Ajker Patrika

হতাশাজনক টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তানের লক্ষ্য এখন চ্যাম্পিয়নস ট্রফি

আপডেট : ১৭ জুন ২০২৪, ২২: ২০
হতাশাজনক টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তানের লক্ষ্য এখন চ্যাম্পিয়নস ট্রফি

তিনবারের চ্যাম্পিয়ন, দুবার রানার্সআপ—এই পরিসংখ্যানে স্পষ্ট যে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কতটা দুর্দান্ত দল। সবশেষ ২০২২ আসরেও এশিয়ার দলটি খেলেছে সেমিফাইনাল। সেই দলই এবার টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে। তবে সবকিছু পেছনে ফেলে পাকিস্তানের লক্ষ্য এখন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। 

নিজেদের হতাশাজনক পারফরম্যান্সের সঙ্গে বৈরি আবহাওয়া—সবকিছুই পাকিস্তানের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়তে প্রভাব রেখেছে। যুক্তরাষ্ট্র, ভারত—হাতের নাগালে থাকা দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করে পাকিস্তান। যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান হেরে গেছে সুপার ওভারে। ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি পাকিস্তান। বাবর আজমের দল কানাডার বিপক্ষে জিতলেও তেমন দাপট দেখাতে পারেনি। সুপার এইটের ন্যূনতম আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তান চাতক পাখির মতো তাকিয়ে ছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের দিকে। তবে ফ্লোরিডার বৈরী আবহাওয়া হতে দেয়নি পাকিস্তানের ‘লাইফলাইন ম্যাচ’টি। 

বাজে পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টজুড়ে পাকিস্তান দলকে সইতে হয় সমালোচনা। বাবরদের ড্রেসিংরুমের পরিবেশে অশান্তি চলছে—দলটির সাবেক ক্রিকেটাররা এমন অভিযোগও তোলেন। ফ্লোরিডায় গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের সান্ত্বনামূলক জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করে পাকিস্তান। পাকিস্তানের নিয়ম রক্ষার ম্যাচে ম্যাচ-সেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। হতাশাজনক বিশ্বকাপ শেষে তিনি এখনই পাখির চোখ করছেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিকে। টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান এবং শুরু হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে। আইরিশদের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিন বলেন, ‘আমাদের দেশবাসীর যেমন প্রত্যাশা, তেমন ক্রিকেট খেলতে পারিনি। বেশ কিছু জায়গায় আমাদের উন্নতি প্রয়োজন। চ্যাম্পিয়নস ট্রফি আসছে। আরও উন্নতি করতে হবে আমাদের এবং দল হিসেবে গড়ে উঠতে হবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাবর। পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে আইরিশরা আটকে যায় ৯ উইকেটে ১০৬ রানে। ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন শাহিন। তবে ১০৭ রানের লক্ষ্য তাড়া করতেও পাকিস্তানের হয়েছে কাঁপাকাঁপি অবস্থা। ৯ নম্বরে শাহিন যখন ব্যাটিংয়ে নামেন, তখনো পাকিস্তানের দরকার ১৪ বলে ১২ রান। হাতে ৩ উইকেট থাকলেও ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান বলে ম্যাচের ফল কী হবে, তা বলা যাচ্ছিল না। সব শঙ্কা দূর করে ৫ বলে ১৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শাহিন। মেরেছেন ২ ছক্কা। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা পাকিস্তানের তারকা ক্রিকেটার বলেন, ‘সেটা আমার কাজ। একটু দেরিতেই আমি ব্যাটিং করতে এসেছি এবং মেরেছি। দলের এটা দরকার ছিল। ছক্কা মারার চেষ্টা করেছি সব সময়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক    
২৮৭ রান করেছে আফগানিস্তান। ছবি: সংগৃহীত
২৮৭ রান করেছে আফগানিস্তান। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে আগে ব্যাট করে ২৮৭ রান তোলেছে আফগানরা। জিততে হলে এই চ্যালেঞ্জ টপকাতে হবে বাংলাদেশকে। এজন্য দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বাশির রাতুলদের। বাংলাদেশ-আফগানিস্তান লড়াই ছাড়াও আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

যুব এশিয়া কাপ

বাংলাদেশ-আফগানিস্তান

সরাসরি, বেলা ১১ টা

টি স্পোর্টস

বিগ ব্যাশ

ফাইনাল

হোবার্ট-পার্থ

সরাসরি, বেলা ২টা ১০ মি.

স্টার স্পোর্টস সিলেক্ট ১

আইএল টি-টোয়েন্টি

আবুধাবি-দুবাই

সরাসরি, রাত সাড়ে ৮ টা

টি স্পোর্টস

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি-এভারটন

সরাসরি, রাত ৯ টা

স্টার স্পোর্টস সিলেক্ট ২

লিভারপুল-ব্রাইটন

সরাসরি, রাত ৯ টা

বার্নলি-ফুলহাম

সরাসরি, রাত সাড়ে ১১ টা

আর্সেনাল-উলভস

সরাসরি, রাত ২ টা

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৩
যুবভারতীয় এখন রণক্ষেত্র। ছবি: সংগৃহীত
যুবভারতীয় এখন রণক্ষেত্র। ছবি: সংগৃহীত

কী হওয়ার কথা আর হলো কী! লিওনেল মেসির মতো ফুটবল মহাতারকার আগমনকে সামনে রেখে উৎসবে পরিণত হয়েছিল কলকাতা শহর। চরম আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল ভক্তরা। তৈরি হয়েছিল রেকর্ড উচ্চতার ভাস্কর্য। কিন্তু যাঁকে ঘিরে এত আয়োজন, সেই মেসির কলকাতা সফর হয়ে থাকল তিক্ততায় ভরা।

দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলকে সঙ্গে নিয়ে শুক্রবার দিবাগত রাতে কলকাতা পৌঁছান মেসি। এরপর হোটেল কয়েক ঘণ্টার বিশ্রামের পর আজ সকাল থেকে ভারতে ভ্রমণের আনুষ্ঠানিকতা শুরু করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। শুরুতে স্পন্সরদের সঙ্গে গ্রিট অ্যান্ড গ্রিট শেষে হোটেল থেকে ভার্চুয়ালি ভাস্কর্য উদ্বোধন করেন। এরপর হোটেলে তাঁর সঙ্গে দেখা করেন শাহরুখ খান।

হোটেলের কার্যক্রম শেষ করে যুবভারতী স্টেডিয়ামে যান মেসি। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেসি গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন সাবেক ফুটবলার এবং সেলিব্রেটিরা। ভিড়ে পড়ে বেশ বিরক্ত ছিলেন মেসি এবং তাঁর দুই সতীর্থ দি পল ও সুয়ারেজ। এমন ভিড়ের কারণে গ্যালারি থেকে মেসিকে দেখতে পাননি ভক্তরা। চড়া দামে টিকিট কিনে বিশ্বকাপ জয়ী ফুটবলারকে না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন সবাই। শুরু হয় ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান।

পরিস্থিতি খারাপ দেখে ১২টার কিছুক্ষণ আগে মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারি থেকে একের পর এক বোতল ছোড়া হয়। ভেঙে ফেলা হয় গ্যালারির চেয়ার। বোতলের মতো ভাঙা চেয়ারও ছোড়া হয় মাঠে। কয়েকজন আগুন ধরানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করেন পুলিশ সদস্যরা। তাতে অবশ্য কোনো কাজ হয়নি।

গ্যালারির সীমানা ভাঙেন উত্তেজিত ভক্তরা। একপর্যায়ে মাঠে ঢুকে পড়েন দুই-আড়াই হাজার মানুষ। কয়েকজন ছিঁড়ে ফেলেন গোল পোস্টের জাল। ভেঙে ফেলেন সাজঘরে যাওয়ার ট্যানেলের ছাউনি। মাঠের পাশে রাখা সোফা পোড়ানো হয়। উপড়ে ফেলা হয় তাঁবুসহ একাধিক জিনিস। এককথায় রণক্ষেত্রে পরিণত হয় যুবভারতী। অনেকে তো মাঠের কার্পেট, ফুলের টবসহ অন্যান্য জিনিস নিয়ে স্টেডিয়াম থেকে বের হন। সব মিলিয়ে বিশাল ক্ষতি হয়ে গেল ভেন্যুটির।

মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই ঘটনায় আমি দুঃখিত এবং বিরক্ত। আমি মেসি ও তাঁর সমস্ত ভক্তের কাছে ক্ষমাপ্রার্থী। তদন্ত কমিটি গঠন করে ঘটনা খতিয়ে দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
অভিযুক্ত চার ক্রিকেটারকে নিয়ে তদন্ত শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
অভিযুক্ত চার ক্রিকেটারকে নিয়ে তদন্ত শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

খেলোয়াড়েদের প্রভাবিত করা এবং উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে আসামের ৪ ক্রিকেটারের বিরুদ্ধে। এই অভিযোগে অমিত সিনহা, ইশান আহমেদ, আমন ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরিকে বরখাস্ত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। এরা সবাই আপাতত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকবেন বলে জানিয়েছে সংস্থাটি। অভিযুক্ত চারজনই বিভিন্ন সময় আসামের হয়ে খেলেছেন।

অভিযোগে বলা হয়েছে, সৈয়দ মুশতাক আলী ট্রফির চলমান আসরে কয়েকজন ক্রিকেটারকে টাকার বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন ওই চারজন। অভিযোগ সামনে আসার পর নিষিদ্ধের পাশাপাশি পুলিশের অপরাধ বিভাগে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এসিএ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আসামের লিগ পর্বের ম্যাচগুলো হয়েছে ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। সবগুলো ম্যাচ হয়েছে লখনৌতে। এবারের মৌসুমে দলটি সুপার লিগে জায়গা করে নিতে পারে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। নিষিদ্ধ হওয়া ওই চারজনকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে রাখতে সব জেলা অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে আসাম ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এ বিষয়ে এসিএ সেক্রেটারি সনাতন দাস বলেন, ‘অভিযোগ সামনে আসার পর বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট বিষয়টি তদন্ত করে। পাশাপাশি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনও ফৌজদারি কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে চার ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ মিলেছে, যা ক্রিকেটের সততা ও স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে।’

ফিক্সিং রোধে বরাবরই বেশ সচেতন বিসিসিআই। ভারতীয় দণ্ডবিধিতে ফিক্সিং আগে থেকেই অপরাধ হিসেবে অন্তর্ভূক্ত ছিল। গত অক্টোবরে সেটাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করতে আদালতের দ্বারস্থ হয় ভারতীয় ক্রিকেটের শীর্ষ সংস্থাটি। তারই ধারাবাহিকতায় ফিক্সিং নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের জুনে। ছবি: এক্স
বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের জুনে। ছবি: এক্স

বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে তোপের মুখে পড়েছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সবচেয়ে কম দামি টিকিটের জন্য গুনতে হবে ৫ লাখ টাকার বেশি। এমনকি গ্রুপ পর্বের বিভিন্ন টিকিটের দাম ধরা হয়েছে ২২ হাজার টাকার মতো। টিকিটের মূল্য প্রকাশের পর তাই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছে ভক্তরা।

উচ্চমূল্যের দাম নিয়ে অভিযোগ থাকলেও বিশ্বকাপ টিকিটের প্রতি আগ্রহ কমছে না বিন্দুমাত্র। বরং তুমুল চাহিদা দেখাচ্ছে ভক্তরা। নতুনকরে বিক্রি শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় টিকিট কেনার জন্য ৫০ লাখ আবেদন জমা পড়েছে। এক বিজ্ঞপ্তিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।

আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ ঘিরে বরাবরই বাড়তি আগ্রহ থাকে ভক্তদের। বিশ্বকাপ এলে তো সে আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। তবে তৃতীয় ধাপের প্রথম ২৪ ঘণ্টায় আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নয়–ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পর্তুগাল-কলম্বিয়া ম্যাচের টিকিট। আগামী ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ানদের বিপক্ষে খেলতে নামবে পর্তুগিজরা। ফিফা জানিয়েছে, ম্যাচটির জন্য সবচেয়ে বেশি চাহিদা দেখিয়েছে ভক্তরা। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা থাকায় যে ম্যাচটিকে ঘিরে এত চাহিদা সেটা কারও বোঝার বাকি থাকার কথা না।

চাহিদায় এরপরই আছে ব্রাজিল-মরক্কো (১৩ জুন), মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা (১৮ জুন), জার্মানি-ইকুয়েডর (২৫ জুন) এবং ব্রাজিল-স্কটল্যান্ড (২৪ জুন) ম্যাচ। আয়োজক হিসেবে সবচেয়ে বেশি বিশ্বকাপ টিকিটের চাহিদায় শীর্ষে যুক্তরাষ্ট্র, কানাডা এং মেক্সিকোর দর্শকরা। এরপর সবচেয়ে বেশি আবেদন এসেছে কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ইকুয়েডর, জার্মানি, স্কটল্যান্ড, ফ্রান্স, পানামা ও অস্ট্রেলিয়া থেকে। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে আগামী ১৩ জুন বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত