বিপিএল দিয়ে নিজেকে বিশেষভাবে চিনিয়েছেন জাকের আলী অনিক। গতকাল তাঁকে আবার নতুনভাবে চিনল দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে ফিনিশারের ভূমিকায় থাকলেও তিনি ম্যাচটা জিতিয়ে ফিরতে পারেননি। তবু এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি জাকেরের ব্যাটিং। ৩ রানের জন্য হেরে গেলেও সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছয়ে ৬৮ রানের ইনিংস খেলেছেন জাকের।
‘লোকাল হিরো’র এমন ব্যাটিংয়ে উচ্ছ্বসিত সিলেটবাসী। গর্বিত তাঁর বোন সাংবাদিক শাকিলা ববিও। এশিয়ান গেমসের ম্যাচগুলো বাদ দিলে প্রথমবার বাংলাদেশ দলের হয়ে ‘অভিষেকে’ই এমন অসাধারণ ইনিংস খেলা ভাইকে নিয়ে গর্বিত না হয়ে কী পারা যায়! গতকাল ভাইয়ের খেলা দেখতে সন্তান সাইয়ারা হোসেন মেহেককে সঙ্গে নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে হাজির বোন শাকিলা ববি। সঙ্গে জাকেরের ভগ্নিপতি আলোকচিত্রী মামুন হোসেনও।
ভাইয়ের ছক্কাময় ইনিংস দেখার পর তাঁরা যান ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। সেখানে অন্য সাংবাদিকেরা জাকেরকে প্রশ্ন তো করেছেনই, শাকিলাও ভাইকে প্রশ্ন না করে পারেননি। তাঁদের প্রশ্ন ও প্রশ্নোত্তর শুনে মনেই হয়নি পারিবারিক সম্পর্ক দুজনের। জাতীয় দলে অভিষেক, সেটিও নিজের উঠান সিলেটে। স্থানীয় দর্শক জাকেরের নাম ধরে হর্ষধ্বনি করেছে, কেমন লেগেছে? বোনের এই প্রশ্নে জাকের বললেন, ‘আপু, সিলেটে সব সময়ই ভালো খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির ম্যাচেও অভিষেক। সবকিছুই ঠিক ছিল। যদি জিততে পারতাম, আরও ভালো লাগত।’
পরে বোনের অভিব্যক্তি নিয়ে জাকের অন্য আরেক সাংবাদিকের প্রশ্ন ধরে বলেন, ‘তিনি (শাকিলা ববি) তাঁর ভাইকে নিয়ে গর্বিত, অনেক খুশি।’
বিপিএল দিয়ে নিজেকে বিশেষভাবে চিনিয়েছেন জাকের আলী অনিক। গতকাল তাঁকে আবার নতুনভাবে চিনল দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে ফিনিশারের ভূমিকায় থাকলেও তিনি ম্যাচটা জিতিয়ে ফিরতে পারেননি। তবু এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি জাকেরের ব্যাটিং। ৩ রানের জন্য হেরে গেলেও সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছয়ে ৬৮ রানের ইনিংস খেলেছেন জাকের।
‘লোকাল হিরো’র এমন ব্যাটিংয়ে উচ্ছ্বসিত সিলেটবাসী। গর্বিত তাঁর বোন সাংবাদিক শাকিলা ববিও। এশিয়ান গেমসের ম্যাচগুলো বাদ দিলে প্রথমবার বাংলাদেশ দলের হয়ে ‘অভিষেকে’ই এমন অসাধারণ ইনিংস খেলা ভাইকে নিয়ে গর্বিত না হয়ে কী পারা যায়! গতকাল ভাইয়ের খেলা দেখতে সন্তান সাইয়ারা হোসেন মেহেককে সঙ্গে নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে হাজির বোন শাকিলা ববি। সঙ্গে জাকেরের ভগ্নিপতি আলোকচিত্রী মামুন হোসেনও।
ভাইয়ের ছক্কাময় ইনিংস দেখার পর তাঁরা যান ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। সেখানে অন্য সাংবাদিকেরা জাকেরকে প্রশ্ন তো করেছেনই, শাকিলাও ভাইকে প্রশ্ন না করে পারেননি। তাঁদের প্রশ্ন ও প্রশ্নোত্তর শুনে মনেই হয়নি পারিবারিক সম্পর্ক দুজনের। জাতীয় দলে অভিষেক, সেটিও নিজের উঠান সিলেটে। স্থানীয় দর্শক জাকেরের নাম ধরে হর্ষধ্বনি করেছে, কেমন লেগেছে? বোনের এই প্রশ্নে জাকের বললেন, ‘আপু, সিলেটে সব সময়ই ভালো খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির ম্যাচেও অভিষেক। সবকিছুই ঠিক ছিল। যদি জিততে পারতাম, আরও ভালো লাগত।’
পরে বোনের অভিব্যক্তি নিয়ে জাকের অন্য আরেক সাংবাদিকের প্রশ্ন ধরে বলেন, ‘তিনি (শাকিলা ববি) তাঁর ভাইকে নিয়ে গর্বিত, অনেক খুশি।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১০ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে