Ajker Patrika

ভারতীয় তরুণ ক্রিকেটারকে দেখতে মেয়েরা এত ‘পাগল’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৫: ৫৪
বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা করেছেন দুই নারী ভক্ত। ছবি: রাজস্থান রয়্যালস
বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা করেছেন দুই নারী ভক্ত। ছবি: রাজস্থান রয়্যালস

আইপিএলে ঝোড়ো ব্যাটিংয়ে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। ফর্মটা টেনে নিয়ে গেছেন ইংল্যান্ডের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজেও। ১৪ বছর বয়সে রানের বন্যা বইয়ে দেওয়া এই ক্রিকেটারের খ্যাতি বাড়ছে তরতর করে। এমনকি সূর্যবংশীকে দেখতে দূরদূরান্ত থেকে আসেন নারী ভক্তরাও।

ভারত-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ৭ জুলাই। সিরিজের শেষ দুই ওয়ানডে হয়েছে ওরচেস্টারশায়ার শহরে। সূর্যবংশীও আছেন সেই শহরে। ১৪ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটারকে দেখতে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে এসেছেন আনায়া ও রিভা নামের দুই মেয়ে। আনায়া, রিভা দুই মেয়ে পরেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের জার্সি। দুই নারী ভক্তর সঙ্গে ছবি তোলেন সূর্যবংশী। রাজস্থান রয়্যালস গতকাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সেই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘আমাদের ভক্তরা কেন সেরা, এটাই তার প্রমাণ। ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ওরচেস্টারে এসেছেন (দুই নারী ভক্ত)। গোলাপি জার্সি পরে বৈভব ও ভারতীয় দলকে উৎসাহ জুগিয়েছেন।’

অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ভারত। সিরিজে সর্বোচ্চ ৩৫৫ রান করেন সূর্যবংশী। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৭১ গড় ও ১৭৪.০১ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। ৩০ চার ও ২৯ ছক্কা মেরেছেন। যার মধ্যে ৫ জুলাই ওরচেস্টারশায়ারে চতুর্থ ওয়ানডেতে ৫২ বলে সেঞ্চুরি করে যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। সেই ম্যাচে ৭৮ বলে করেন ১৪৩ রান।

ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজের আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন সূর্যবংশী। আইপিএল ক্যারিয়ারে বিশাল ছক্কা মেরে শুরু করে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। এ ছাড়া গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম লেখান সূর্যবংশী। টুর্নামেন্টে ৭ ম্যাচে ৩৬ গড় ও ২০৬.৫৫ স্ট্রাইকরেটে করেন ২৫২ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত