একদিন আগে পরে জস বাটলারের সঙ্গে এক একই বিন্দুতে মিলে গেলেন সোফি ডিভাইন। দলকে জয় এনে দেওয়ার সঙ্গে নিজের সেঞ্চুরি—অসাধ্য এ দুই কাজই করলেন দুজনে।
আইপিএলে গতরাতে জয়পুরে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু বৃথায় গেছে ভারতীয় ব্যাটারের ৭২ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংসটি। লক্ষ্য তাড়ায় জস বাটলার রাজস্থানকে এনে দেন ৬ উইকেটের জয়।
শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ১ রান আর সেঞ্চুরির জন্য ৬ রান। ক্যামেরুন গ্রিনের করা সেই ওভারের প্রথম বলে ৬ মেরে ৫৮ বলে সেঞ্চুরি পূরণ করেন বাটলার। ইংলিশ ওপেনারের গত রাতের এই দৃশ্যটিই যেন আজ হ্যামিল্টনের ফেরালেন ডিভাইন। সেটিও বাটলারের দেশের মেয়েদের বিপক্ষে।
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। সুযোগ ছিল হোয়াইটওয়াশের। কিন্তু দুর্দান্ত এক ইনিংসে সেটি হতে দেননি ডিভাইন। সিডন পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৬.৩ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় ইংলিশ মেয়েরা।
লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ড জয় পায় ৭ উইকেট ও ৬৬ বল হাতে রেখে। যার মধ্যে ১০০ রান ডিভাইনে। কিন্তু একটু হলেই সেঞ্চুরি হাতছাড়া হয়ে যেতে পারত কিউই অধিনায়কের। ৩৮ তম ইনিংস শেষে জয়ের জন্য নিউজিল্যান্ড মেয়েদের দরকার ছিল ১৩ রান। চার্লি ডিনের করা পরের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ডিভাইনকে স্ট্রাইক দেন ম্যাড্ডি গ্রিন।
সে সময় জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১২ রান আর সেঞ্চুরির জন্যও ডিভাইনের দরকার ছিল সমান রান। অসাধ্যসাধনই করেন ৩৪ বছর বয়সী ডানহাতি ব্যাটার। দ্বিতীয় ও তৃতীয় বলে কোনো রান নেননি। চতুর্থ বলে মারেন ছয়। সমীকরণটা তখন বেশ সহজ। সবকিছুর জন্য দরকার ১ ছয়। ষষ্ঠ বলে সেটিই করলেন ডিভাইন। ৯৩ বলে ১১ চার ও ৪ ছয়ে পা রাখলেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে।
১৪ রানে ২ ওপেনারকে হারিয়ে বসা নিউজিল্যান্ডকে ডিভাইন এনে দিলেন হোয়াইটওয়াশ এড়ানো জয়। হলেন ম্যাচসেরাও। লক্ষ্য তাড়া করার পথে লরেন ফাইলারের কথা ইনিংসের ৩৮ তম ওভারে ১৬ রান নেয় নিউজিল্যান্ড। যার মধ্যে ৩ চার মেরে সেঞ্চুরির কাছে চলে আসেন ডিভাইন।
একদিন আগে পরে জস বাটলারের সঙ্গে এক একই বিন্দুতে মিলে গেলেন সোফি ডিভাইন। দলকে জয় এনে দেওয়ার সঙ্গে নিজের সেঞ্চুরি—অসাধ্য এ দুই কাজই করলেন দুজনে।
আইপিএলে গতরাতে জয়পুরে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু বৃথায় গেছে ভারতীয় ব্যাটারের ৭২ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংসটি। লক্ষ্য তাড়ায় জস বাটলার রাজস্থানকে এনে দেন ৬ উইকেটের জয়।
শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ১ রান আর সেঞ্চুরির জন্য ৬ রান। ক্যামেরুন গ্রিনের করা সেই ওভারের প্রথম বলে ৬ মেরে ৫৮ বলে সেঞ্চুরি পূরণ করেন বাটলার। ইংলিশ ওপেনারের গত রাতের এই দৃশ্যটিই যেন আজ হ্যামিল্টনের ফেরালেন ডিভাইন। সেটিও বাটলারের দেশের মেয়েদের বিপক্ষে।
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। সুযোগ ছিল হোয়াইটওয়াশের। কিন্তু দুর্দান্ত এক ইনিংসে সেটি হতে দেননি ডিভাইন। সিডন পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৬.৩ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় ইংলিশ মেয়েরা।
লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ড জয় পায় ৭ উইকেট ও ৬৬ বল হাতে রেখে। যার মধ্যে ১০০ রান ডিভাইনে। কিন্তু একটু হলেই সেঞ্চুরি হাতছাড়া হয়ে যেতে পারত কিউই অধিনায়কের। ৩৮ তম ইনিংস শেষে জয়ের জন্য নিউজিল্যান্ড মেয়েদের দরকার ছিল ১৩ রান। চার্লি ডিনের করা পরের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ডিভাইনকে স্ট্রাইক দেন ম্যাড্ডি গ্রিন।
সে সময় জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১২ রান আর সেঞ্চুরির জন্যও ডিভাইনের দরকার ছিল সমান রান। অসাধ্যসাধনই করেন ৩৪ বছর বয়সী ডানহাতি ব্যাটার। দ্বিতীয় ও তৃতীয় বলে কোনো রান নেননি। চতুর্থ বলে মারেন ছয়। সমীকরণটা তখন বেশ সহজ। সবকিছুর জন্য দরকার ১ ছয়। ষষ্ঠ বলে সেটিই করলেন ডিভাইন। ৯৩ বলে ১১ চার ও ৪ ছয়ে পা রাখলেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে।
১৪ রানে ২ ওপেনারকে হারিয়ে বসা নিউজিল্যান্ডকে ডিভাইন এনে দিলেন হোয়াইটওয়াশ এড়ানো জয়। হলেন ম্যাচসেরাও। লক্ষ্য তাড়া করার পথে লরেন ফাইলারের কথা ইনিংসের ৩৮ তম ওভারে ১৬ রান নেয় নিউজিল্যান্ড। যার মধ্যে ৩ চার মেরে সেঞ্চুরির কাছে চলে আসেন ডিভাইন।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৫ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে