Ajker Patrika

১৬ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের ব্যাটিং ধস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৬ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের ব্যাটিং ধস

চাপ সামলিয়ে রানের গতি বাড়াচ্ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটে বড় স্কোরের পথেই এগোচ্ছিল পাকিস্তান। তবে প্রয়োজনের সময় এবারও এগিয়ে এলেন মোহাম্মদ সিরাজ। দারুণ এক নিচু স্লোয়ার ডেলিভারিতে বোল্ড করে ফেরালেন বাবরকে। তার আগে অবশ্য ২৯ তম ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। 

৫৮ বলে ৫০ রান করে ফিরেছেন বাবর। রিজওয়ানের সঙ্গে ১০৩ বলে গড়েছিলেন ৮২ রানের দারুণ এক জুটি। এর আগে পাকিস্তানের ওপেনিং জুটি ভেঙে শুরুতে ভারতকে ব্রেকথ্রু এনে দিয়েছিলেন সিরাজ। 

১৫৫ রানে বাবর আউট হওয়ার পর আবারও বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে তাঁরা। কুলদীপ যাদব ফিরিয়েছেন সৌদ শাকিল (৬) ও ইফতিখার আহমেদকে (৫)। ৪৯ রানে জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে ফিরেছেন রিজওয়ানও। এই প্রতিবেদন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৪ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান। 

এর আগে দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক ভালো শুরু করেছিলেন। তবে থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন গত ম্যাচে সেঞ্চুরি করা শফিক। ৮ম ওভারে সিরাজের দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শফিক। তাতে ভাঙে ৪১ রানের ওপেনিং জুটি। ২৪ বলে ২০ রান আসে শফিকের ব্যাট থেকে। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৯ রান তোলে পাকিস্তান। 

দ্বিতীয় উইকেটে বাবর ও ইমাম জুটি বড় করার চেষ্টা করেন। হার্দিক পান্ডিয়া বেশি দূর যেতে দেননি এই জুটি। ১৩ তম ওভারে ফেরান আরেক ওপেনার ইমামকে। ভাঙে বাবরের সঙ্গে ২৭ বলে ৩২ রানের জুটি। ৩৮ বলে ৩৬ রান করেছেন ইমাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত