নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবারও ফিরতে শুরু করেছেন মাঠে। প্রায় দেড় সপ্তাহের বিরতির পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মিরপুরে শেরেবাংলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো আগামীকাল থেকে শুরু করবে অনুশীলন। দলের সঙ্গে যোগ দিতে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়।
গত দুই দিন মিরপুরের একাডেমি ভবনে দেখা গেছে সাইফ হাসান, নাহিদ রানা, শেখ মেহেদি, শামসুর রহমান শুভ ও রিশাদ হোসেনদের মতো ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের। আজ দুপুরে মাঠে গিয়ে দেখা গেছে, মাঠকর্মীরা ব্যস্ত উইকেটের বাড়তি ঘাস কাটায় ও মাঠ প্রস্তুতে।
টেবিলের শীর্ষে থাকা আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জসহ শীর্ষ দলগুলো কাল থেকে অনুশীলন শুরু করবে। তবে আনুষ্ঠানিক প্রস্তুতির আগেই কয়েকজন ক্রিকেটার আজ মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগতভাবে ব্যাটিং অনুশীলন করেছেন সিমেন্টের উইকেটে।
সকালে মোহামেডানের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা গেছে একাডেমি জিমে। ফিটনেস ট্রেইনারের তত্ত্বাবধানে আরও কয়েকজন ক্রিকেটারও অংশ নিয়েছেন ফিটনেস অনুশীলনে।
বিকেলে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। তামিম ইকবালের অনুপস্থিতি এবং নতুন নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও দায়িত্ব পালন করেছে সে। আগামীকাল আমাদের অফিশিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই মূল সিদ্ধান্ত জানানো হবে।’
তবে হৃদয়ের ওপরই নেতৃত্বের দায়িত্ব বর্তানোর সম্ভাবনা সবচেয়ে বেশি—ইঙ্গিত দিলেন শিপন। তাঁর ভাষায়, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’
ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবারও ফিরতে শুরু করেছেন মাঠে। প্রায় দেড় সপ্তাহের বিরতির পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মিরপুরে শেরেবাংলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো আগামীকাল থেকে শুরু করবে অনুশীলন। দলের সঙ্গে যোগ দিতে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়।
গত দুই দিন মিরপুরের একাডেমি ভবনে দেখা গেছে সাইফ হাসান, নাহিদ রানা, শেখ মেহেদি, শামসুর রহমান শুভ ও রিশাদ হোসেনদের মতো ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের। আজ দুপুরে মাঠে গিয়ে দেখা গেছে, মাঠকর্মীরা ব্যস্ত উইকেটের বাড়তি ঘাস কাটায় ও মাঠ প্রস্তুতে।
টেবিলের শীর্ষে থাকা আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জসহ শীর্ষ দলগুলো কাল থেকে অনুশীলন শুরু করবে। তবে আনুষ্ঠানিক প্রস্তুতির আগেই কয়েকজন ক্রিকেটার আজ মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগতভাবে ব্যাটিং অনুশীলন করেছেন সিমেন্টের উইকেটে।
সকালে মোহামেডানের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা গেছে একাডেমি জিমে। ফিটনেস ট্রেইনারের তত্ত্বাবধানে আরও কয়েকজন ক্রিকেটারও অংশ নিয়েছেন ফিটনেস অনুশীলনে।
বিকেলে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। তামিম ইকবালের অনুপস্থিতি এবং নতুন নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও দায়িত্ব পালন করেছে সে। আগামীকাল আমাদের অফিশিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই মূল সিদ্ধান্ত জানানো হবে।’
তবে হৃদয়ের ওপরই নেতৃত্বের দায়িত্ব বর্তানোর সম্ভাবনা সবচেয়ে বেশি—ইঙ্গিত দিলেন শিপন। তাঁর ভাষায়, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’
আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের তিন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, আন্তেনিও রুদিগার ও দানি সেবায়োসকে জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা—উয়েফা। এমবাপ্পেকে ৩০ হাজার, রুদিগারকে ৪০ হাজার ও সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে সংস্থাটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রও অভিযুক্ত
১০ ঘণ্টা আগেদুঃসময়ে ইংল্যান্ডের অধিনায়কত্বের সমাধান কে হবেন? জস বাটলার সাদা বলের দায়িত্ব ছাড়ার পর থেকেই এই আলোচনা। তবে প্রশ্নটা এখনো ঘুরপাকের মধ্যেই আছে। হ্যারি ব্রুক, বেন স্টোকস, না জো রুট। দলের সেরা ব্যাটার রুট প্রস্তাব পাওয়ার আগেই স্পষ্ট জানালেন, নতুন করে ইংল্যান্ডের অধিনায়ক হতে আগ্রহী নন তিনি।
১১ ঘণ্টা আগেএক দশক ধরে ম্যানচেস্টার সিটির মধ্যমণি। বয়সও হয়ে গেছে ৩৩, এবার পেপ গার্দিওলার বাজির ঘোড়া কেভিন ডি ব্রুইনে জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুম শেষে চুক্তি শেষ হলে সিটিকে বিদায় জানাবেন তিনি। ২০১৫ সালে ভলফসবুর্গ থেকে সিটিতে যোগ দেন এই বেলজিয়ান তারকা। সব মিলিয়ে জিতেছেন ১৬টি ট্রফি, এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লি
১৩ ঘণ্টা আগেবুকে ব্যথা নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।
১৬ ঘণ্টা আগে