হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন দিন বেশ দাপটের সঙ্গে খেলেছিল ভারত। চতুর্থ দিনে এসে ম্যাচের ভোল পাল্টে যায়। ভারতের নাগাল থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
টস জিতে হায়দরাবাদে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সফরকারীরা অলআউট হয়েছে ২৪৬ রানে। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৩৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল করেন ৮৬ রান ও ৮০ রান। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ঘাটতি দেখছেন প্রথম ইনিংসেই। যেখানে স্বাগতিকদের তিন ব্যাটার ৮০ এর ওপরে রান করলেও সেগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আমরা কোনো সেঞ্চুরি পাইনি। আপনারা জানেন আমাদের কেউই বড় সেঞ্চুরি করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে, ৭০ থেকে ৮০ রানের ইনিংসগুলো আমরা ফেলে এসেছি। সম্ভবত ৭০ রান কম করেছি আমরা। কন্ডিশন দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের উপযোগী ছিল। আমি মনে করি, ভালো শুরু করেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’
ভারতের মাঠে টেস্টে সর্বোচ্চ ৩৮৭ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০০৮ এর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়ে ভারত। এটাই ভারতে ৩০০ বা তার বেশি রান তাড়া করে একমাত্র জয়ের রেকর্ড। ২০০ থেকে ৩০০ এর মধ্যে রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে আটবার। যেখানে ২০৩ রান তাড়া করে ২০০৭ সালে দিল্লিতে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। নিজেদের মাঠে ভারত সর্বশেষ ২৬২ রান তাড়া করে ২০১২ সালে বেঙ্গালুরুতে জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্রাবিড় বলেন, ‘দ্বিতীয় ইনিংস সব সময় চ্যালেঞ্জিং হয়। এখানে ২৩০ তাড়া করে জেতা সহজ না। সব সময় সম্ভবও হয় না।’
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন দিন বেশ দাপটের সঙ্গে খেলেছিল ভারত। চতুর্থ দিনে এসে ম্যাচের ভোল পাল্টে যায়। ভারতের নাগাল থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
টস জিতে হায়দরাবাদে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সফরকারীরা অলআউট হয়েছে ২৪৬ রানে। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৩৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল করেন ৮৬ রান ও ৮০ রান। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ঘাটতি দেখছেন প্রথম ইনিংসেই। যেখানে স্বাগতিকদের তিন ব্যাটার ৮০ এর ওপরে রান করলেও সেগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আমরা কোনো সেঞ্চুরি পাইনি। আপনারা জানেন আমাদের কেউই বড় সেঞ্চুরি করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে, ৭০ থেকে ৮০ রানের ইনিংসগুলো আমরা ফেলে এসেছি। সম্ভবত ৭০ রান কম করেছি আমরা। কন্ডিশন দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের উপযোগী ছিল। আমি মনে করি, ভালো শুরু করেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’
ভারতের মাঠে টেস্টে সর্বোচ্চ ৩৮৭ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০০৮ এর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়ে ভারত। এটাই ভারতে ৩০০ বা তার বেশি রান তাড়া করে একমাত্র জয়ের রেকর্ড। ২০০ থেকে ৩০০ এর মধ্যে রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে আটবার। যেখানে ২০৩ রান তাড়া করে ২০০৭ সালে দিল্লিতে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। নিজেদের মাঠে ভারত সর্বশেষ ২৬২ রান তাড়া করে ২০১২ সালে বেঙ্গালুরুতে জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্রাবিড় বলেন, ‘দ্বিতীয় ইনিংস সব সময় চ্যালেঞ্জিং হয়। এখানে ২৩০ তাড়া করে জেতা সহজ না। সব সময় সম্ভবও হয় না।’
টেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
৬ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৪৩ মিনিট আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
১ ঘণ্টা আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
২ ঘণ্টা আগে