Ajker Patrika

ফেরার ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেও হারলেন শান্ত

ক্রীড়া ডেস্ক    
শট খেলছেন শান্ত। ছবি: এনসিএল ফেসবুক পেজ
শট খেলছেন শান্ত। ছবি: এনসিএল ফেসবুক পেজ

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি নাজমুল হোসেন শান্ত। খেলতে পারেননি দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ অধিনায়ক প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন ১ মাসের বেশি সময়ের পর। আর ফেরার ম্যাচেই হাসল শান্তর ব্যাট। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তাঁর দল রাজশাহী। বরিশালের কাছে হেরেছে ৫ উইকেটে।

সিলেট একাডেমি গ্রাউন্ডে আজ টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ব্যাটিংয়ে নেমেই ঝড় শুরু শান্ত ও হাবিবুর রহমানের। ওপেনিংয়ে দুজনে গড়েন ৮৯ রানের। সেই জুটি ভাঙে ৯.৫ ওভারে, মঈন খানের বলে ৪৭ রান নিয়ে ফেরেন হাবিবুর।

এরপর একে একে সাব্বির হোসেন (২৩), উইকেটরক্ষক প্রীতম কুমার (০) ও মেহরব হোসেন (১০) ফিরলেও দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীকে ৫ উইকেটে ১৮৪ রানের স্কোর এনে দেন শান্ত। শেষ উইকেট হিসেবে মেহেদী হাসানের বলে ফেরা রাজশাহী অধিনায়ক করেন ৫৪ বলে ৮০ রান। ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছয়। স্ট্রাইকরেট—১৪৮.১৫। রাজশাহীর হয়ে অপরাজিত ছিলেন ফরহাদ রেজা (১০) ও গোলাম কিবরিয়া (১)। বরিশালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মঈন ও মেহেদী।

লক্ষ্য তাড়ায় শান্তর বিধ্বংসী ইনিংসকে ম্লান করে দেন ওপেনার ও উইকেটরক্ষক আব্দুল মজিদ ও ফজলে মাহমুদ রাব্বি। ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। ৩৯ বলে ৫৩ রান করা মজিদকে রানআউট করে থামান শান্ত। ৩৪ বলে ৫৬ রান করেন রাব্বি। তার আগে ২৪ বলে ৩৫ রান করে রানআউট হন ইফতিখার হোসেন ইফতি।

দিনের আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রংপুর। খুলনার বিপক্ষে ঢাকা মেট্রো জিতেছে ৬ রানে। আর লো স্কোরিং ম্যাচে চট্টগ্রামকে ১০ উইকেটে হারিয়েছে ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত