Ajker Patrika

সমালোচনায় কান না দিতে সৌম্যকে স্ত্রীর পরামর্শ

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৫: ৩৫
সমালোচনায় কান না দিতে সৌম্যকে স্ত্রীর পরামর্শ

উত্থান-পতন যে কোনো খেলোয়াড়েরই ক্যারিয়ারের অংশ। ভালো করলে মেলে তালি; খারাপ করলে ‘গালি’। দুঃসময়ে নির্দিষ্ট ক্রিকেটারদের প্রায়শই নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। ওই সময়ে তাদের হয়ে ‘ব্যাটিং’ করেন স্ত্রীরা। বাংলাদেশের ক্রিকেটে এটা খুব পরিচিত দৃশ্য হয়ে উঠেছে।

সব সময়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন সাকিব আল হাসান। তাঁর দুঃসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। বিভিন্ন সময়ে সমালোচকদের জবাব দিতে দেখা যায় তাঁকে। তাতে করে অনেক সময় বিতর্ক আরও উসকে যায়। পরে তাঁর পদাঙ্ক অনুকরণ করেন লিটন দাসের স্ত্রী সঞ্চিতা দাস।

শিশির-সঞ্চিতার পর এবার দৃশ্যপটে সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সৌম্যর পাশে দাঁড়াতে আজ ফেসবুকে একটা পোস্ট করেছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, ‘পরিশ্রম এবং সর্বোচ্চটা দিয়েই তুমি এতটুকু এসেছ এবং ভবিষ্যতেও তাই থাকবে। অন্যরা যা কল্পনা করতে পারে না তুমি তার চেয়েও বেশি করার সামর্থ্য রাখো।’

সৌম্যকে সমালোচনায় কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রিয়ন্তি। তিনি লিখেছেন, ‘মানুষ যা বলছে বলুক, তুমি তোমার মতো চেষ্টা করো। ভালো-মন্দ এগুলা জীবনেরই অংশ। তুমি তোমার পরবর্তী গল্পটার জন্য সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখো। প্রশ্ন চলুক, জল্পনা এবং সমালোচনা আসতে থাকুক। কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমার চ্যাম্পিয়নের জন্য ভালোবাসা এবং শুভকামনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত