Ajker Patrika

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন ডমিঙ্গো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৪: ৫৮
বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন ডমিঙ্গো

অবশেষে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। 

বিসিবিকে গতকাল মেইল করে সিদ্ধান্তটি জানিয়েছেন ডমিঙ্গো। তাঁর পদত্যাগের বিষয়ে জালাল বলেছেন, ‘কাল রাতে সে আমাদের সিইওকে পদত্যাগের বিষয়টি মেইল করে জানিয়েছে। সঙ্গে বাংলাদেশ দলের প্রতি সে শুভকামনাও জানিয়েছে।’ 

দুই বছরের জন্য ২০১৯ সালের আগস্টে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ডমিঙ্গো। পরে ২০২১ সালে সেই চুক্তি বাড়ানো হয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করার কথা ছিল দক্ষিণ আফ্রিকার কোচের। সেই দায়িত্ব পালনের আগেই সড়ে দাঁড়ালেন তিনি।  

ডোমিঙ্গোর অধ্যায় শেষ হওয়ায় নতুন কোচ খোঁজাও শুরু করেছে বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে আগামী সিরিজের আগেই নতুন কোচ পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল। তিনি বলেছেন, ‘অবশ্যই দেখতে পারবেন। যাঁদের সঙ্গে আলোচনা চলছে তাঁদের মধ্যেই একজনকে দায়িত্ব দেওয়া হবে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা নামটা বলতে চাইছি না।’ 

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে সাদা বলের সিরিজ। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত