Ajker Patrika

লর্ডসের প্রথম দিনে রুটের সেঞ্চুরি, সঙ্গে দুই রেকর্ড

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২২: ১৩
লর্ডসের প্রথম দিনে রুটের সেঞ্চুরি, সঙ্গে দুই রেকর্ড

১২২, ৮৭, ৪২ ও ৬২*—আগের চার ইনিংসে জো রুটের রান। আজ পেলেন আরেক সেঞ্চুরি। তাতেই গড়ে ফেললেন নতুন রেকর্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিতে রুট বসলেন অ্যালিস্টার কুকের পাশে। দুজনের এখন টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩৩। 

চলতি বছরে সাদা পোশাকে দুর্দান্ত ফর্মে থাকা রুট এই কীর্তি গড়লেন ২৬৪ ইনিংসে। কুক টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ২৯১ ইনিংস। রুট ছুঁয়েছেন আরেকটি মাইলফলকও। লর্ডসে সর্বোচ্চ ৬ সেঞ্চুরি নিয়ে তিনি পাশে বসলেন গ্রাহাম গুচ ও মাইকেল ভনের পাশেও। এ নিয়ে তাঁর আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৪৯। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পেসার লাহিরু কুমারার করা ইনিংসের ৬৪ তম ওভারের তৃতীয় বলে চার মেরে হেলমেট খুলে সেঞ্চুরির উদ্‌যাপনে মেতে ওঠেন রুট। 

লর্ডস টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন পর্যন্ত ৬৮ ওভারে ৬ উইকেটে ২৫৮ রান করেছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে আছেন রুট (১১৫) ও গাস অ্যাটকিনসন (২৪)। স্বাগতিকদের দুর্দান্ত শুরু এনে দেন ওপেনার বেন ডাকেট (৪০)। তৃতীয় উইকেট রুটের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তিনি। তার আগে আরেক ওপেনার ড্যান লরেন্স (৯) ও অধিনায়ক ওলি পোপকে (১) হারায় ইংলিশরা। ইনিংস বড় করতে পারেননি হ্যারি ব্রুক (৩৩), জেমি স্মিথ (২১) ও ক্রিস ওকস (৬)। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন আশিথা ফার্নান্দো ও কুমারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চার গুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

রাকসুর ৯ কেন্দ্রের ফল: লড়াই জমাতে পারছেন না এষা

রাকসুর ১০ কেন্দ্রের ফল: ছাত্রদলের জিএস প্রার্থীর ভরাডুবি

মেয়েদের সব হলেই সর্বোচ্চ ভোট জাহিদ, আম্মার, সালমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত