Ajker Patrika

ভারত ২০০, বাংলাদেশ ১০০!

নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
Thumbnail image

চেন্নাই টেস্টে বাংলাদেশ, ভারত দুই দলের বোলাররাই ভালো করেছেন। বোলিংয়ের পাশাপাশি ভারত ভালো করেছে ব্যাটিংয়েও। কিন্তু এখানেই ব্যর্থ বাংলাদেশ। আর এতেই চেন্নাই টেস্টের সৌন্দর্য নষ্ট হয়েছে বলে মনে করেন চেন্নাইয়ের স্থানীয় কলেজ পড়ুয়া দুই বন্ধু দর্শন ও জাহ্। চিপকের পাশের সিএনকে রোডেই বসবাস তাঁদের। বাংলাদেশ-ভারতের চেন্নাই টেস্ট নিয়ে এই প্রতিবেদকের কথা হয় দুজনের সঙ্গে। 

প্রসঙ্গক্রমে জাহ্ বলেন, ‘আমরা বাংলাদেশের কাছ থেকে আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম। কিন্তু বাংলাদেশর টপ অর্ডার খুব দুর্বল। দেখে মনে হচ্ছে অনভিজ্ঞ। আর এই অনভিজ্ঞ টপ অর্ডার দিয়ে ভারতে খুব সুবিধা করতে পারবে না। টেস্টে বাংলাদেশকে ভালো করতে হলে এই জায়গায় উন্নতি করতে হবে। না হলে ভোগান্তি হবে।’ 

জাহ্’র বন্ধু দর্শন রোহিত শর্মার ভক্ত। জাহ্ বিরাট কোহলির। দুজনেই ম্যাচ দেখার আগে জার্সি কিনেছেন রোহিত-কোহলির। প্রথমবারের মতো টেস্ট ম্যাচ দেখতে এসেছেন। চোখে মুখে একটা উত্তেজনার ছাপ। 

চেন্নাইয়ে শনিবার সরকারি ছুটি। ছুটির দিনে লম্বা লাইনে দাঁড়িয়ে মাঠে ঢুকেছেন দর্শকেরা। আগের দিন মাঠে যেখানে ১৩ হাজার দর্শকের উপস্থিতি ছিল, সেখানে আজ এই সংখ্যাটা ছিল দ্বিগুণেরও বেশি। ভারতীয় দর্শকের মাঝে ছিল বাংলাদেশের চার-পাঁচজন দর্শকও। 

চেন্নাইয়ের-দর্শক-১মাঠে ঢোকার আগে ভারতীয় দর্শকদের অনেকেই জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছেন। তাদের পছন্দের শীর্ষে বিরাট কোহলির জার্সি। স্টেডিয়ামের আশপাশে সহজলভ্য ভারতীয় ক্রিকেটারদের জার্সি। তবে কোথাও বাংলাদেশের জার্সির দেখা মিলল না। বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর চিপকের ৯ নম্বর গেটে পাওয়া গেল লাল-সবুজের কয়েকটি জার্সি। ভারতীয় জার্সির দাম যেখানে ২০০ রুপি, সেখানে বাংলাদেশের জার্সির দাম ৮০–১০০ রুপি। মৌসুমি এক হকার জোরে জোরে দাম হাঁকছে—‘ভারত ২০০, বাংলাদেশ ১০০!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত