দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে ১১ বছর পর নারী টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ। তবু সিরিজ জেতা হলো না বাংলাদেশের মেয়েদের।
বেনোনিতে গত রোববার ডিসেম্বরের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর কিম্বার্লিতে বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তাতে সিরিজ জিততে হলে বাংলাদেশকে গত পরশু কিম্বার্লিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি জিততেই হতো। তবে এই ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজ ১-১ সমতায় ড্র করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে করেছে ৯৪ রান। এরপর রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৮ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পায়। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ ড্র করে বাংলাদেশের মেয়েরা।
দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজ-সেরা হয়েছেন স্বর্ণা আক্তার। ব্যাটিংয়ে ২৩ রান করেছেন এবং বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। বেনোনিতে গত রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৮ রানে নিয়েছেন ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার দিন তিনি হয়েছিলেন ম্যাচ-সেরা। দক্ষিণ আফ্রিকার মাঠে তা নারী ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেটে ১৪৯ রান করেছিল বাংলাদেশ, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারী ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। একই সঙ্গে তা দক্ষিণ আফ্রিকার মাঠেও বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ স্কোর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ পাঁচ স্কোর:
২৫৫ /২; প্রতিপক্ষ: মালদ্বীপ; ভেন্যু: পোখারা; ২০১৯
১৫৮ /১; প্রতিপক্ষ: যুক্তরাষ্ট্র; ভেন্যু: আবুধাবি; ২০২২
১৫২ /৭; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: লাহোর; ২০১৯
১৫১ /৪; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: ডাবলিন; ২০১৮
১৪৯ /২; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: বেনোনি; ২০২৩
দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারী ক্রিকেটারদের সেরা সাত বোলিং:
আনিসা মোহাম্মেদ (ওয়েস্ট ইন্ডিজ) : ১০ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: কেপটাউন; ২০০৯
শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) : ১২ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: ডারবান; ২০২১
অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া) : ১২ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: পার্ল; ২০২৩
সুন লুস (দক্ষিণ আফ্রিকা) : ১৪ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: জোহানেসবার্গ; ২০১৯
রেনুকা সিং (ভারত) : ১৫ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: পোর্ট এলিজাবেথ; ২০২৩
স্বর্ণা আক্তার (বাংলাদেশ) : ২৮ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: বেনোনি; ২০২৩
শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) : ৩০ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: জোহানেসবার্গ; ২০১৮
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে ১১ বছর পর নারী টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ। তবু সিরিজ জেতা হলো না বাংলাদেশের মেয়েদের।
বেনোনিতে গত রোববার ডিসেম্বরের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর কিম্বার্লিতে বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তাতে সিরিজ জিততে হলে বাংলাদেশকে গত পরশু কিম্বার্লিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি জিততেই হতো। তবে এই ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজ ১-১ সমতায় ড্র করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে করেছে ৯৪ রান। এরপর রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৮ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পায়। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ ড্র করে বাংলাদেশের মেয়েরা।
দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজ-সেরা হয়েছেন স্বর্ণা আক্তার। ব্যাটিংয়ে ২৩ রান করেছেন এবং বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। বেনোনিতে গত রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৮ রানে নিয়েছেন ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার দিন তিনি হয়েছিলেন ম্যাচ-সেরা। দক্ষিণ আফ্রিকার মাঠে তা নারী ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেটে ১৪৯ রান করেছিল বাংলাদেশ, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারী ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। একই সঙ্গে তা দক্ষিণ আফ্রিকার মাঠেও বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ স্কোর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ পাঁচ স্কোর:
২৫৫ /২; প্রতিপক্ষ: মালদ্বীপ; ভেন্যু: পোখারা; ২০১৯
১৫৮ /১; প্রতিপক্ষ: যুক্তরাষ্ট্র; ভেন্যু: আবুধাবি; ২০২২
১৫২ /৭; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: লাহোর; ২০১৯
১৫১ /৪; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: ডাবলিন; ২০১৮
১৪৯ /২; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: বেনোনি; ২০২৩
দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারী ক্রিকেটারদের সেরা সাত বোলিং:
আনিসা মোহাম্মেদ (ওয়েস্ট ইন্ডিজ) : ১০ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: কেপটাউন; ২০০৯
শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) : ১২ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: ডারবান; ২০২১
অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া) : ১২ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: পার্ল; ২০২৩
সুন লুস (দক্ষিণ আফ্রিকা) : ১৪ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: জোহানেসবার্গ; ২০১৯
রেনুকা সিং (ভারত) : ১৫ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: পোর্ট এলিজাবেথ; ২০২৩
স্বর্ণা আক্তার (বাংলাদেশ) : ২৮ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: বেনোনি; ২০২৩
শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) : ৩০ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: জোহানেসবার্গ; ২০১৮
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৫ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে