রেকর্ড গড়া যেন বিরাট কোহলির কাছে সবচেয়ে সহজ কাজ। ব্যাটিংয়ের পাশাপাশি পুরস্কার জয়ের রেকর্ডও তিনি নিজের নামে লিখেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটার আজ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। কোহলির এই রেকর্ডের কথা জানতেনই না ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আজ শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। টেস্ট ইতিহাসে ১০০ তম ম্যাচ খেলতে যাচ্ছে এই দুই দল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কোহলি খেলতে যাচ্ছেন ১১১ তম ম্যাচ। আর ভারতীয় এই ব্যাটারের কাছে তা ৫০০ তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সংখ্যা নিয়ে দ্রাবিড়ের তেমন একটা ধারণা নেই ঠিকই। তবে কোহলির এই মাইলফলকের ম্যাচের কথা শুনে খুশি হয়েছেন ভারতের প্রধান কোচ। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিকদের দ্রাবিড় বলেন, ‘আমি জানতাম না যে এটা তার ৫০০ তম ম্যাচ। সংখ্যা নিয়ে আমি তেমন একটা জানি না। শুনে খুব ভালো লাগছে। এটা খুব দারুণ। নিঃসন্দেহে সে তার দলের অনেক খেলোয়াড়ের কাছেই অনুপ্রেরণা।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯৯ ম্যাচ খেলে ২৫৪৬১ রান করেছেন। গড় ৫৩.৪৮ ও করেছেন ৭৫ সেঞ্চুরি। সেঞ্চুরির সংখ্যায় তাঁর (কোহলি) ওপরে আছেন শুধুই শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার। কোহলির এই পরিসংখ্যান প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘তার (কোহলি) সংখ্যা ও পরিসংখ্যান সেগুলোর পক্ষেই কথা বলবে। এগুলো সব বইয়ে থাকবে। আমার কাছে যেটা ভালো লাগে তা হলো: তার কঠোর পরিশ্রম। যা অনেকেই দেখে না। এ কারণেই সে ৫০০ ম্যাচ খেলতে পারছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ:
শচীন টেন্ডুলকার (ভারত): ৬৬৪
মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা): ৬৫২
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা): ৫৯৪
সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা): ৫৮৬
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): ৫৬০
মহেন্দ্র সিং ধোনি (ভারত): ৫৩৮
শহীদ আফ্রিদি (পাকিস্তান): ৫২৪
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ৫১৯
রাহুল দ্রাবিড় (ভারত): ৫০৯
ইনজামাম-উল-হক (পাকিস্তান): ৪৯৯
বিরাট কোহলি (ভারত): ৪৯৯
রেকর্ড গড়া যেন বিরাট কোহলির কাছে সবচেয়ে সহজ কাজ। ব্যাটিংয়ের পাশাপাশি পুরস্কার জয়ের রেকর্ডও তিনি নিজের নামে লিখেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটার আজ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। কোহলির এই রেকর্ডের কথা জানতেনই না ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আজ শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। টেস্ট ইতিহাসে ১০০ তম ম্যাচ খেলতে যাচ্ছে এই দুই দল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কোহলি খেলতে যাচ্ছেন ১১১ তম ম্যাচ। আর ভারতীয় এই ব্যাটারের কাছে তা ৫০০ তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সংখ্যা নিয়ে দ্রাবিড়ের তেমন একটা ধারণা নেই ঠিকই। তবে কোহলির এই মাইলফলকের ম্যাচের কথা শুনে খুশি হয়েছেন ভারতের প্রধান কোচ। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিকদের দ্রাবিড় বলেন, ‘আমি জানতাম না যে এটা তার ৫০০ তম ম্যাচ। সংখ্যা নিয়ে আমি তেমন একটা জানি না। শুনে খুব ভালো লাগছে। এটা খুব দারুণ। নিঃসন্দেহে সে তার দলের অনেক খেলোয়াড়ের কাছেই অনুপ্রেরণা।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯৯ ম্যাচ খেলে ২৫৪৬১ রান করেছেন। গড় ৫৩.৪৮ ও করেছেন ৭৫ সেঞ্চুরি। সেঞ্চুরির সংখ্যায় তাঁর (কোহলি) ওপরে আছেন শুধুই শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার। কোহলির এই পরিসংখ্যান প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘তার (কোহলি) সংখ্যা ও পরিসংখ্যান সেগুলোর পক্ষেই কথা বলবে। এগুলো সব বইয়ে থাকবে। আমার কাছে যেটা ভালো লাগে তা হলো: তার কঠোর পরিশ্রম। যা অনেকেই দেখে না। এ কারণেই সে ৫০০ ম্যাচ খেলতে পারছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ:
শচীন টেন্ডুলকার (ভারত): ৬৬৪
মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা): ৬৫২
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা): ৫৯৪
সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা): ৫৮৬
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): ৫৬০
মহেন্দ্র সিং ধোনি (ভারত): ৫৩৮
শহীদ আফ্রিদি (পাকিস্তান): ৫২৪
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ৫১৯
রাহুল দ্রাবিড় (ভারত): ৫০৯
ইনজামাম-উল-হক (পাকিস্তান): ৪৯৯
বিরাট কোহলি (ভারত): ৪৯৯
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৫ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে