Ajker Patrika

বাংলাদেশকে নিয়ে এভাবেই খেলছে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৭: ০৩
বাংলাদেশকে নিয়ে এভাবেই খেলছে দক্ষিণ আফ্রিকা

মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশ পাত্তাই পাচ্ছে না দক্ষিণ আফ্রিকার কাছে। ব্যাটিংয়ে তো শুরুতেই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। এবার বোলিং-ফিল্ডিংয়েও নির্বিষ স্বাগতিকেরা। ক্যাচ মিসের পাশাপাশি ফিল্ডারদের হাতের ফাঁক গলে বল বেরিয়ে যাচ্ছে।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ৩০ রান করেছেন মাহমুদুল হাসান জয়। ৭ ব্যাটার আউট হয়েছেন ১ অঙ্কের ঘরে। বাংলাদেশ গুটিয়ে যাওয়ার পর দ্রুতই দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়ারা তাদের প্রথম ইনিংসে ১৬ ওভারে ২ উইকেটে ৬৫ রান করেছে। 

ব্যাটিংয়ে নেমে ৯ রানেই প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে এইডেন মার্করামকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মাহমুদ। হাসানের ইনসুইঙ্গার স্ট্রেইট ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

ইনিংসের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকা খেলতে থাকে ওয়ানডে মেজাজে। ২২ রানে দ্বিতীয় উইকেট হারাতে পারত প্রোটিয়ারা। ষষ্ঠ ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজকে ফ্লিক করতে যান ত্রিস্তান স্টাবস। শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয় দুই হাতে বল ধরেও সেটা তালুবন্দী করতে পারেননি। স্টাবসের রান তখন ৮ রান।

জীবন পেয়ে স্টাবস আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। ১২তম ওভারের প্রথম দুই বলে তাইজুল ইসলামকে দুটি চার মারেন স্টাবস। চতুর্থ বলেই দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারকে ফেরান তাইজুল। আউটসাইড এজ হওয়া বল স্লিপে তালুবন্দী করেন সাদমান ইসলাম। ২৭ বলে ৪ চারে ২৩ রান করেন স্টাবস। ১১.৪ ওভারে ২ উইকেটে ৫০ রানে পরিণত হওয়া প্রোটিয়া এগোতে থাকে সাবলীলভাবে। টনি দে জর্জি ও ডেভিড বেডিংহাম ১৯ ও ৯ রানে ব্যাটিং করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত