Ajker Patrika

টানা দ্বিতীয় হারে বিপদে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২: ২৪
Thumbnail image

৭টা ৬ মিনিট, ২৭ অক্টোবর
টানা দ্বিতীয় হারে বিপদে বাংলাদেশ

 ১৪ ওভার ১ বলেই ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। সেটিও ৮ উইকেট হাতে রেখে। আর এই নিয়ে টানা দুই হারে সেমিফাইনালের স্বপ্ন অনেকটা ধূসর হয়ে গেল বাংলাদেশ দলের। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন জেসন রয়। আর মালান অপরাজিত থাকেন ২৮ রানে। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন নাসুম আর শরিফুল। সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।   

৬টা ৫৫ মিনিট, ২৭ অক্টোবর
রয়কে ফেরালেন শরীফুল 

জয় থেকে ১৩ রান দূরে থাকতে আউট হলেন রয়। ৬১ রান করা এই ইংলিশ ওপেনার  শরিফুলের বলে নাসুমের হাতে ক্যাচ দিলেন। বিশ্বকাপে প্রথম উইকেট পেলেন তরুন শরিফুল।  

৬টা ৫২ মিনিট, ২৭ অক্টোবর
রয়ের ফিফটি, এক শ পেরল ইংল্যান্ড

রয়ের ফিফটি। এক শ পেরল ইংল্যান্ড। ১২তম ওভারে নাসুমকে ছক্কা হাঁকিয়ে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম ফিফটি। ১২ ওভার শেষে ১০০ ছাড়িয়ে গেল মরগানের দল। শরিফুলের পরের ওভারের দ্বিতীয় বলে আবারও ছক্কা হাঁকিয়েছেন রয়।  

৬টা ৩৫ মিনিট, ২৭ অক্টোবর
ছুটছে ইংল্যান্ড

মালান আর রয়ের ব্যাটে ছুটছে ইংল্যান্ড। কোনো মিরাকল না ঘটলে এই ম্যাচে আর বাংলাদেশের ফেরার সুযোগ নেই।  রয় ২৫ বলে ৪১  আর মালান ১১ বলে ১৫ রান নিয়ে উইকেটে আছেন। ম্যাচ জিততে ইংক্যান্ডের দরকার ৬৬ বলে ৪৪ রান।  

৬টা ১৬ মিনিট, ২৭ অক্টোবর
নাসুম ফেরালেন বাটলারকে 

বাংলাদেশ ইনিংসের ১৯তম ওভারে প্রথম ছক্কা হাঁকিয়েছিল। আর সাকিবের করা ইনিংসের  তৃতীয় ওভারেই ছয় মারলেন জস বাটলার। উইকেট থেকে বেরিয়ে এসে দারুণ টাইমিংয়ে সাকিবকে উড়িয়ে মারলেন এই ইংলিশ বাটলার। নাসুমের পরের ওভারে পেছনের পায়ে ভর দিয়ে তুলে মারতে গিয়ে লং অফে এবার ক্যাচ দিলেন নাঈমের হাতে। ৫ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪০।  

৬টা ৬ মিনিট, ২৭ অক্টোবর
দুই চারের ওভার 

সাকিবের প্রথম বলেই চার মেরে রানের খাতা খুললেন জেসন রয়। প্রথম ওভারে ৭ রান দিলেন সাকিব। দ্বিতীয় ওভারে আরেক প্রান্ত থেকে এসেছেন মোস্তাফিজুর রহমান। ওভারের শেষ দুই বলে বাউন্ডারি হাঁকালেন রয়। ২ ওভার শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ১৮। 

৫টা ৪৫ মিনিট, ২৭ অক্টোবর
১২৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

ইনিংসের শেষ বলের আগের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন সোহান। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হন মরগান। মাইলসের শেষ বলে বোল্ড হয়ে গেলেন মোস্তাফিজ। শেষ ওভারে ৫ রান দিয়ে দুই উইকেট নিলেন মাইলস। নাসুমের ৯ বলে ১৯ রানের সুবাদে ১২০ পেরল মাহমুদউল্লাহর দল। বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১২৪। 

৫টা ৩৭ মিনিট, ২৭ অক্টোবর
দুই ছয় এক চারের ওভার 

 স্কয়ার লেগের ওপর দিয়ে ইনিংসের প্রথম ছক্কা হাঁকালেন নাসুম। দুই বলে পর আবারও জায়গা বানিয়ে নিয়ে  রশিদকে তুলে মেরেছেন । এবারও ছক্কা। ওভারের শেষ বলে থার্ডম্যান দিয়ে মারলেন বাউন্ডারি। এই ওভারে সর্বোচ্চ ১৭ রান এল। 

৫টা ৩১ মিনিট, ২৭ অক্টোবর
টিকতে পারলেন না মেহেদীও 

টাইমাল মিলসকে স্কুপ করতে গিয়ে ফাইন লেগে থাকা ক্রিস ওকসে হাতে ক্যাচ দিলেন মেহেদী। এক শর আগেই ৭ উইকেট হারাল বাংলাদেশ। ১০ বলে ১১ করে ফিরলেন মেহেদী। ১৮ ওভার শেষে বাংলাদেশের রান ৭ উইকেটে ১০২।

৫টা ১৮ মিনিট, ২৭ অক্টোবর
ফিরে গেলেন মাহমুদউল্লাহর

উইকেট থেকে বেরিয়ে এসে বড় শট খেলতে গিয়ে বৃত্তের মধ্যেই ক্যাচ দিলেন মাহমুদউল্লাহ। লিভিংস্টোনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচটা নিলেন ওকস। ২৪ বলে ১৯ রান করে ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ৮৩।   

৫টা ৮ মিনিট, ২৭ অক্টোবর
ভুল বোঝবুঝিতে রান আউট আফিফ 

রানিং বিটুইন দ্য উইকেটে ভুল বোঝবুঝিতে রান আউটে কাটা পড়লেন আফিফ হোসেন। দুই রান নিতে নন স্ট্রাইক প্রান্তে থেকে মাহমুদউল্লাহ আফিফকে ডেকেছিলেন। মাহমুদউল্লাহ তখন উইকেট থেকে বেরিয়েও এলেও আবার নিরাপদে ফিরে যায়। তবে অনেকটা বেরিয়ে আসা আফিফ আর ফিরতে পারেননি।  পপিং ক্রিজের মধ্যে ঢুকে পড়ার আগেই মাইলসের থ্রোতে স্টাম্প ভেঙে দেন বাটলার। ১৩ ওভার শেষে বাংলাদেশে রান ৫ উইকেটে ৭৬। 

৫টা , ২৭ অক্টোবর
সাকিবের পর মুশফিকও আউট 

লিভিংস্টোনকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়লেন মুশফিক। আম্পায়ার নিতিন মেনন অবশ্য শুরুতে ইংল্যান্ডের আবেদনে সাড়া দেননি। তবে মরগান রিভিউ নিলে আর রক্ষা হলো না মুশফিকের। বল ট্র্যাকিংয়ে দেখা গেল লেগস্টাম্পের ভেতরের দিকে  পড়া বলটা  অফ-মিডল স্টাম্পে আঘাত হেনেছে। ৩০ বল খেলা মুশফিক ফিরলেন ২৯ রানে। ৬৩ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। ১১ ওভারের খেলা শেষ।

লিভিংস্টোনকে এভাবে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়েছেন মুশফিকুর রহিম

৪টা ৪৮ মিনিট, ২৭ অক্টোবর
মুশফিক মাহমুদউল্লাহ এগিয়ে নিচ্ছেন 

মুশফিক-মাহমুদউল্লাহ একটু সময় নিয়ে উইকেটে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দ্রুত ৩ টপ অর্ডারকে হারিয়ে এমনিতেই চাপে বাংলাদেশ। শেষ দুই ওভার থেকে অবশ্য দুটি বাউন্ডারি এসেছে। টাইমাল মিলসের দশম ওভারের প্রথম বল অল্পের জন্য রান আউট থেকে বেঁচে গেলেন মুশফিক। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬০। মুশফিক ২৭ বলে ২৭ আর মাহমুদউল্লাহ ১১ বলে ১২ রানে উইকেটে আছেন।    

৪টা ২৮ মিনিট, ২৭ অক্টোবর
ফিরলেন সাকিবও

পাওয়ার প্লের শেষ ওভারে আসলেন ওকস। সাকিবও টিকতে পারলেন না। ঘুরিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিলেন। পেছন থেকে ছুটে গিয়ে  শর্ট ফাইন লেগে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নিলেন আদিল রশিদ। ৭ বলে ৪ রান করে ফিরে গেলেন সাকিব। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৭। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পাওয়ার প্লেতে যৌথভাবে সর্বনিম্ন স্কোর এটি। 

৪টা ১৮ মিনিট, ২৭ অক্টোবর
ফিরে গেলেন লিটন- নাঈম 

দ্বিতীয় ওভারে ক্রিস ওকসকে  আক্রমণে এনেছেন মরগান। নিজের প্রথম ওভারে ওকস দিলেন ৩ রান। পরের ওভারে আবারও মঈন। দ্বিতীয় বলেই স্লগ সুইপ করতে গিয়ে টপ এজড হলেন লিটন। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়ানো  লিভিংস্টোনের কোনো ভুল করলেন না। পরের বলে আবারও উইকেট। এবার মিড অনে ওকসের হাতে  ক্যাচ দিলেন নাঈম। পরপর দুই বলে দুই ওপেনারকে ফেরালেন ইংলিশ এই অফ ব্রেক বোলার। মুশফিক এসে হ্যাটট্রিক ঠেকালেন। বাংলাদেশ ১৫ / ২,৩ ওভার।

ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারল না লিটন দাস। আজ ফিরেছেন ৮ বলে ৯ করে

৪টা ৫ মিনিট, ২৭ অক্টোবর
আত্মবিশ্বাসী লিটন 

ইনিংসের পঞ্চম বলে উইকেট থেকে বেরিয়ে এসে জায়গা করে নিয়ে  মঈন আলীকে লং অন দিয়ে সীমানা ছাড়া করলেন লিটন। ওভারের শেষ বলে আবারও দারুণ এক ড্রাইভে এক্সট্রা কাভার দিয়ে  বাউন্ডারি মারলেন লিটন। শুরুর লিটন বেশ আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয় আজ কতক্ষণ উইকেটে থাকতে পারেন! প্রথম ওভারে বাংলাদেশের রান ১০।  

৪টা ১ মিনিট, ২৭ অক্টোবর
বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ

ম্যাচ শুরুর আগে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' সমর্থনে হাঁটু গেড়ে বসে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন দুই দলের ক্রিকেটাররা। 

 

৩টা ৫৩ মিনিট, ২৭ অক্টোবর
টি-টোয়েন্টিতে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড 

জিতলে টি–টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকবে বাংলাদেশ। হারলে বিদায় প্রায় নিশ্চিত। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আবুধাবিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টি–টোয়েন্টির বয়স ১৬ পেরিয়ে গেলেও দুই দলের মধ্যে এটিই প্রথম টি–টোয়েন্টি ম্যাচ। 

ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নামার আগে অবশ্য দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশে। পিঠের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই অলরাউন্ডারের পরিবর্তে দলে ঢুকেছেন রুবেল হোসেন। তবে রুবেল নন সাইফউদ্দিনের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের।

বাংলাদেশ:
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত