Ajker Patrika

টস করতে নেমেই জিতলেন মিরাজ, ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩: ১৭
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: ওয়ালটনের সৌজন্যে
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: ওয়ালটনের সৌজন্যে

শারজায় আজ বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডেটা ‘অলিখিত ফাইনাল’। এই ‘ফাইনালের’ আগেই সকাল বেলা দুঃসংবাদ শুনল বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিটকে গেছেন। ‘ফাইনালে’ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। টস করতে নেমেই জিতলেন মিরাজ।

ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে খেলতে নেমেই দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে ‘ভাগ্যবান’ মনে করছেন মিরাজ। কারণ অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশকে নেতৃত্ব দিলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করতে লেগেছে ৮ বছর। টস জিতে তিনি নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তিন সংস্করণ মিলে আজ বাংলাদেশের ২৩তম অধিনায়ক হয়েছেন মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওয়ানডেতে অভিষেক হয়েছে নাহিদ রানার। এক বছর পর ওয়ানডেতে জাকির হাসান ফিরলেন এই ম্যাচেই। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন নাসুম আহমেদ। ব্যাটিংয়েও পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে নাসুমের।

বাংলাদেশের পেস আক্রমণে নাহিদের সঙ্গে থাকছেন দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়। সৌম্যও খণ্ডকালীন পেসারের দায়িত্ব পালন করতে পারেন। তৃতীয় ওয়ানডের একাদশ থেকে বিশ্রামে তাসকিন আহমেদ।

আফগানিস্তান ‘ফাইনাল’ খেলেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। সেদিকউল্লাহ আতালের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা

আফগানিস্তানের একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদ্দিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, মোহাম্মদ গাজানফার, নাঙ্গেলিয়া খারোটে, ফজলহক ফারুকি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত