Ajker Patrika

বাদ পড়া লিটন দ্রুতই ফিরবেন বাংলাদেশ দলে, বিশ্বাস মিরাজের

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২০: ১৩
বাদ পড়া লিটন দ্রুতই ফিরবেন বাংলাদেশ দলে, বিশ্বাস মিরাজের

লিটন দাস অনেকটা ‘হ্যালির ধূমকেতুর’ মতো। এক ম্যাচ ভালো করার পর ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ার চিত্র লিটনের ক্ষেত্রে বেশ পরিচিত। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে লাগাতার ব্যর্থ লিটন বাদ পড়েছেন এবার দল থেকেই। তবে মেহেদী হাসান মিরাজের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে শিগগিরই দেখা যাবে লিটনকে। 

তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডে—শ্রীলঙ্কার বিপক্ষে এখনো পর্যন্ত বাংলাদেশ খেলেছে পাঁচ ম্যাচ। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই লিটন আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের ডাক এখন ২০, যার মধ্যে ১৪টিই ওয়ানডেতে। একই সঙ্গে লিটনের আউট হওয়ার ধরনও দৃষ্টিকটু। চট্টগ্রামে গত পরশু দ্বিতীয় ওয়ানডেতে দিলশান মাদুশঙ্কার বল আলতো করে ফ্লিক করেন লিটন। স্কয়ার লেগে সহজ ক্যাচ ধরেন দুনিথ ভেল্লালাগে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তাঁর আগে আজ বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদসম্মেলনে আসেন মিরাজ। লিটনের প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিরাজ বলেন, ‘লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছেন। অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। ও (লিটন) আবার ঘুরে দাঁড়াতে পারবে, এটা আমি বিশ্বাস করি। ওর ভেতরে সেই সামর্থ্য আছে। আমরা জানি, লিটনদা কোন ধরনের খেলোয়াড়। এখন বাদ পড়েছে এরকম কিছু না। এখন হয়তো একটু অফ ফর্মে আছে। আবার সে বাংলাদেশ দলে আসবে, এটা আমি বিশ্বাস করি।’ 

লিটন বাদ পড়ায় তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। লিটনকে কেন বাদ দেওয়া হলো, সেই ব্যাখ্যা গতকাল দিয়েছেন বিসিবির সদ্য নির্বাচিত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মিরাজ এটা (লিটনের বাদ পড়া) ছেড়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেলের ওপর। বাংলাদেশ অলরাউন্ডার বলেন, ‘দেখুন, প্রত্যেকটা নির্বাচক প্যানেলের একেকটা চিন্তা থাকে।

এটা এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি হয়তো বলতে পারব না। কারণ এটা তাদের চিন্তাভাবনা। তাদের সঙ্গে আমার অত কথা হয় না। এটা হয়তো টিম ম্যানেজমেন্ট, কোচ বা ক্যাপ্টেন এই জিনিসটা ভালো বলতে পারবে। একেকজনের একেক রকম চিন্তাভাবনা থাকে। এটা আসলে প্রতিটা প্লেয়ারের পারফর্ম করতে হবে। পারফর্ম না করলে আসলে আপনি জাতীয় দল না, দুনিয়ার কোনো জায়গায় খেলতে পারবেন না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত