Ajker Patrika

হারের চিন্তা নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৭: ৪৫
হারের চিন্তা নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলায় প্রথম টেস্টের নিয়ন্ত্রণ অনেকটাই দক্ষিণ আফ্রিকার হাতে চলে গেছে। হাতে ৭ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শেষ করলেও এই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে অসাধারণ কিছু করতে হবে। তিন দিন হাতে থাকার পরও বাংলাদেশ এবার  কী করে, সেটাই এখন দেখার বিষয়।

২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতেই কাঁপাকাঁপি শুরু বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা যেখানে কিছুক্ষণ আগেও সাবলীল ব্যাটিং করছিল, সেখানে বাংলাদেশ ব্যাটিং করতেই যেন ‘মাইন ফিল্ডে’ পরিণত হয়। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০১ রান করে আজ দিনের খেলা শেষ করল স্বাগতিকেরা। মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম দুজনেই ৩০-এর বেশি রান করে অপরাজিত। চতুর্থ উইকেটে এরই মধ্যে তাঁরা ৪২ রানের জুটি গড়েছেন। এই জুটি খেলেছেন ৫০ বল।

দ্বিতীয় ইনিংসে ৪ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে সাদমান ইসলামকে ফেরান কাগিসো রাবাদা। শর্ট লেগে দুর্দান্ত ক্যাচ ধরেন টনি দে জর্জি। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সাদমান মিরপুরে চলমান টেস্টের কোনো ইনিংসেই এক অঙ্কের কোটা পেরোতে পারেননি। দুই ইনিংস মিলে করেন ১ রান (০ ও ১)। দ্বিতীয় ইনিংসে টিকেছেন ৭ বল।

দ্বিতীয় দিনে চা পানের বিরতির আগে বাংলাদেশকে আরও এক ধাক্কা দেন রাবাদা। তৃতীয় ওভারের চতুর্থ বলে দক্ষিণ আফ্রিকার পেসার  ফিরিয়েছেন মুমিনুল হককে। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি মুমিনুল। রাবাদার জোড়া আঘাতে বাংলাদেশ পরিণত হয় ২.৪ ওভারে ২ উইকেটে ৪ রান। দ্বিতীয় সেশনের খেলা  স্বাগতিকেরা শেষ করে ৭ ওভারে ২ উইকেটে ১৯ রানে। 

চা পানের বিরতির পর বাংলাদেশ যখন খেলা শুরু করে, তখন এগোতে থাকে স্বাভাবিকভাবে। মাঝে দুই একবার আউটের আবেদন করলেও দক্ষিণ আফ্রিকা সফল হয়নি। তৃতীয় উইকেটে জয় ও নাজমুল হোসেন শান্ত গড়েন ৯৮ বলে ৫৫ রানের জুটি। ১৯তম ওভারের পঞ্চম বলে শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কেশব মহারাজ। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত। বাংলাদেশের অধিনায়ক ৪৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে আউট হয়েছেন।   

অধিনায়ক শান্তর ফেরার পর চড়াও হয়ে খেলেন জয় ও মুশফিক। এই জুটি ভাঙারও সম্ভাবনা তৈরি হয়েছিল দিনের শেষভাগে এসে। ২৮তম ওভারের প্রথম বলে ডেন পিটকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন জয়। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কাইল ভেরেইন স্টাম্পিং করেছেন ঠিকই। তবে আউট হয়েছে কি হয়নি, এই সিদ্ধান্তে আসতে একটু সময় লেগেছে তৃতীয় আম্পায়ারের। শেষ পর্যন্ত দেখা যায় বেল ফেলার আগে জয়ের ব্যাট দাগের ভেতরে পৌঁছেছে। বাংলাদেশের ওপেনার সেই যাত্রায় বেঁচে যান। 

জয় বেঁচে যাওয়ার পরপর আবার সেই আলোক স্বল্পতার সমস্যা দেখা দেয়। ম্যাচ পরিচালনা করা সম্ভব না দেখে আম্পায়াররা এখানেই দিনের খেলা শেষ ঘোষণা করেন। জয় ৮০ বলে ৫ চারে করেন ৩৮ রান। মুশফিক ব্যাটিং করছেন ১০০-এর বেশি স্ট্রাইকরেটে। ২৬ বলে ৩ চারে করেন ৩১ রান। গতকালও প্রথম দিনের খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আলোক স্বল্পতার কারণে।

৬ উইকেটে ১৪০ রানে আজ প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরেইনের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে প্রোটিয়ারা করেছে ৩০৮ রান। ভেরেইনের আউটেই শেষ হয়েছে সফরকারীদের ইনিংস। ১৪৪ বলে ৮ চার ও ২ ছক্কায় প্রোটিয়া এই ব্যাটার করেন ১১৪ রান।বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট তাইজুল ইসলামের। মিরাজ ও হাসান নিয়েছেন ৩ ও ২ উইকেট।  

 

 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত