নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা গতকাল ইনডোরের উইকেটে ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়ে প্রস্তুত হচ্ছিলেন ফ্লাডলাইটের আলোয় অনুশীলন সারার। এ সময় হঠাৎ দেখা গেল মিরপুরের ৮ নম্বর উইকেটের দিকে ব্যাট হাতে এগিয়ে আসছেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের প্রধান কোচের বিপরীতে ততক্ষণে বোলিং প্রান্তে প্রস্তুত স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ। এরপর ব্যাট-বোলিংয়ের লড়াই হলো দুই কোচের মধ্যে। তবে লড়াইটা হলো একতরফা!
হেরাথ প্রথম দুই বল ডমিঙ্গোকে একটু অফ স্টাম্পের বাইরে করেন। তাতে পরাস্ত ডমিঙ্গো। শট খেলার তাড়ায় থাকা ডমিঙ্গো এরপর হেরাথকে কিছুটা এগিয়ে এসে দেখিয়ে দেন শর্ট পিচে বল ফেলতে। ডমিঙ্গোর দেখিয়ে দেওয়া জায়গায় হেরাথ ঠিকই বল ফেললেন, কিন্তু আগের দৃশ্যের পুনরাবৃত্তি। এবারও বড় শট খেলতে পারেননি ডমিঙ্গো। আরও দুই বলে পরাস্ত হওয়ার পর হাল ছেড়ে দেন ডমিঙ্গো। দুজনেই হাসতে হাসতে এগিয়ে যান সাজঘরের দিকে।
ডমিঙ্গোকে হেরাথ বল করেছেন চারটি। একটা বলও বৃত্তের বাইরে ফেলতে পারেননি ডমিঙ্গো। দুই কোচের এই দ্বৈরথ কাছে থেকে উপভোগ করেছেন নাসুম আহমেদরা।
তিন বছর আগে ক্রিকেট থেকে অবসরে যাওয়া হেরাথ ‘অস্ত্র জমা দিলেও ট্রেনিং যে জমা দেননি’—সেটিই যেন বোঝালেন কাল। অবশ্য এত দ্রুত বোলিং ভুলে যাওয়ার কথাও না বাঁহাতি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৪৩৩ উইকেটশিকারী লঙ্কান কিংবদন্তির।
জুলাইয়ে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে যুক্ত হওয়ার পর নেটেও নিয়মিত নাসুম–মেহেদী হাসানদের নিজে বোলিং করে দেখিয়ে দিচ্ছেন সাফল্য পেতে কী করতে হবে। ডমিঙ্গোর অবশ্য কোচিংয়ে ভালো অভিজ্ঞতা থাকলেও খেলোয়াড় হিসেবে খুব একটা পরিচিতি নেই। ঘরোয়া ক্রিকেটে থিতু হতে না পেরে ‘ক্রিকেট খেলাটা আমার জন্য নয়’—বুঝে যাওয়া ডমিঙ্গো দ্রুতই ঝুঁকেছিলেন কোচিং পেশায়। আর সেটিই তাঁকে এনে দিয়েছে সাফল্য। গতকাল মিরপুরে দুই কোচের ব্যাট-বলের লড়াইয়ে শেষ হাসিটা যে হেরাথেরই হবে, তা আর বলতে!
সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা গতকাল ইনডোরের উইকেটে ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়ে প্রস্তুত হচ্ছিলেন ফ্লাডলাইটের আলোয় অনুশীলন সারার। এ সময় হঠাৎ দেখা গেল মিরপুরের ৮ নম্বর উইকেটের দিকে ব্যাট হাতে এগিয়ে আসছেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের প্রধান কোচের বিপরীতে ততক্ষণে বোলিং প্রান্তে প্রস্তুত স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ। এরপর ব্যাট-বোলিংয়ের লড়াই হলো দুই কোচের মধ্যে। তবে লড়াইটা হলো একতরফা!
হেরাথ প্রথম দুই বল ডমিঙ্গোকে একটু অফ স্টাম্পের বাইরে করেন। তাতে পরাস্ত ডমিঙ্গো। শট খেলার তাড়ায় থাকা ডমিঙ্গো এরপর হেরাথকে কিছুটা এগিয়ে এসে দেখিয়ে দেন শর্ট পিচে বল ফেলতে। ডমিঙ্গোর দেখিয়ে দেওয়া জায়গায় হেরাথ ঠিকই বল ফেললেন, কিন্তু আগের দৃশ্যের পুনরাবৃত্তি। এবারও বড় শট খেলতে পারেননি ডমিঙ্গো। আরও দুই বলে পরাস্ত হওয়ার পর হাল ছেড়ে দেন ডমিঙ্গো। দুজনেই হাসতে হাসতে এগিয়ে যান সাজঘরের দিকে।
ডমিঙ্গোকে হেরাথ বল করেছেন চারটি। একটা বলও বৃত্তের বাইরে ফেলতে পারেননি ডমিঙ্গো। দুই কোচের এই দ্বৈরথ কাছে থেকে উপভোগ করেছেন নাসুম আহমেদরা।
তিন বছর আগে ক্রিকেট থেকে অবসরে যাওয়া হেরাথ ‘অস্ত্র জমা দিলেও ট্রেনিং যে জমা দেননি’—সেটিই যেন বোঝালেন কাল। অবশ্য এত দ্রুত বোলিং ভুলে যাওয়ার কথাও না বাঁহাতি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৪৩৩ উইকেটশিকারী লঙ্কান কিংবদন্তির।
জুলাইয়ে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে যুক্ত হওয়ার পর নেটেও নিয়মিত নাসুম–মেহেদী হাসানদের নিজে বোলিং করে দেখিয়ে দিচ্ছেন সাফল্য পেতে কী করতে হবে। ডমিঙ্গোর অবশ্য কোচিংয়ে ভালো অভিজ্ঞতা থাকলেও খেলোয়াড় হিসেবে খুব একটা পরিচিতি নেই। ঘরোয়া ক্রিকেটে থিতু হতে না পেরে ‘ক্রিকেট খেলাটা আমার জন্য নয়’—বুঝে যাওয়া ডমিঙ্গো দ্রুতই ঝুঁকেছিলেন কোচিং পেশায়। আর সেটিই তাঁকে এনে দিয়েছে সাফল্য। গতকাল মিরপুরে দুই কোচের ব্যাট-বলের লড়াইয়ে শেষ হাসিটা যে হেরাথেরই হবে, তা আর বলতে!
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৫ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৫ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৮ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৮ ঘণ্টা আগে