ক্রীড়া ডেস্ক
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ আসিফ আফ্রিদি খেলেছেন ফেব্রুয়ারিতে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় টুর্নামেন্ট শেষ হয়ে গেল এই বাঁহাতি স্পিনারের।
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াসের (ফ্যাটা) হয়ে অধিনায়ক হয়েই তাঁর ফেরার কথা ছিল আফ্রিদির। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু অনুশীলনের সময় তাঁর ডান চোখে বল লেগেছে। মেডিকেল প্রতিবেদনে জানা গেছে, তাঁর চোখে চিড় ধরা পড়েছে। এতে করে টুর্নামেন্ট থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে।
আফ্রিদির চোটের খবর শুনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সামিন রানা, ফখর জামান হাসপাতালে ছুটে গেছেন। আর আফ্রিদির ফ্যাটা লাহোরে গত রাতে আজাদ জম্মু কাশ্মীর (এজেকে) রিজিওন ৪ উইকেটে হারিয়েছে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ফ্যাটা খেলবে সিয়ালকোট রিজিওনের বিপক্ষে। ফ্যাটার পরবর্তী প্রতিপক্ষ মুলতান রিজিওনের বিপক্ষে। ফয়সালাবাদে পরশু মুখোমুখি হবে ফ্যাটা-মুলতান রিজিওন। ‘ডি’ গ্রুপে ফ্যাটা, মুলতান রিজিওন, সিয়ালকোট রিজিওন, এজেকে রিজিওন এই চার দল রয়েছে।
ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে সূত্রের মাধ্যমে জানা গেছে, চোটের কারণে পিএসএলে লাহোর কালান্দার্সের বেশ কিছু ম্যাচ আফ্রিদি মিস করতে পারেন। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। এই দলেই আছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ আসিফ আফ্রিদি খেলেছেন ফেব্রুয়ারিতে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় টুর্নামেন্ট শেষ হয়ে গেল এই বাঁহাতি স্পিনারের।
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াসের (ফ্যাটা) হয়ে অধিনায়ক হয়েই তাঁর ফেরার কথা ছিল আফ্রিদির। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু অনুশীলনের সময় তাঁর ডান চোখে বল লেগেছে। মেডিকেল প্রতিবেদনে জানা গেছে, তাঁর চোখে চিড় ধরা পড়েছে। এতে করে টুর্নামেন্ট থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে।
আফ্রিদির চোটের খবর শুনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সামিন রানা, ফখর জামান হাসপাতালে ছুটে গেছেন। আর আফ্রিদির ফ্যাটা লাহোরে গত রাতে আজাদ জম্মু কাশ্মীর (এজেকে) রিজিওন ৪ উইকেটে হারিয়েছে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ফ্যাটা খেলবে সিয়ালকোট রিজিওনের বিপক্ষে। ফ্যাটার পরবর্তী প্রতিপক্ষ মুলতান রিজিওনের বিপক্ষে। ফয়সালাবাদে পরশু মুখোমুখি হবে ফ্যাটা-মুলতান রিজিওন। ‘ডি’ গ্রুপে ফ্যাটা, মুলতান রিজিওন, সিয়ালকোট রিজিওন, এজেকে রিজিওন এই চার দল রয়েছে।
ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে সূত্রের মাধ্যমে জানা গেছে, চোটের কারণে পিএসএলে লাহোর কালান্দার্সের বেশ কিছু ম্যাচ আফ্রিদি মিস করতে পারেন। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। এই দলেই আছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৮ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১১ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১১ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১১ ঘণ্টা আগে