Ajker Patrika

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আউট হয়ে ফিরছেন লিটন। ছবি: বিসিবি
আউট হয়ে ফিরছেন লিটন। ছবি: বিসিবি

প্রথম ওয়ানডেতে অফ স্টাম্পের বাইরের বল দ্বিধাথরথর মনে ডিফেন্স করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী হয়েছিলেন সৌম্য সরকার। সেই ম্যাচে ১৯ রান করেছিলেন বাংলাদেশি ওপেনার। তবে আজ আরও বাজে শট খেলে আউট হলেন তিনি।

জেইডেন সিলসের লেংন্থের বল ফ্রন্ট ফুটে ভর দিয়ে অন ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন সৌম্য (২)। এরপর বাজে শট খেলে দলের বিপদ আরও বাড়ান লিটন দাস (৪), সেটিও সিলসের বলে। বাংলাদেশের স্কোর তখন—৪১/২। ধাক্কা সামলে ওঠার আগে আরেক ধাক্কা।

সেই সিলসের বলে বোল্ড মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক অফ স্টাম্পের বল ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু উঁচিয়ে ধরা ব্যাটের কানা ছুঁয়ে বল লাগে স্টাম্পে। সতীর্থদের যাওয়া আসার মিছিলে সামিল হয়েছেন তানজিদ হাসান তামিমও। বড় ইনিংস খেলার আশা জাগালেও জাস্টিন গ্রিভসের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশ ওপেনার। ৩৩ বলে ৪ ছয় ও ২ ছয়ে ৪৬ রান করেন তামিম।

সেন্ট কিটসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১১.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন আফিফ হোসেন (২) ও মাহমুদউল্লাহ (০)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত