ক্রিকেটে ১ রানের জয় কম নেই। গত সপ্তাহে পিএসএলের ফাইনালে মুলতান সুলতানকে ১ রানে হারিয়ে শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। তেমন আরেকটি ম্যাচের মীমাংসা হলো হারারেতে। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিকেরা।
জয়ের জন্য শেষ ওভারে ডাচদের দরকার ছিল ১৯ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। কিন্তু অসাধ্যসাধন করতে পারেনি নেদারল্যান্ডস। টেন্ডাই চাতারাকে প্রথম বলে চার মেরে জয়ের পাল্লাটা নিজেদের নিয়ে গিয়েছিলেন রায়ান ক্লেইন। পঞ্চম বলে ফ্রেড ক্লাসেন ছয় হাঁকিয়ে ব্যবধানটা আরও কমিয়ে আনেন।
শেষ বলে আরেকটি চার মারলেই জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নিতে পারত ডাচরা। কিন্তু সেটি আর করতে পারেনি। বাউন্ডারি হাঁকাতে না পারায় দৌড়ে রান নিচ্ছিলেন ক্লাসেন ও ক্লেইন। ২ রান নিতে পারলেও জয়ের কাজটা আরা সারতে পারেননি তাঁরা। রানআউট হোন ক্লেইন। ২৭২ রানের লক্ষ্য তাড়া করা ডাচরা অলআউট হয় ২৭০ রানে।
শেষের এই রোমাঞ্চের আগে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন ওয়েসলি মাধেভেরে। ব্যাট হাতে ৪৩ রান করে জিম্বাবুয়ের শক্ত ভিতটা গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর বোলিংয়ে এসে করলেন হ্যাটট্রিক। ১৫ ওভার বাকি থাকতে ২ উইকেটে ১৬৬ রান করে জয়ের সুবাস পাচ্ছিল ডাচরা। সেখান থেকে ২১৩ রানে নেই ৬ উইকেট। ৪৪ তম ওভারের প্রথম তিন বলে টানা তিন ব্যাটারকে ফেরান মাধেভেরে। ম্যাচসেরাও তিনি।
জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রাখেন সিকান্দার রাজাও। ৮১ রান করা ওপেনার ম্যাক্স ও’ডাউডকে না ফেরালে জয় পাওয়া মুশকিল হয়ে পড়ত তাদের। ৩ উইকেট নিয়েছেন রাজাও।
ক্রিকেটে ১ রানের জয় কম নেই। গত সপ্তাহে পিএসএলের ফাইনালে মুলতান সুলতানকে ১ রানে হারিয়ে শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। তেমন আরেকটি ম্যাচের মীমাংসা হলো হারারেতে। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিকেরা।
জয়ের জন্য শেষ ওভারে ডাচদের দরকার ছিল ১৯ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। কিন্তু অসাধ্যসাধন করতে পারেনি নেদারল্যান্ডস। টেন্ডাই চাতারাকে প্রথম বলে চার মেরে জয়ের পাল্লাটা নিজেদের নিয়ে গিয়েছিলেন রায়ান ক্লেইন। পঞ্চম বলে ফ্রেড ক্লাসেন ছয় হাঁকিয়ে ব্যবধানটা আরও কমিয়ে আনেন।
শেষ বলে আরেকটি চার মারলেই জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নিতে পারত ডাচরা। কিন্তু সেটি আর করতে পারেনি। বাউন্ডারি হাঁকাতে না পারায় দৌড়ে রান নিচ্ছিলেন ক্লাসেন ও ক্লেইন। ২ রান নিতে পারলেও জয়ের কাজটা আরা সারতে পারেননি তাঁরা। রানআউট হোন ক্লেইন। ২৭২ রানের লক্ষ্য তাড়া করা ডাচরা অলআউট হয় ২৭০ রানে।
শেষের এই রোমাঞ্চের আগে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন ওয়েসলি মাধেভেরে। ব্যাট হাতে ৪৩ রান করে জিম্বাবুয়ের শক্ত ভিতটা গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর বোলিংয়ে এসে করলেন হ্যাটট্রিক। ১৫ ওভার বাকি থাকতে ২ উইকেটে ১৬৬ রান করে জয়ের সুবাস পাচ্ছিল ডাচরা। সেখান থেকে ২১৩ রানে নেই ৬ উইকেট। ৪৪ তম ওভারের প্রথম তিন বলে টানা তিন ব্যাটারকে ফেরান মাধেভেরে। ম্যাচসেরাও তিনি।
জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রাখেন সিকান্দার রাজাও। ৮১ রান করা ওপেনার ম্যাক্স ও’ডাউডকে না ফেরালে জয় পাওয়া মুশকিল হয়ে পড়ত তাদের। ৩ উইকেট নিয়েছেন রাজাও।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে