ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
১১ জনের দলে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ৫ জন। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী অনায়াসেই জায়গা করে নেন সেরা একাদশে। এর মধ্যে বরুণ কেবল তিন ম্যাচ খেলেন। তবে সেই তিন ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন এই রহস্য স্পিনার।
দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করে টুর্নামেন্ট-সেরা হওয়া রাচিন রবীন্দ্রর সঙ্গে ওপেনিংয়ে রাখা হয়েছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে। তাঁর রেকর্ড গড়া ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডকে হারায় আফগানরা। সেই ম্যাচে ৫ উইকেট নেওয়া আরেক নায়ক আজমতউল্লাহ ওমরজাইও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।
ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেও টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে ৯ উইকেট নিয়ে ঠিকই আছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। সেরা একাদশে নেতৃত্বের ভারও তাঁকে দেওয়া হয়েছে। এছাড়া সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া ম্যাট হেনরির পেস জুটি হিসেবে রাখা হয়েছে ভারতের মোহাম্মদ শামি।
একাদশে স্বাভাবিকভাবেই জায়গা পাননি বাংলাদেশের কেউ। তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়েই দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল।
চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ: রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, আজমতউল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী। দ্বাদশ খেলোয়াড়: অক্ষর প্যাটেল।
নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
১১ জনের দলে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ৫ জন। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী অনায়াসেই জায়গা করে নেন সেরা একাদশে। এর মধ্যে বরুণ কেবল তিন ম্যাচ খেলেন। তবে সেই তিন ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন এই রহস্য স্পিনার।
দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করে টুর্নামেন্ট-সেরা হওয়া রাচিন রবীন্দ্রর সঙ্গে ওপেনিংয়ে রাখা হয়েছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে। তাঁর রেকর্ড গড়া ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডকে হারায় আফগানরা। সেই ম্যাচে ৫ উইকেট নেওয়া আরেক নায়ক আজমতউল্লাহ ওমরজাইও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।
ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেও টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে ৯ উইকেট নিয়ে ঠিকই আছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। সেরা একাদশে নেতৃত্বের ভারও তাঁকে দেওয়া হয়েছে। এছাড়া সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া ম্যাট হেনরির পেস জুটি হিসেবে রাখা হয়েছে ভারতের মোহাম্মদ শামি।
একাদশে স্বাভাবিকভাবেই জায়গা পাননি বাংলাদেশের কেউ। তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়েই দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল।
চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ: রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, আজমতউল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী। দ্বাদশ খেলোয়াড়: অক্ষর প্যাটেল।
মেজর লিগ সকারে (এমএলএস) আগের টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিও জিতেছিল সেই পাঁচ ম্যাচ। ছন্দে থাকা মেসি এবার পারলেন না কিছু করতে। মায়ামিও হারল বড় ব্যবধানে।
২৪ মিনিট আগেদ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
১৩ ঘণ্টা আগে