আইসিসি ইভেন্টে এমন অফ ফর্মে বিরাট কোহলিকে সবশেষ কবে দেখা গেছে, সেটা খুঁজে বের করা একটু কঠিনই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক, দুবারের ম্যান অব দ্য টুর্নামেন্ট তিনি। সেখানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি বেশ ধুঁকছেন। তবে ফাইনালে ভারতীয় এই তারকা ব্যাটার দারুণ কিছু করবেন বলে আশা রোহিত শর্মার।
এবারের বিশ্বকাপে ৭ ম্যাচে কোহলি করেছেন ৭৫ রান। গড় ১০.৭১ ও স্ট্রাইকরেট ১০০। কোনো কিছুই কিং কোহলির পক্ষে কথা বলছে না। সর্বোচ্চ ৩৭ রান করেছেন বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগায় সুপার এইটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যে দুবার শূন্য রানে আউট হয়েছেন, দুটিই হয়েছে এবার। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাক। গায়ানায় গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ৯ বলে ৯ রান করে ইংল্যান্ডের বাঁহাতি পেসার রিস টপলির বলে বোল্ড হয়ে ফিরেছেন।
‘প্রতিশোধের’ ম্যাচে ইংল্যান্ডকে গত রাতে ৬৮ রানে হারিয়ে ভারত উঠে গেছে ফাইনালে। বার্বাডোজে আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ইংলিশবধের পর কোহলির প্রসঙ্গ এলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমরা তার (কোহলি) ক্লাস সম্পর্কে জানি। ফর্মটা তার জন্য কোনো সমস্যাই না, যেহেতু সে ১৫ বছর খেলছে। সম্ভবত ফাইনালের জন্যই জমা।’
৮ ওভারে ২ উইকেটে ভারত ৬৫ রান করার পরই বাগড়া দেয় বৃষ্টি। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে চড়াও হয়ে খেলে রোহিতের দল। রোহিত ও সূর্যকুমার যাদব তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৩ রানের জুটি গড়ে ভারতের বড় স্কোর করার কাজ সহজ করে দিয়েছেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের ছোট ছোট ক্যামিওতে ভারত করেছে ৭ উইকেটে ১৭১ রান। ব্যাটিংয়ের পর অক্ষর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা বাকি কাজটুকু সেরেছেন। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘একটা পর্যায়ে ১৪০-৫০ লড়াইয়ের মতো স্কোর মনে হয়েছে। তবে আমরা মাঝের ওভারগুলোতে রান পেয়েছি। সূর্য ও আমি যেভাবে এগিয়েছি, তাতে মনে হচ্ছিল আরও ২০-২৫ রান করতে পারি। ব্যাটারদের স্বাভাবিক ব্যাটিংটাই করতে বলেছি। ১৭৫ দারুণ স্কোর। বোলাররা দারুণ বোলিং করেছে।’
আইসিসি ইভেন্টে এমন অফ ফর্মে বিরাট কোহলিকে সবশেষ কবে দেখা গেছে, সেটা খুঁজে বের করা একটু কঠিনই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক, দুবারের ম্যান অব দ্য টুর্নামেন্ট তিনি। সেখানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি বেশ ধুঁকছেন। তবে ফাইনালে ভারতীয় এই তারকা ব্যাটার দারুণ কিছু করবেন বলে আশা রোহিত শর্মার।
এবারের বিশ্বকাপে ৭ ম্যাচে কোহলি করেছেন ৭৫ রান। গড় ১০.৭১ ও স্ট্রাইকরেট ১০০। কোনো কিছুই কিং কোহলির পক্ষে কথা বলছে না। সর্বোচ্চ ৩৭ রান করেছেন বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগায় সুপার এইটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যে দুবার শূন্য রানে আউট হয়েছেন, দুটিই হয়েছে এবার। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাক। গায়ানায় গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ৯ বলে ৯ রান করে ইংল্যান্ডের বাঁহাতি পেসার রিস টপলির বলে বোল্ড হয়ে ফিরেছেন।
‘প্রতিশোধের’ ম্যাচে ইংল্যান্ডকে গত রাতে ৬৮ রানে হারিয়ে ভারত উঠে গেছে ফাইনালে। বার্বাডোজে আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ইংলিশবধের পর কোহলির প্রসঙ্গ এলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমরা তার (কোহলি) ক্লাস সম্পর্কে জানি। ফর্মটা তার জন্য কোনো সমস্যাই না, যেহেতু সে ১৫ বছর খেলছে। সম্ভবত ফাইনালের জন্যই জমা।’
৮ ওভারে ২ উইকেটে ভারত ৬৫ রান করার পরই বাগড়া দেয় বৃষ্টি। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে চড়াও হয়ে খেলে রোহিতের দল। রোহিত ও সূর্যকুমার যাদব তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৩ রানের জুটি গড়ে ভারতের বড় স্কোর করার কাজ সহজ করে দিয়েছেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের ছোট ছোট ক্যামিওতে ভারত করেছে ৭ উইকেটে ১৭১ রান। ব্যাটিংয়ের পর অক্ষর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা বাকি কাজটুকু সেরেছেন। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘একটা পর্যায়ে ১৪০-৫০ লড়াইয়ের মতো স্কোর মনে হয়েছে। তবে আমরা মাঝের ওভারগুলোতে রান পেয়েছি। সূর্য ও আমি যেভাবে এগিয়েছি, তাতে মনে হচ্ছিল আরও ২০-২৫ রান করতে পারি। ব্যাটারদের স্বাভাবিক ব্যাটিংটাই করতে বলেছি। ১৭৫ দারুণ স্কোর। বোলাররা দারুণ বোলিং করেছে।’
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
১৪ মিনিট আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
৩০ মিনিট আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
২ ঘণ্টা আগে