Ajker Patrika

বাংলাদেশে না এসে সেই ম্যাক্সওয়েলরা আইপিএলই খেলবেন

আপডেট : ০১ জুলাই ২০২১, ১৪: ৫০
বাংলাদেশে না এসে সেই ম্যাক্সওয়েলরা আইপিএলই খেলবেন

ক্যারিবীয় সফর শেষে ২৯ জুলাই অ্যারন ফিঞ্চরা আসছেন বাংলাদেশে। আগস্টের প্রথম সপ্তাহে মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তাঁরা। এ দুই সফর থেকেই নাম সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার অনেক তারকা ক্রিকেটার। ব্যক্তিগত কারণ দেখিয়ে এ দুই সফর থেকে সরে দাঁড়ানো ক্রিকেটাররা ঠিকই খেলবেন সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে থাকছেন না ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটাররা। সফর থেকে খেলোয়াড়দের সরে যাওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ান প্রধান নির্বাচক ট্রেভর হানস। হতাশা লুকাতে পারেননি সাদা বলের সংস্করণে অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চও। এ দুই সফরে না গিয়ে আইপিএল খেললে সেটার ব্যাখ্যা দেওয়া কঠিন হবে বলেও জানান ফিঞ্চ। যদিও এবার জানা গেছে, সফরে আসতে অনিচ্ছুক ক্রিকেটারসহ আরব আমিরাতে আইপিএলের বাকি অংশে ২০ জন অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের দেখা মিলবে।

ওয়ার্নার, ম্যাক্সওয়েল ছাড়াও মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, ডেনিয়েল স্যামসসহ দুই সফর থেকে নাম তুলে নেওয়া ৯ জন ক্রিকেটার থাকছেন আইপিএলে। আইপিএলের বাকি অংশের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে বিভিন্ন দেশের খেলোয়াড় নিশ্চিত করতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে বিসিসিআই। আইপিএলে ক্যারিবীয় ক্রিকেটারদের থাকা নিশ্চিত করতে এর মধ্যে এগিয়ে আনা হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। বিসিসিআই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্রিকেটারদের নিশ্চিত করতেও। যদিও ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেই জানিয়েছে, জস বাটলার-এউইন মরগানরা থাকছেন না আইপিএলের বাকি অংশে।

গত মে মাসে যখন ভারতে আইপিএল স্থগিত হলো, তখন হোটেলে আটকে পড়া অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা ভারতের করোনা সংক্রমণ নিয়ে ভয়ংকর সব অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন। দেশে ফিরতেও তাঁদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম তুমুল সমালোচনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়ে। স্থগিত আইপিএল হবে আমিরাতে, এটি জেনে অবশ্য সুর বদলেছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা।

আর্থিক বিষয় তো আছেই, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভাবনায় হয়তো কাজ করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির বিষয়টিও। মরুর দেশেই যে হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ! বাংলাদেশের সঙ্গে না খেলে আইপিএল খেলেই হয়তো অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটাররা প্রস্তুতি সারতে চাইছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত