Ajker Patrika

রাজার চেয়ার নিয়ে টানাটানি

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

‘রাজা যায় রাজা আসে’ নামের এক কাব্যগ্রন্থ লিখেছিলেন কবি আবুল হাসান। কথায় আছে, আজ যে আমির, কাল সে ফকির। ক্ষমতাও একদিন নিঃশেষিত হয়। আরেকবার সেই চিরন্তন সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন রমিজ রাজা। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথমবার ঘরের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এখন রাজার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়েছে।

পাকিস্তানের জিও নিউজ-সহ অনেক গণমাধ্যম ইতিমধ্যে দাবি করেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজাকে। অবশ্য এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

তবে অনুমান করা হচ্ছে, পিসিবির চেয়ারম্যান পদে রদবদল আসছে শিগগিরই। রাজার স্থলাভিষিক্ত হতে পারেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ঘনিষ্ঠজন নাজাম শেঠি। গত বছর সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ পদের চাকরিতে যোগদান করেন দেশটির জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিন বছরের জন্য রাজার মেয়াদ ছিল।

কিন্তু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা ছাড়ার পর থেকে নড়বড়ে হয়ে যায় তাঁর চেয়ার। সাবেক সতীর্থের আনুকূল্যে চাকরিটা পেয়েছিলেন তিনি। ইমরান খান ক্ষমতা ছাড়লেও অবশ্য রাজাকে পদ ছাড়তে হয়নি। তবে এবার ইংলিশদের 'বাজবল' ক্রিকেটের সামনে বাবর আজমদের ব্যর্থতায় কোপটা পড়ছে ৬০ বছর বয়সী চেয়ারম্যানের গর্দানে।

রাজার আমলে অবশ্য বেশ সফলতার সঙ্গে এগিয়ে চলছিল পাকিস্তানের ক্রিকেট। কিন্তু হঠাৎ সবকিছু তছনছ হতে বসেছে ১৭ বছর পর সফরে যাওয়া ইংল্যান্ডের সিরিজ জয়ে। ‍তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নাম শোনা যাওয়া ৭৩ বছর বয়সী শেঠি এর আগেও পিসিবির চেয়ারম্যান পদে ছিলেন। ২০১৩-১৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হন রাজা। পাকিস্তানের ইতিহাসে চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় তাঁকে। এর আগে ইজাজ বাট, জাভেদ বুর্কি ও আবদুল হাফিজ কারদার এই পদ অলঙ্কৃত করেছিলেন। পিসিবি প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লাগেন রাজা। তার জন্য বেশ প্রশংসিতও হোন তিনি। এর আগে ২০০৩-০৪ পর্যন্ত এই দায়িত্বে দেখা যায় তাঁকে। পিসিবিতেও নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারের মতোন উত্থান-পতনের ভেতর দিয়ে যেতে হচ্ছে রাজাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত