কেপটাউনে তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। টস জিতে ব্যাটিং করে সুবিধা করতে পারেনি ভারত। প্রথম দিনেই ২২৩ রানে অলআউট হয়েছে সফরকারীরা। চোটে পড়ে জোহানেসবার্গ টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। একাদশে ফিরেই রানের দেখা পেয়েছেন কোহলি। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। জবাবে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদেরও। ১৭ রান তুলতেই অধিনায়ক ডিন এলগারের উইকেট হারিয়েছে তারা।
আরও একবার সেঞ্চুরির অপেক্ষা বাড়ান কোহলি। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মিছিলে নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি। কাগিসো রাবাদার চতুর্থ শিকার হওয়ার আগে উইকেটে ভালোই সংগ্রাম করেছেন ভারত টেস্ট অধিনায়ক। ২০১ বলের ইনিংসে অফ স্টাম্পের বাইরের বল খেলা থেকে নিজেকে বিরত রাখার কঠিন কাজটা করেছেন। যেটার জন্য বারবার উইকেট দিয়ে আসতে হচ্ছিল তাঁকে। তবে শেষ পর্যন্ত অবশ্য বহুল কাঙ্ক্ষিত সেঞ্চুরিটা পাওয়া হলো কোহলির।
কলকাতার ইডেন গার্ডেনে ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। এরপর গত দুই বছরের বেশি সময়ে সেঞ্চুরির উদ্যাপনে ব্যাট তোলা হয়নি এক সময় সেঞ্চুরিকে ডালভাত বানিয়ে ফেলা কোহলির। সেই টেস্টের একমাত্র ইনিংসে ১৩৬ রান করা কোহলি বাংলাদেশ পেসার ইবাদত হোসেনের বলে আউট হয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে, কোহলি যেমন এরপর আর সেঞ্চুরির দেখা পাননি, সেই টেস্টের প্রথম ইনিংসে ১ রান করা ইবাদতও এই সময়ে ১০ ইনিংসে রানের দেখা পাননি। টানা শূন্যের বিশ্ব রেকর্ডই তো করে ফেলেছেন।
সেই ইবাদত আজ ক্রাইস্টচার্চে টানা শূন্যের বৃত্ত ভেঙেছেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেন চার রান। ইবাদতের রান পাওয়ার সঙ্গে সঙ্গে কোহলির সেঞ্চুরি পাওয়া নিয়ে আলোচনায় সরব সামাজিক যোগাযোগমাধ্যম। সেটা আর হলো কই? তবে এখনো দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সুযোগ থাকছে কোহলির।
কেপটাউনে তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। টস জিতে ব্যাটিং করে সুবিধা করতে পারেনি ভারত। প্রথম দিনেই ২২৩ রানে অলআউট হয়েছে সফরকারীরা। চোটে পড়ে জোহানেসবার্গ টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। একাদশে ফিরেই রানের দেখা পেয়েছেন কোহলি। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। জবাবে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদেরও। ১৭ রান তুলতেই অধিনায়ক ডিন এলগারের উইকেট হারিয়েছে তারা।
আরও একবার সেঞ্চুরির অপেক্ষা বাড়ান কোহলি। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মিছিলে নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি। কাগিসো রাবাদার চতুর্থ শিকার হওয়ার আগে উইকেটে ভালোই সংগ্রাম করেছেন ভারত টেস্ট অধিনায়ক। ২০১ বলের ইনিংসে অফ স্টাম্পের বাইরের বল খেলা থেকে নিজেকে বিরত রাখার কঠিন কাজটা করেছেন। যেটার জন্য বারবার উইকেট দিয়ে আসতে হচ্ছিল তাঁকে। তবে শেষ পর্যন্ত অবশ্য বহুল কাঙ্ক্ষিত সেঞ্চুরিটা পাওয়া হলো কোহলির।
কলকাতার ইডেন গার্ডেনে ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। এরপর গত দুই বছরের বেশি সময়ে সেঞ্চুরির উদ্যাপনে ব্যাট তোলা হয়নি এক সময় সেঞ্চুরিকে ডালভাত বানিয়ে ফেলা কোহলির। সেই টেস্টের একমাত্র ইনিংসে ১৩৬ রান করা কোহলি বাংলাদেশ পেসার ইবাদত হোসেনের বলে আউট হয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে, কোহলি যেমন এরপর আর সেঞ্চুরির দেখা পাননি, সেই টেস্টের প্রথম ইনিংসে ১ রান করা ইবাদতও এই সময়ে ১০ ইনিংসে রানের দেখা পাননি। টানা শূন্যের বিশ্ব রেকর্ডই তো করে ফেলেছেন।
সেই ইবাদত আজ ক্রাইস্টচার্চে টানা শূন্যের বৃত্ত ভেঙেছেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেন চার রান। ইবাদতের রান পাওয়ার সঙ্গে সঙ্গে কোহলির সেঞ্চুরি পাওয়া নিয়ে আলোচনায় সরব সামাজিক যোগাযোগমাধ্যম। সেটা আর হলো কই? তবে এখনো দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সুযোগ থাকছে কোহলির।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেলেই ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করবে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেভার্চুয়ালি ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় ১৩ দেশের ২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে এজিএমে আসন্ন এশিয়া কাপের সূচি ও ভেন্যু নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এসিসির চেয়ারম্যান ও পাকিস্তান
৩ ঘণ্টা আগেআজ বাংলাদেশ জিতলেই টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হবে পাকিস্তান। বাংলাদেশের কাছে প্রথমবারের মতো ধবলধোলাই। অবশ্য এরই মধ্যে একটা বিব্রতকর ‘প্রথম’ হয়ে গেছে তাদের; প্রথমবারের মতো এই সংস্করণে সিরিজ হেরেছে পাকিস্তান।
৬ ঘণ্টা আগে