ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপে ব্যর্থ হলেও ফখর জামানকে বিশ্বকাপে রেখেছে পাকিস্তান। কিন্তু আস্থার প্রতিদান দেওয়ার বিপরীতে প্রথম ম্যাচে হতাশ করেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ১২ রান করার পর তো একাদশ থেকে বাদ পড়েন বাঁহাতি ওপেনার।
পাঁচ ম্যাচ একাদশের বাইরে থাকার পর আবারও সুযোগ পেয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন ফখর। ১৯ রানের জন্য বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। সর্বশেষ ম্যাচে সেঞ্চুরির আক্ষেপে পুড়লেও আজ তা হতে দেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৬৩ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন। অপরাজিত ১০৬ রানের ইনিংসে ৭ ছক্কার বিপরীতে ৯ ছক্কা হাঁকিয়েছেন।
বিশ্বকাপের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ফখর। তাঁর প্রথম সেঞ্চুরি আবার বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম। আগের রেকর্ডটি ছিল ইমরান নাজিরের দখলে। ২০০৭ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
ফখরের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছে পাকিস্তান। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানকে রেকর্ড গড়ে ম্যাচ জিততে হবে। কিন্তু ৪০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দলীয় ৬ রানে আবদুল্লাহ শফিক আউট হন। তবে বাবর আজমকে নিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন ফখর।
দ্বিতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েছেন ফখর–বাবর। সেটিও আবার মাত্র ১১৭ বলে। ১০৬ রান করা ফখরের সঙ্গে অপরাজিত আছেন বাবর। ৪৭ রানে ব্যাটিংয়ে পাকিস্তানের অধিনায়ক। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ের পর বেঙ্গালুরুতে বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৬০। পাকিস্তানের জয়ের জন্য দরকার ২৪২ রান। আর খেলা না হলে বৃষ্টি আইনে ১০ রানে জিতবে ১৯৯২ বিশ্বকাপজয়ীরা।
এশিয়া কাপে ব্যর্থ হলেও ফখর জামানকে বিশ্বকাপে রেখেছে পাকিস্তান। কিন্তু আস্থার প্রতিদান দেওয়ার বিপরীতে প্রথম ম্যাচে হতাশ করেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ১২ রান করার পর তো একাদশ থেকে বাদ পড়েন বাঁহাতি ওপেনার।
পাঁচ ম্যাচ একাদশের বাইরে থাকার পর আবারও সুযোগ পেয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন ফখর। ১৯ রানের জন্য বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। সর্বশেষ ম্যাচে সেঞ্চুরির আক্ষেপে পুড়লেও আজ তা হতে দেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৬৩ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন। অপরাজিত ১০৬ রানের ইনিংসে ৭ ছক্কার বিপরীতে ৯ ছক্কা হাঁকিয়েছেন।
বিশ্বকাপের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ফখর। তাঁর প্রথম সেঞ্চুরি আবার বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম। আগের রেকর্ডটি ছিল ইমরান নাজিরের দখলে। ২০০৭ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
ফখরের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছে পাকিস্তান। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানকে রেকর্ড গড়ে ম্যাচ জিততে হবে। কিন্তু ৪০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দলীয় ৬ রানে আবদুল্লাহ শফিক আউট হন। তবে বাবর আজমকে নিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন ফখর।
দ্বিতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েছেন ফখর–বাবর। সেটিও আবার মাত্র ১১৭ বলে। ১০৬ রান করা ফখরের সঙ্গে অপরাজিত আছেন বাবর। ৪৭ রানে ব্যাটিংয়ে পাকিস্তানের অধিনায়ক। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ের পর বেঙ্গালুরুতে বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৬০। পাকিস্তানের জয়ের জন্য দরকার ২৪২ রান। আর খেলা না হলে বৃষ্টি আইনে ১০ রানে জিতবে ১৯৯২ বিশ্বকাপজয়ীরা।
সৌদি আরবে অনুশীলনের পাশাপাশি তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এর মধ্যে একটি আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ সুদানের বিপক্ষে। বাংলাদেশের মতো সৌদি আরবে ক্যাম্প করছে তারাও। ম্যাচটি খেলার কথা ছিল আজই। কিন্তু অজানা কারণে খেলতে অস্বীকৃতি জানায় সুদান। তাই ম্যাচটি ঘিরে
১১ ঘণ্টা আগেআইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা কেবল একবারই সুযোগ পেয়েছে। সেটাও প্রথম আসরে। এরপর ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানিদের জন্য বন্ধ হয়ে যায় আইপিএলের দরজা। এনিয়ে আফসোস করেছেন কয়েকজন। সেই বন্ধ দরজা কবে খুলবে তা নিয়ে নিশ্চিত করে বলতে পারবেন না কেউই। তবে আগামী বছর আইপিএল খেলার ভালো সুযোগ...
১৫ ঘণ্টা আগেনতুন করে টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নাজমুল হোসেন শান্ত আগেই জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির পর কুড়ি ওভারের দায়িত্ব ছাড়তে চান তিনি। নতুন অধিনায়ক নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ডও। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, একদম নতুন কাউকে নয়, অন্তর্বর্তীকালীন বাংলাদে
১৫ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাস পার করেছেন ফারুক আহমেদ। সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে। তবে দেশের ক্রিকেট উন্নয়নে মাঠের পারফরম্যান্সই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শান্তদের ব্যর্থতায় চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায়
১৬ ঘণ্টা আগে