Ajker Patrika

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর ফিরছেন না তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর ফিরছেন না তামিম

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পরই প্রশ্নটা উচ্চকিত হয়—তামিম ইকবাল আদৌ আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরবেন? যদিও আগেই জানা গিয়েছিল, ক্যারিয়ার লম্বা করতে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রতি আগ্রহ হারিয়েছেন তামিম। আজ নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন, আসলেই বাংলাদেশ দলের হয়ে আর টি-টোয়েন্টি খেলতে চান না বাঁহাতি ওপেনার।

২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। পাপনের কথা অনুযায়ী টি-টোয়েন্টিতে সেটিই শেষ ম্যাচ হয়ে থাকছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের। তামিমের টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে আজ সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেছেন, ‘ওকে বলেছিলাম ফিরে এসো। তুমি আমাদের সেরা ওপেনার, ছাড়বে কেন? অবশ্যই খেলা উচিত।’ 

বিসিবি সভাপতি পাপনের কথার উত্তরে তামিম জানান, ‘আমাকে জোর করবেন না। আপনি বললে আমাকে আসতেই হবে। আমি এই সংস্করণ আর খেলতে চাই না।’ পাপন বলেন, ‘এরপর আর তাঁকে (তামিম) কিছু বলা উচিত নয়। যে খেলতেই চায় না, তাকে জোর করা ঠিক না।’ 

জাতীয় দলের হয়ে না খেললেও এবারের বিপিএলে খেলছেন তামিম। মিনিস্টার ঢাকার হয়ে প্রথম দুই ম্যাচেই রানের দেখা পেয়েছেন। গতকাল ৪১ বলে ৫০ রান করার পর আজ করেছেন ৪৫ বলে ৫২ রান। যদিও তাঁর দল ঢাকা দুই ম্যাচেই হার নিয়ে মাঠ ছেড়েছে। 

সাকিব আল হাসানের টেস্ট না খেলা নিয়েও আজ কথা বলেছেন পাপন। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। সাকিবের টেস্ট না খেলা নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘সর্বশেষ যখন ওর সঙ্গে কথা হয়, তখন বলেছে, জানুয়ারি থেকে সে সব খেলাই খেলবে। এর মধ্যে টেস্টও তো পড়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত