নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খোকন খোকন ডাক পাড়ি—ছড়াটা একটু যেন ঘুরিয়ে বলতে হচ্ছে, ‘লিটন লিটন ডাক পাড়ি’! রানের খাতা খোলার আগেই যেভাবে ফিরে আসছেন, এখন বিখ্যাত ছড়া কাটতে হচ্ছে লিটনের ক্ষেত্রে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম—ভেন্যু বদলানোর সঙ্গে সংস্করণ বদলালেও শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরিয়েই আসতে পারছেন না লিটন। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই শূন্য রানে ফিরেছেন ৷ ওয়ানডে সিরিজের দুই ম্যাচের দৃশ্যপট অনেকটা একই। দুই ম্যাচেই লিটন রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। ইনিংসের প্রথম ওভারেই দুবার তাঁকে (লিটন) আউট করেছেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। পার্থক্য শুধু আউটের ধরনে। প্রথম ম্যাচে আউট হয়েছেন বোল্ড। আজ দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচআউট হয়েছেন। ইনিংসের তৃতীয় বলে মাদুশঙ্কাকে আলতো করে ফ্লিক করেন লিটন। ডিপ স্কয়ার লেগে শুধুই ক্যাচিং অনুশীলনের মতো বল তালুবন্দী করেছেন দুনিথ ভেল্লালাগে।
লিটনের শূন্য রানের দিন টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। স্বাগতিকেরা যে খুব স্বস্তিতে ব্যাটিং করতে পারছে, তা নয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ কয়েকবার আউট হতে হতেও বেঁচে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান। শান্ত ২৫ রানে ব্যাটিং করছেন। ৩ রানে ব্যাটিং করছেন সৌম্য সরকার।
তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডে—লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন লিটন। ওয়ানডেতে লিটন ডাক মেরেছেন ১৪ ম্যাচে। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই ব্যাটার এখনো পর্যন্ত শূন্য রানে ফিরেছেন ২০বার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ডাক মেরে শীর্ষে তামিম ইকবাল।
খোকন খোকন ডাক পাড়ি—ছড়াটা একটু যেন ঘুরিয়ে বলতে হচ্ছে, ‘লিটন লিটন ডাক পাড়ি’! রানের খাতা খোলার আগেই যেভাবে ফিরে আসছেন, এখন বিখ্যাত ছড়া কাটতে হচ্ছে লিটনের ক্ষেত্রে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম—ভেন্যু বদলানোর সঙ্গে সংস্করণ বদলালেও শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরিয়েই আসতে পারছেন না লিটন। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই শূন্য রানে ফিরেছেন ৷ ওয়ানডে সিরিজের দুই ম্যাচের দৃশ্যপট অনেকটা একই। দুই ম্যাচেই লিটন রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। ইনিংসের প্রথম ওভারেই দুবার তাঁকে (লিটন) আউট করেছেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। পার্থক্য শুধু আউটের ধরনে। প্রথম ম্যাচে আউট হয়েছেন বোল্ড। আজ দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচআউট হয়েছেন। ইনিংসের তৃতীয় বলে মাদুশঙ্কাকে আলতো করে ফ্লিক করেন লিটন। ডিপ স্কয়ার লেগে শুধুই ক্যাচিং অনুশীলনের মতো বল তালুবন্দী করেছেন দুনিথ ভেল্লালাগে।
লিটনের শূন্য রানের দিন টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। স্বাগতিকেরা যে খুব স্বস্তিতে ব্যাটিং করতে পারছে, তা নয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ কয়েকবার আউট হতে হতেও বেঁচে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান। শান্ত ২৫ রানে ব্যাটিং করছেন। ৩ রানে ব্যাটিং করছেন সৌম্য সরকার।
তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডে—লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন লিটন। ওয়ানডেতে লিটন ডাক মেরেছেন ১৪ ম্যাচে। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই ব্যাটার এখনো পর্যন্ত শূন্য রানে ফিরেছেন ২০বার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ডাক মেরে শীর্ষে তামিম ইকবাল।
স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী শনিবার থেকে আবার মাঠে ফিরছে। তবে এই আইপিএলে ফিরতে না-ও পারেন বেশ কয়েকজন বিদেশি তারকা। না, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নয়, তাঁদের না ফেরার কারণ আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে জাতীয় দলের সাংঘর্ষিক সূচি!
৩৩ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
১ ঘণ্টা আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
১ ঘণ্টা আগেবার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
২ ঘণ্টা আগে