আছেন ত্রিদেশীয় সিরিজে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা উৎকর্ষ শ্রীবাস্তব সুযোগ পেয়েছেন ত্রিদেশীয় সিরিজে। ইয়াসির মোহাম্মদ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দুই বছর পর। ২০২২-এর জুলাইয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই ইয়াসিরের যুক্তরাষ্ট্রের জার্সিতে শেষ ম্যাচ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির। তারকাদের ছাড়া ত্রিদেশীয় সিরিজে মূলত যুক্তরাষ্ট্র বাজিয়ে দেখতে চাইছে।
যুক্তরাষ্ট্রের মতো নেদারল্যান্ডসও পরীক্ষা-নিরীক্ষা চালাবে ত্রিদেশীয় সিরিজে। তেজা নিদামানুরু, বাস ডি লিড, টিম প্রিঙ্গেল, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিকের মতো একঝাঁক তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে ডাচরা। ১১ আগস্ট ভুবার্গে নেদারল্যান্ডস-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। রটারডামে সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডস খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন নেত্রাভালকার। ৬ ম্যাচে নেন ৬ উইকেট। ৬.৬৩ ইকোনমিই বলে দিচ্ছে আইসিসির ইভেন্টে ব্যাটারদের কতটা ভুগিয়েছেন। বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের যম হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। নেত্রাভালকারের সতীর্থ গাউস টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ রানসংগ্রাহক। ৬ ম্যাচে দুই ফিফটিতে করেন ২১৯ রান। গড় ৪৩.৮০ ও স্ট্রাইকরেট ১৫১.০৩, যা টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের উপযোগী।
কানাডা-নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যুক্তরাষ্ট্র দল
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, স্মিত প্যাটেল, অভিষেক পরদকার, হারমিত সিং, জুয়ানো ড্রাইসডেল, জসদীপ সিং, স্টিভেন টেইলর, সাইতেজা মুক্কামাল্লা, শায়ান জাহাঙ্গীর, মিলিন্দ কুমার, নশতুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান শ্যালকিক, উৎকর্ষ শ্রীবাস্তব, ইয়াসির মোহাম্মদ।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে