Ajker Patrika

সরফরাজকে পেতে আইপিএলের তিন দলের টানাটানি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ০২
Thumbnail image

আইপিএলে ভালো খেলে ভারতের জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম নয়। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগে খেলেই ক্রিকেটের আন্তর্জাতিক পরিমণ্ডলে উঠে এসেছেন সূর্যকুমার যাদব, মোহাম্মদ সিরাজ, ধ্রুব জুরেল, রজত পাতিদার কিংবা রিংকু সিংরা। 

কিন্তু এবার উল্টো ঘটতে যাচ্ছে; গত আইপিএল নিলামে বিক্রি না হওয়া সরফরাজ খান টেস্ট অভিষেকে ভালো করার পর দল পেতে যাচ্ছেন ২০২৪ আইপিএল। শুধু পেতে যাওয়াই নয়, ভারতীয় পত্রপত্রিকার যা তথ্য, তাতে তাঁকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে কয়েক দলের মধ্যে। 

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের রাজকোর্ট টেস্টে অভিষেক ঘটে স্কুল ক্রিকেটের হ্যারিস শিল্ড থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া সরফরাজ খান। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ৬২ রানে রানআউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও কোনো ইংলিশ বোলার আউট করতে পারেননি তাঁকে। ৪ উইকেটে ৪৩০ রানে ভারতের দ্বিতীয় ইনিংসে ঘোষণার আগে ৭২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন তিনি। দুই ইনিংসেই সাবলীল ব্যাটিং করেছেন। স্বাচ্ছন্দ্যেই সীমানা ছাড়া করেছেন জেমস অ্যান্ডারসন, মার্ক উড কিংবা টম হার্টলিদের। তাঁর নিখুঁত ব্যাটিং অভিষেক প্রত্যাশী তরুণদের কোচিং ম্যানুয়েলে রেখে দেওয়ার মতো! 

অভিষেক টেস্টেই সরফরাজের ব্যাটিং দেখে তাঁকে দলে নিতে চায় আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় পত্রপত্রিকার খবর, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে পেতে চায় সরফরাজকে। অথচ গত ডিসেম্বরে ভিত্তি মূল্য ২০ লাখ ভারতীয় রুপিতেও কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি তাঁকে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত