ক্রীড়া ডেস্ক
সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিধ্বস্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে বাংলাদেশ নিল প্রতিশোধ। তাতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা এখনো টিকে রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেই বাংলাদেশ সরাসরি পাবে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। সেন্ট কিটসে গত রাতে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজ রীতিমতো বিধ্বস্ত হয়েছে। ৬০ রানে জিতে ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা করল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশ ২০০ রানের লক্ষ্য দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। ১৮৫ রানের লক্ষ্যে নেমে ১১ রানেই ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের শেষ বলে কিয়ানা জোসেফকে ফেরান মারুফা আকতার। এরপর দ্বিতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েন হেইলি ম্যাথুস ও শিমেইন ক্যাম্পবেল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইন্ডিজের ইনিংস এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৮৫ রানে ৯ উইকেট হারিয়ে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ২৮ রান করেন ক্যাম্পবেল।
ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। ১০ ওভারে ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুস। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে এবার পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। ৪৮.৫ ওভারে ১৮৪ রানে গুটিয়ে গেছে জ্যোতির দল। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন জ্যোতি। ১২০ বলের ইনিংসে মারেন ৫ চার।
দ্বিতীয় ওয়ানডেতে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে পয়েন্ট ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে পরশু দিবাগত রাত ১২টায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে কাটতে হবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিধ্বস্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে বাংলাদেশ নিল প্রতিশোধ। তাতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা এখনো টিকে রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেই বাংলাদেশ সরাসরি পাবে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। সেন্ট কিটসে গত রাতে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজ রীতিমতো বিধ্বস্ত হয়েছে। ৬০ রানে জিতে ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা করল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশ ২০০ রানের লক্ষ্য দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। ১৮৫ রানের লক্ষ্যে নেমে ১১ রানেই ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের শেষ বলে কিয়ানা জোসেফকে ফেরান মারুফা আকতার। এরপর দ্বিতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েন হেইলি ম্যাথুস ও শিমেইন ক্যাম্পবেল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইন্ডিজের ইনিংস এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৮৫ রানে ৯ উইকেট হারিয়ে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ২৮ রান করেন ক্যাম্পবেল।
ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। ১০ ওভারে ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুস। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে এবার পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। ৪৮.৫ ওভারে ১৮৪ রানে গুটিয়ে গেছে জ্যোতির দল। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন জ্যোতি। ১২০ বলের ইনিংসে মারেন ৫ চার।
দ্বিতীয় ওয়ানডেতে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে পয়েন্ট ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে পরশু দিবাগত রাত ১২টায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে কাটতে হবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১০ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৩ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে