Ajker Patrika

ম্যাচের অনেক কিছু বাকি আছে এখনো, বললেন মিরাজ

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১২: ৩৮
ম্যাচের অনেক কিছু বাকি আছে এখনো, বললেন মিরাজ

ডারবান টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে গুটিয়ে দিয়ে ভালো কিছুর আভাস দিচ্ছিল। কিন্তু দিনের তৃতীয় সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুমিনুল হকের দল। ৪ উইকেটে ৯৮ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। চাপের মুখেও আশাবাদী মেহেদী হাসান মিরাজ।

১৪ রানের মধ্যে শেষ তিন উইকেট হারিয়ে চাপে আছে সফরকারী দল। মিরাজ অবশ্য এখনো আশা হারাননি। গতকাল দিন শেষে এই অলরাউন্ডারের কণ্ঠে ছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘অনেক কিছু বাকি আছে। এখনই ফল অনুমান করা সম্ভব না। টেস্টে এমন হয়ই। যারা বেশি ভালো খেলবে তারাই জিতবে। এখনো আমাদের অনেক সুযোগ আছে। জয় আছে, লিটন আছে, রাব্বি আছে, আমি আছি।’

কাজটা সহজ নয়, মিরাজ নিজেও সেটি মানছেন। তবু এই অবস্থা থেকে যত দূর এগোনো যাবে দলের জন্য ততই ভালো। মিরাজ বলেন, ‘চেষ্টা থাকবে প্রথম সেশনটা খেলার। ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ থাকবে। কারণ ৪ উইকেট পড়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে। যত দূর যেতে পারি, সেটিই সহায়তা করবে আমাদের।’ 

দ্বিতীয় দিন থেকেই স্পিনাররা উইকেট থেকে সহায়তা পেতে শুরু করেছেন। ৩৩ বছর বয়সী প্রোটিয়া অফ স্পিনার সাইমন হারমার বেশ ভুগিয়েছেন মুশফিক-মুমিনুলদের। ৪টি উইকেটই নিয়েছেন তিনি।

মিরাজ তাই মনে করেন দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার জন্যও ব্যাটিং করা সহজ হবে না। তিনি বলেন, ‘ওদের জন্যও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। প্রথম ইনিংসে যত দূরে যেতে পারি, সেটাই ভালো হবে। বল টার্ন করছে, একটু নিচু হচ্ছে—যেটা কঠিন। তবে ব্যাটসম্যানরা যদি সামলাতে পারে। জয় ভালো করছে। মানসিকভাবে শক্ত থাকলে আরও কাছাকাছি যেতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত