Ajker Patrika

সাকিবের শাস্তি কমানোর আবেদন করল মোহামেডান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৩ জুন ২০২১, ১৭: ৩৪
সাকিবের শাস্তি কমানোর আবেদন করল মোহামেডান

ঢাকা : ডিপিএলে আচরণবিধি ভঙ্গের দায়ে শান্তি পাওয়া সাকিব আল হাসানের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শাস্তি মওকুফের জন্য বিসিবি বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার আবাহনী-মোহামেডান ম্যাচের সময় এলবিডব্লুর আবেদনে সাড়া না দেওয়ায় লাথি দিয়ে স্টাম্প ভাঙেন সাকিব। খানিক পরে বৃষ্টিবাধায় আম্পায়ার খেলা বন্ধ করলে রেগেমেগে মোহামেডান অধিনায়ক স্টাম্প উপড়ে আছাড় মারেন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। মোহামেডান স্পোর্টিং সাকিবের ম্যাচ নিষেধাজ্ঞা মওকুফের আবেদন জানায়। আলী হোসেন আজকের পত্রিকাকে বলেছেন, ‘বিসিবির সভাপতি বরাবর মোহামেডান সাকিবের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছে। বোর্ড যদি চায়, শাস্তি মওকুফ করতে পারে। বিষয়টি এখন পুরোপুরি বোর্ডের বিবেচনার ওপর নির্ভর করবে। সিসিডিএমের এখানে কিছু করার নেই।’

চিঠিতে শাস্তি কমানোর বিষয়ে উল্লেখ করে মোহামেডান লেখে, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাকিব আল হাসান এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে। বিসিবির খেলোয়াড় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তক্রমে সাকিব আল হাসানের ওপর আনীত অর্থদণ্ড বহাল রেখে তিন ম্যাচ খেলা থেকে বিরতি থাকার বিষয়টি প্রত্যাহার করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত