টেস্ট ক্রিকেটের দর্শনই পরিবর্তন করে দিয়েছে ইংল্যান্ড। গত বছর থেকে ‘বাজবল’ তত্ত্বে ক্রিকেটের অভিজাত সংস্করণ খেলছে তারা। আক্রমণাত্মক ধরনে খেলে সংস্করণটির রোমাঞ্চও বাড়িয়ে দিয়েছে ইংলিশরা। এখন পর্যন্ত সাফল্যের হারও তাদের নতুন তত্ত্বের পক্ষে।
যার সর্বশেষ উদাহরণ হচ্ছে এবারের অ্যাশেজের ফল। প্রথম দুই টেস্টে হেরেও সিরিজে ২–২ সমতা। চতুর্থ টেস্ট বৃষ্টিতে ভেসে না গেলে ফলটা ইংল্যান্ডের পক্ষেও যেতে পারত। বেন স্টোকস–জনি বেয়ারস্টোদের মতো এমন দর্শনে ভারত খেলবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। কারণ, ভারতের ব্যাটাররা টেকনিক্যালি বেশ এগিয়ে এবং বাউন্ডারি মারতেও বেশ দক্ষ।
তবে বাজবলের এই দর্শন ভারতের সঙ্গে যায় না বলে জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, ভারত এভাবে খেললে দুই টেস্ট হারলে পরের টেস্টে অন্তত চারজন খেলোয়াড় দল থেকে বাদ পড়বে। নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন এই অফ স্পিনার।
অশ্বিন নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন এভাবে, ‘ধরা যাক, ভারত বাজবলে খেলা শুরু করল এবং ধরে নিন হ্যারি ব্রুকের মতো কেউ একজন ব্যাটিং করল এবং সে আউট হলো। সঙ্গে আমরা দুটি টেস্ট হেরে গেলাম। আমরা তখন কী করব? আমরা কী বাজবল এবং খেলোয়াড়দের সমর্থন করব? না, আমরা একাদশ থেকে অন্তত চারজন খেলোয়াড় বাদ দেব। তার কারণ হচ্ছে আমাদের সংস্কৃতি সব সময়ই এমনই।’
ইংল্যান্ডের সংস্কৃতির সঙ্গে এটা মানিয়ে গেছে এবং তাদের ম্যানেজমেন্ট এই ধরনকে সমর্থন করে বলে তারা খেলেন এমনটা মনে করেন অশ্বিন। টেস্টে ৪৮৯ উইকেটশিকারি বলেছেন, ‘এটা তাদের (ইংল্যান্ড) জন্য কাজ করে কারণ তাদের ম্যানেজমেন্ট এই খেলার ধরনকে সমর্থন করে। তাদের নির্বাচকেরাও খেলোয়াড়দের এভাবে খেলতে সমর্থন করে। প্রকৃতপক্ষে, তাদের দর্শক এবং যারা টেস্ট দেখে তারাও এই দর্শনকে সমর্থন করছে। কিন্তু আমরা এটা করতে পারি না।’
এই মুহূর্তে ভারত টেস্টে ভালো করছে এমনটি জানিয়েছেন অশ্বিন। এবং নিজেরাও নতুন এক পরিবর্তনে খেলবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ভারতীয় অলরাউন্ডার বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা বেশ ভালো খেলছি। শিগগিরই আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাব এবং সে সময় হয়তো পরিস্থিতি সহজ থাকবে না।’
টেস্ট ক্রিকেটের দর্শনই পরিবর্তন করে দিয়েছে ইংল্যান্ড। গত বছর থেকে ‘বাজবল’ তত্ত্বে ক্রিকেটের অভিজাত সংস্করণ খেলছে তারা। আক্রমণাত্মক ধরনে খেলে সংস্করণটির রোমাঞ্চও বাড়িয়ে দিয়েছে ইংলিশরা। এখন পর্যন্ত সাফল্যের হারও তাদের নতুন তত্ত্বের পক্ষে।
যার সর্বশেষ উদাহরণ হচ্ছে এবারের অ্যাশেজের ফল। প্রথম দুই টেস্টে হেরেও সিরিজে ২–২ সমতা। চতুর্থ টেস্ট বৃষ্টিতে ভেসে না গেলে ফলটা ইংল্যান্ডের পক্ষেও যেতে পারত। বেন স্টোকস–জনি বেয়ারস্টোদের মতো এমন দর্শনে ভারত খেলবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। কারণ, ভারতের ব্যাটাররা টেকনিক্যালি বেশ এগিয়ে এবং বাউন্ডারি মারতেও বেশ দক্ষ।
তবে বাজবলের এই দর্শন ভারতের সঙ্গে যায় না বলে জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, ভারত এভাবে খেললে দুই টেস্ট হারলে পরের টেস্টে অন্তত চারজন খেলোয়াড় দল থেকে বাদ পড়বে। নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন এই অফ স্পিনার।
অশ্বিন নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন এভাবে, ‘ধরা যাক, ভারত বাজবলে খেলা শুরু করল এবং ধরে নিন হ্যারি ব্রুকের মতো কেউ একজন ব্যাটিং করল এবং সে আউট হলো। সঙ্গে আমরা দুটি টেস্ট হেরে গেলাম। আমরা তখন কী করব? আমরা কী বাজবল এবং খেলোয়াড়দের সমর্থন করব? না, আমরা একাদশ থেকে অন্তত চারজন খেলোয়াড় বাদ দেব। তার কারণ হচ্ছে আমাদের সংস্কৃতি সব সময়ই এমনই।’
ইংল্যান্ডের সংস্কৃতির সঙ্গে এটা মানিয়ে গেছে এবং তাদের ম্যানেজমেন্ট এই ধরনকে সমর্থন করে বলে তারা খেলেন এমনটা মনে করেন অশ্বিন। টেস্টে ৪৮৯ উইকেটশিকারি বলেছেন, ‘এটা তাদের (ইংল্যান্ড) জন্য কাজ করে কারণ তাদের ম্যানেজমেন্ট এই খেলার ধরনকে সমর্থন করে। তাদের নির্বাচকেরাও খেলোয়াড়দের এভাবে খেলতে সমর্থন করে। প্রকৃতপক্ষে, তাদের দর্শক এবং যারা টেস্ট দেখে তারাও এই দর্শনকে সমর্থন করছে। কিন্তু আমরা এটা করতে পারি না।’
এই মুহূর্তে ভারত টেস্টে ভালো করছে এমনটি জানিয়েছেন অশ্বিন। এবং নিজেরাও নতুন এক পরিবর্তনে খেলবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ভারতীয় অলরাউন্ডার বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা বেশ ভালো খেলছি। শিগগিরই আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাব এবং সে সময় হয়তো পরিস্থিতি সহজ থাকবে না।’
পাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
৪ মিনিট আগেচোট খুব গুরুতর নয়, তবু লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা রাখল ইন্টার মায়ামি। আপাতত তাই অনির্দষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে।
২০ মিনিট আগেভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
৩ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
৩ ঘণ্টা আগে