Ajker Patrika

বাংলাদেশ চাপে পড়ার পর বৃষ্টি, বন্ধ খেলা  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৫: ৫৫
বাংলাদেশ চাপে পড়ার পর বৃষ্টি, বন্ধ খেলা  

বৃষ্টির শঙ্কা ম্যাচের আগের দিন থেকেই ছিল। আজও মেঘে ঢাকা আকাশ সঙ্গী করে প্রথম ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ ইনিংসের ১৫.১ ওভারের সময় শঙ্কা সত্যি করে বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে আপাতত খেলা বন্ধ আছে।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে চাপে আছে বাংলাদেশ। শুরুটা তামিম ইকবালকে দিয়ে। পুরোপুরি ফিট না হয়ে তামিমের খেলতে নামা নিয়ে অবশ্য বিতর্ক ছিল। সেই বিতর্ক চাপা দিতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। আরেকবার ফজল হক ফারুকীর শিকারে পরিণত হয়ে ফিরেছেন ২১ বলে ১৩ রান করে।

তামিমের পর দ্রুত আরও ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২০ ওভারের আগেই ৩ উইকেট হারিয়ে এই মুহূর্তে কিছুটা চাপে আছে স্বাগতিকেরা। উইকেটে আছেন সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। তামিম-লিটনের ওপেনিং জুটি ভাঙে ৩০ রানে। এরপর দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছিলেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। 

লিটন-শান্ত জুটি ভাঙে লিটনের আলসে শটে। আগের ওভারে সেলিম সাফিকে দারুণ এক পুলে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন। সেটি ছিল বাংলাদেশ ইনিংসের প্রথম ছক্কা। পরের ওভারে মুজিব উর রহমানকে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন লিটন। ৩৫ বলে ২ চার ও ১ ছয়ে ২৯ রানে শেষ হয় তাঁর ইনিংস। 

লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি শান্ত। মোহাম্মদ নবির বলে সাফির হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তাঁর ১২ রানের ইনিংস। ১৬ বলের ইনিংসে ২ চার শান্তর ইনিংসে। বৃষ্টি নামার আগে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে ৪ রানে সাকিব ও ৮ রানে হৃদয় অপরাজিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত