ক্রীড়া ডেস্ক
গ্র্যান্ড স্লাম থেকে বিদায়টা স্মরণীয় হলো না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রানারআপ হয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ইতি টানলেন সানিয়া। তবু ভারতীয় নারী এই টেনিস তারকার এমন বিদায়ে হতাশ নন শোয়েব মালিক। পাকিস্তানি এই ব্যাটার তাঁর স্ত্রীর অর্জনে গর্বিত।
গতকাল রড লেভার এরিনাতে মিক্সড ডাবলস ফাইনালে সানিয়ার সঙ্গে খেলেছেন রোহান বোপান্না। সানিয়া-রোহান জুটির প্রতিপক্ষ ছিল ব্রাজিলের রাফায়েল মাতোস-লুইসা স্টেফানি। সরাসরি সেটে হেরে রানারআপ হয় সানিয়া-বোপান্না জুটি। যেখানে প্রথম সেটে ৬-৭ ও দ্বিতীয় সেটে ২-৬ গেমে জেতেন মাতোস ও স্টেফানি।
রানারআপ হলেও সানিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন মালিক। স্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানি ব্যাটার টুইট করেছেন, ‘ক্রীড়াঙ্গনে সব নারীর কাছে তুমি আশার প্রতীক। ক্যারিয়ারে যত কিছু অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের অনুপ্রেরণা। এভাবেই এগিয়ে যাও। অসাধারণ ক্যারিয়ারের জন্য অনেক অভিনন্দন।’
ক্যারিয়ারে গ্র্যান্ড স্লামে একক ফাইনাল খেলা হয়নি সানিয়ার। তবে ডাবলে তিনি মোট ৬টি শিরোপা জিতেছেন। যার মধ্যে মিক্সড ডাবল জিতেছেন তিনবার। ৬ বারের মধ্যে দুইবার করে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন। ২০১৬ তে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবল ও ২০০৯ তে এই টুর্নামেন্টের মিক্সড ডাবলস জিতেছেন ভারতীয় এই নারী টেনিস তারকা।
গ্র্যান্ড স্লাম থেকে বিদায়টা স্মরণীয় হলো না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রানারআপ হয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ইতি টানলেন সানিয়া। তবু ভারতীয় নারী এই টেনিস তারকার এমন বিদায়ে হতাশ নন শোয়েব মালিক। পাকিস্তানি এই ব্যাটার তাঁর স্ত্রীর অর্জনে গর্বিত।
গতকাল রড লেভার এরিনাতে মিক্সড ডাবলস ফাইনালে সানিয়ার সঙ্গে খেলেছেন রোহান বোপান্না। সানিয়া-রোহান জুটির প্রতিপক্ষ ছিল ব্রাজিলের রাফায়েল মাতোস-লুইসা স্টেফানি। সরাসরি সেটে হেরে রানারআপ হয় সানিয়া-বোপান্না জুটি। যেখানে প্রথম সেটে ৬-৭ ও দ্বিতীয় সেটে ২-৬ গেমে জেতেন মাতোস ও স্টেফানি।
রানারআপ হলেও সানিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন মালিক। স্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানি ব্যাটার টুইট করেছেন, ‘ক্রীড়াঙ্গনে সব নারীর কাছে তুমি আশার প্রতীক। ক্যারিয়ারে যত কিছু অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের অনুপ্রেরণা। এভাবেই এগিয়ে যাও। অসাধারণ ক্যারিয়ারের জন্য অনেক অভিনন্দন।’
ক্যারিয়ারে গ্র্যান্ড স্লামে একক ফাইনাল খেলা হয়নি সানিয়ার। তবে ডাবলে তিনি মোট ৬টি শিরোপা জিতেছেন। যার মধ্যে মিক্সড ডাবল জিতেছেন তিনবার। ৬ বারের মধ্যে দুইবার করে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন। ২০১৬ তে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবল ও ২০০৯ তে এই টুর্নামেন্টের মিক্সড ডাবলস জিতেছেন ভারতীয় এই নারী টেনিস তারকা।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে