নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একজন অধিনায়ককে প্রশ্ন শুনতে হচ্ছে, কেন তিনি আগের সিরিজে একাদশে সুযোগ পাননি। লিটন দাস ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না অনেক দিন হলো। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলা হয়নি, টেস্টেও নিয়মিত খেলেন না। সেই লিটনের কাঁধে টি-টোয়েন্টিতে নতুন গল্প লেখার চ্যালেঞ্জ। তাঁর ফর্ম নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হলো।
পাল্লেকেলেতে টি-টোয়েন্টি সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে গত দুই ওয়ানডেতে কেন বসেছিলেন, সেই ব্যাখ্যা দিতে গিয়ে লিটন অকপটে বলেছেন, ‘ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে বেঞ্চে বসেছিলাম। ওই সময়ে টি-টোয়েন্টি সংস্করণের প্রস্তুতি যেভাবে নেওয়া যায়, সেটা আমি করেছি। চেষ্টা করব মাঠে সেটা কাজে লাগানোর।’
লিটন অকপটে স্বীকার করে নিয়েছেন, তিনি ছন্দে নেই বলে দলে সুযোগ পাননি। তাঁর সামনে চ্যালেঞ্জ দুটি—নিজের ছন্দে ফিরতে হবে; দলকে ভালো ফল এনে দিতে হবে। গত এপ্রিলে লিটনকে পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক করা হয়েছে। অধিনায়কত্বের শুরুতে খেয়েছেন ধাক্কা। মে মাসে আরব আমিরাতের বিপক্ষে ২-১ আর পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। টানা পাঁচটি টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ।
লিটন অবশ্য আত্মবিশ্বাসী কণ্ঠে নতুন আশার কথা শোনাতে চাইছেন। পাল্লেকেলেতে কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি সব সময় শতভাগ দেওয়ার চেষ্টা করি। চেষ্টা করি মাঠে নিজের কাজটা ঠিকঠাক করতে। অনেক সময় ব্যর্থতা আসে, সফলতার হার কম হয়, এটা জীবনের অংশ। কেন ব্যর্থ হচ্ছি, সেটা বুঝে ঘুরে দাঁড়ানোই সবচেয়ে জরুরি।’
পরিসংখ্যান বলছে, ব্যর্থতা এখন আর শুধু সাময়িক নয়, এটি রূপ নিচ্ছে ধারাবাহিকতায়। র্যাঙ্কিংয়ে নিচের দল আরব আমিরাতের কাছে সিরিজ হার, পাকিস্তানের তরুণ দলের কাছে পাত্তা না পাওয়া টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দলের করুণ ছবি তুলে ধরে। এই বাস্তবতায় লিটনের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল। টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। লিটন জানালেন, এই দুজনের কাছ থেকে বড় আশা করছেন লিটন।
সাইফউদ্দিন-নাসুমের সঙ্গে তানজিম সাকিবকে নিয়েও লিটন আশাবাদী, ‘বাংলাদেশ অনেক দিন ধরে একজন কার্যকর অলরাউন্ডার খুঁজছিল। তানজিম হাসান সাকিবকে আমরা সেই জায়গায় তৈরির চেষ্টা করছি। কয়েকটি ম্যাচে সে ভালো ব্যাট করেছে। আমার মনে হয়, সাইফউদ্দিনও সে ধরনের ক্রিকেটার, যাকে টি-টোয়েন্টিতে ব্যাটিং ও বোলিং দুই দিকেই দরকার হয়। নির্বাচকেরা তাকেও সুযোগ দিয়েছে। দেখা যাক, সে কী করতে পারে। নাসুম অনেক দিন ধরে খেলছে। তার কাছ থেকে আমরা দুই দিক থেকেই ভালো অবদানের (ব্যাটিং ও বোলিং) আশা করছি।’
প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিতে কুণ্ঠা নেই লিটনের। এরই মধ্যে শ্রীলঙ্কার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক। লিটন বলছেন, ‘নিজেদের মাঠে শ্রীলঙ্কা ভালো দল বলেই তারা রেজাল্ট করতে পারছে। হোম কন্ডিশনে শ্রীলঙ্কা অবশ্যই সেরা দল। তারা নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলেছে, আমরা পারিনি। টি-টোয়েন্টি এমনই, যেদিন দু-তিনজন খেলোয়াড় পারফর্ম করবে, সেদিনই ম্যাচ আপনার দিকে ঘুরে যাবে। ওদের কিছু রহস্যজনক বোলার আছে, যারা এই কন্ডিশনে কার্যকর। আমাদের সেই জায়গাগুলোয় আরও মনোযোগ দিতে হবে।’
একজন অধিনায়ককে প্রশ্ন শুনতে হচ্ছে, কেন তিনি আগের সিরিজে একাদশে সুযোগ পাননি। লিটন দাস ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না অনেক দিন হলো। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলা হয়নি, টেস্টেও নিয়মিত খেলেন না। সেই লিটনের কাঁধে টি-টোয়েন্টিতে নতুন গল্প লেখার চ্যালেঞ্জ। তাঁর ফর্ম নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হলো।
পাল্লেকেলেতে টি-টোয়েন্টি সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে গত দুই ওয়ানডেতে কেন বসেছিলেন, সেই ব্যাখ্যা দিতে গিয়ে লিটন অকপটে বলেছেন, ‘ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে বেঞ্চে বসেছিলাম। ওই সময়ে টি-টোয়েন্টি সংস্করণের প্রস্তুতি যেভাবে নেওয়া যায়, সেটা আমি করেছি। চেষ্টা করব মাঠে সেটা কাজে লাগানোর।’
লিটন অকপটে স্বীকার করে নিয়েছেন, তিনি ছন্দে নেই বলে দলে সুযোগ পাননি। তাঁর সামনে চ্যালেঞ্জ দুটি—নিজের ছন্দে ফিরতে হবে; দলকে ভালো ফল এনে দিতে হবে। গত এপ্রিলে লিটনকে পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক করা হয়েছে। অধিনায়কত্বের শুরুতে খেয়েছেন ধাক্কা। মে মাসে আরব আমিরাতের বিপক্ষে ২-১ আর পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। টানা পাঁচটি টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ।
লিটন অবশ্য আত্মবিশ্বাসী কণ্ঠে নতুন আশার কথা শোনাতে চাইছেন। পাল্লেকেলেতে কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি সব সময় শতভাগ দেওয়ার চেষ্টা করি। চেষ্টা করি মাঠে নিজের কাজটা ঠিকঠাক করতে। অনেক সময় ব্যর্থতা আসে, সফলতার হার কম হয়, এটা জীবনের অংশ। কেন ব্যর্থ হচ্ছি, সেটা বুঝে ঘুরে দাঁড়ানোই সবচেয়ে জরুরি।’
পরিসংখ্যান বলছে, ব্যর্থতা এখন আর শুধু সাময়িক নয়, এটি রূপ নিচ্ছে ধারাবাহিকতায়। র্যাঙ্কিংয়ে নিচের দল আরব আমিরাতের কাছে সিরিজ হার, পাকিস্তানের তরুণ দলের কাছে পাত্তা না পাওয়া টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দলের করুণ ছবি তুলে ধরে। এই বাস্তবতায় লিটনের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল। টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। লিটন জানালেন, এই দুজনের কাছ থেকে বড় আশা করছেন লিটন।
সাইফউদ্দিন-নাসুমের সঙ্গে তানজিম সাকিবকে নিয়েও লিটন আশাবাদী, ‘বাংলাদেশ অনেক দিন ধরে একজন কার্যকর অলরাউন্ডার খুঁজছিল। তানজিম হাসান সাকিবকে আমরা সেই জায়গায় তৈরির চেষ্টা করছি। কয়েকটি ম্যাচে সে ভালো ব্যাট করেছে। আমার মনে হয়, সাইফউদ্দিনও সে ধরনের ক্রিকেটার, যাকে টি-টোয়েন্টিতে ব্যাটিং ও বোলিং দুই দিকেই দরকার হয়। নির্বাচকেরা তাকেও সুযোগ দিয়েছে। দেখা যাক, সে কী করতে পারে। নাসুম অনেক দিন ধরে খেলছে। তার কাছ থেকে আমরা দুই দিক থেকেই ভালো অবদানের (ব্যাটিং ও বোলিং) আশা করছি।’
প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিতে কুণ্ঠা নেই লিটনের। এরই মধ্যে শ্রীলঙ্কার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক। লিটন বলছেন, ‘নিজেদের মাঠে শ্রীলঙ্কা ভালো দল বলেই তারা রেজাল্ট করতে পারছে। হোম কন্ডিশনে শ্রীলঙ্কা অবশ্যই সেরা দল। তারা নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলেছে, আমরা পারিনি। টি-টোয়েন্টি এমনই, যেদিন দু-তিনজন খেলোয়াড় পারফর্ম করবে, সেদিনই ম্যাচ আপনার দিকে ঘুরে যাবে। ওদের কিছু রহস্যজনক বোলার আছে, যারা এই কন্ডিশনে কার্যকর। আমাদের সেই জায়গাগুলোয় আরও মনোযোগ দিতে হবে।’
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৭ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে