দক্ষিণ আফ্রিকার পেসবান্ধব উইকেটে স্পিনাররাই ধসিয়ে দিয়েছে বাংলাদেশকে। দুই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ আর সাইমন হারমারের ঘূর্ণিতে প্রথম সেশনেই গুটিয়ে গেছে মুমিনুল হকের দল। মাত্র ১৩ ওভার ব্যাটিং করে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট ৫৪ রানে। টেস্টে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। ২২০ রানের বড় জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
দিনের প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। মহারাজের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে মুশফিকুর রহিম ফিরেছেন রানের খাতা খোলার আগেই। নিজের পরের ওভারে ফিরিয়েছেন লিটন দাসকে। এক ওভার পর সেই মহারাজের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ইয়াসির রাব্বিও।
দিনের প্রথম ওভারের প্রথম বলে নাজমুল হাসান শান্তর এক রান নিয়ে স্ট্রাইক দেন মুশফিককে। ভালো লেংথে বল পিচ করে নিচু হয়ে আসছিল মহারাজের বল। প্রথম তিন বল কোনোভাবে ঠেকিয়ে দিলেও পঞ্চম বলে লাইন মিস করেন মুশফিক। বল প্যাডে আঘাত করে। মহারাজ আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন মুশফিক, তবে লাভ হয়। বল স্টাম্পে হিট করায় সাজঘরের পথ ধরতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে।
মুশফিক ফেরার পর উইকেটে এসে কিছু বুঝে ওঠার আগেই আউট হয়েছেন লিটন দাস (২)। মহারাজের বলে মিড অনে সাইমন হারমারের হাতে ক্যাচ দেন এই উইকেটরক্ষক ব্যাটার। মহারাজের বলে রীতিমতো গোলকধাঁধায় পড়েছেন বাংলাদেশি ব্যাটাররা। এক ওভার পর বোলিংয়ে এসে মহারাজ বোল্ড করেছেন ইয়াসিরকেও (৫)। প্রথম ৬ উইকেটের ৫টিই নিয়েছেন এই বাঁহাতি অফ স্পিনার। ঠিক এর পরের ওভারেই হারমার এসে মেহেদী হাসান মিরাজকে কেগান পিটারসেনের হাতে ক্যাচ বানিয়েছেন। মুশফিকের মতো মিরাজও ফিরেছেন কোনো রান না করেই।
দলীয় ৩৩ রানে সপ্তম উইকেটের পতন হলে লজ্জার এক রেকর্ড হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। শঙ্কা জাগে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের অল আউট হওয়ার। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত শান্ত-তাসকিনের ব্যাটে ৪৩-এর গেঁরো পার করে সফরকারীরা। এরপর অবশ্য বেশি দূর এগোতে পারেননি শান্ত। হারমারের বলে স্টাম্পড হয়ে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। পরের ওভারে মহারাজ ফিরিয়েছেন খালেদ আহমেদকে শূন্য রানে।
নিজের পরের ওভারে তাসকিন আহমেদকে (১৪) ফিরিয়ে মুড়িয়ে দিয়েছেন মহারাজ। দুই স্পিনার মিলেই বাংলাদেশের ১০ উইকেট তুলে নিয়েছেন। মহারাজ নিয়েছেন ৭টি আর হারমারের শিকার ৩ উইকেট।
দক্ষিণ আফ্রিকার পেসবান্ধব উইকেটে স্পিনাররাই ধসিয়ে দিয়েছে বাংলাদেশকে। দুই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ আর সাইমন হারমারের ঘূর্ণিতে প্রথম সেশনেই গুটিয়ে গেছে মুমিনুল হকের দল। মাত্র ১৩ ওভার ব্যাটিং করে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট ৫৪ রানে। টেস্টে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। ২২০ রানের বড় জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
দিনের প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। মহারাজের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে মুশফিকুর রহিম ফিরেছেন রানের খাতা খোলার আগেই। নিজের পরের ওভারে ফিরিয়েছেন লিটন দাসকে। এক ওভার পর সেই মহারাজের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ইয়াসির রাব্বিও।
দিনের প্রথম ওভারের প্রথম বলে নাজমুল হাসান শান্তর এক রান নিয়ে স্ট্রাইক দেন মুশফিককে। ভালো লেংথে বল পিচ করে নিচু হয়ে আসছিল মহারাজের বল। প্রথম তিন বল কোনোভাবে ঠেকিয়ে দিলেও পঞ্চম বলে লাইন মিস করেন মুশফিক। বল প্যাডে আঘাত করে। মহারাজ আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন মুশফিক, তবে লাভ হয়। বল স্টাম্পে হিট করায় সাজঘরের পথ ধরতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে।
মুশফিক ফেরার পর উইকেটে এসে কিছু বুঝে ওঠার আগেই আউট হয়েছেন লিটন দাস (২)। মহারাজের বলে মিড অনে সাইমন হারমারের হাতে ক্যাচ দেন এই উইকেটরক্ষক ব্যাটার। মহারাজের বলে রীতিমতো গোলকধাঁধায় পড়েছেন বাংলাদেশি ব্যাটাররা। এক ওভার পর বোলিংয়ে এসে মহারাজ বোল্ড করেছেন ইয়াসিরকেও (৫)। প্রথম ৬ উইকেটের ৫টিই নিয়েছেন এই বাঁহাতি অফ স্পিনার। ঠিক এর পরের ওভারেই হারমার এসে মেহেদী হাসান মিরাজকে কেগান পিটারসেনের হাতে ক্যাচ বানিয়েছেন। মুশফিকের মতো মিরাজও ফিরেছেন কোনো রান না করেই।
দলীয় ৩৩ রানে সপ্তম উইকেটের পতন হলে লজ্জার এক রেকর্ড হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। শঙ্কা জাগে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের অল আউট হওয়ার। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত শান্ত-তাসকিনের ব্যাটে ৪৩-এর গেঁরো পার করে সফরকারীরা। এরপর অবশ্য বেশি দূর এগোতে পারেননি শান্ত। হারমারের বলে স্টাম্পড হয়ে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। পরের ওভারে মহারাজ ফিরিয়েছেন খালেদ আহমেদকে শূন্য রানে।
নিজের পরের ওভারে তাসকিন আহমেদকে (১৪) ফিরিয়ে মুড়িয়ে দিয়েছেন মহারাজ। দুই স্পিনার মিলেই বাংলাদেশের ১০ উইকেট তুলে নিয়েছেন। মহারাজ নিয়েছেন ৭টি আর হারমারের শিকার ৩ উইকেট।
ফাইনালে দুজনই ভারতের প্রতিযোগী। নারী দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপের বিজয়ী দেশটি থেকেই হবে—এক রকম নিশ্চিতই ছিল। প্রশ্ন ছিল ইতিহাস গড়বেন কে? ৩৮ বছরের কোনেরু হাম্পি, না ১৯ বছরের দিব্যা দেশমুখ। শেষ পর্যন্ত বাজিমাত করলেন দিব্যা। আজ টাইব্রেকারে হাম্পিকে হারিয়ে দাবায় ভারতের প্রথম নারী বিশ্বচ্যাম্পিয়নের গৌরব..
১ ঘণ্টা আগেতাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর বাল্যবন্ধু সিফাত সৌরভ। অভিযোগ করা হয়েছে, মদ্যপ অবস্থায় বন্ধুকে গাড়িতে উঠিয়ে মারধর করেছেন তাসকিন। বাংলাদেশের তারকা পেসার অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে আলোচনাও হচ্ছে বেশ। এবার ফেসবুকে এক পোস্টে নিজের অবস্থান
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ দিন বেন স্টোকস বোলিং করতে পারবেন কি না, এ নিয়ে ছিল সংশয়। তারপরও তিনি বল হাতে নিয়েছেন, যদিও বেশি ওভার বল করেননি। তবে লোকেশ রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন স্টোকসই। ফিট থাকলে হয়তো নিজেকে আরও নিংড়ে দিতেন ইংলিশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন শুধু ১১
২ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় ১২ বছর ধরে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই তাদের। এটাও একরকম বন্ধ হতে বসেছিল এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটকন নিহতের ঘটনায়।
২ ঘণ্টা আগে