Ajker Patrika

আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে বাংলাদেশ যুবাদের দল ঘোষণা করা হয়। আগামীকাল একদিনের ম্যাচ দিয়ে সিলেটে শুরু হচ্ছে আফগানদের বিপক্ষে সিরিজ।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এসএম মেহেরব হাসানকে। সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন আইচ মোল্লা। এই সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিশ্বকাপ প্রস্তুতি। সিরিজ সামনে রেখে দুই সপ্তাহ আগে থেকেই সিলেটে ক্যাম্প শুরু করে যুবারা।

১৮ সদস্যের দলে তিনজন ওপেনার রেখেছেন নির্বাচকেরা। মিডল অর্ডার ব্যাটসম্যান আছেন সাতজন। বোলিং বিভাগটাও বেশ সমৃদ্ধ। চার পেসারের সঙ্গে দলে রয়েছেন তিন স্পিনার। অলরাউন্ডার আছেন একজন।

সেপ্টেম্বরের ১২,১৪, ১৭ ও ১৯ তারিখ হবে চারটি একদিনের ম্যাচ। একমাত্র চার দিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: মোফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহেরাব হাসান (অধিনায়ক), খালিদ হাসান, আইচ মোল্লা, আবদুল্লাহ আল মামুন, গাজি মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুজ্জামান, মহিউদ্দিন তারেক, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ও গোলাম কিবরিয়া।

রিজার্ভ: আরিফ আহমেদ অনিক, শাহরিয়ার আল মাহিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত